Latest Notes

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | বাংলা ব্যাকরণ The Model Millionaire mcq and Answers The Model Millionaire – চারণকবি কবিতা MCQ – ভারভারা রাও – একাদশ শ্রেণী সেমিস্টার ১ বিড়াল (প্রবন্ধ) MCQ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Class 11 Semester 1 সাম্যবাদী নজরুল ইসলাম MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী বাংলা নুন – জয় গোস্বামী একাদশ শ্রেণী লালন শাহ্ ফকিরের গান একাদশ শ্রেণী সেমিস্টার ২ ভাব সম্মিলন – বিদ্যাপতি চারণকবি – ভারভারা রাও

১। ‘আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব।’— এই ঘোষণা কার?

(ক) হাসানের
(খ) গ্রাম পঞ্চায়েতের
(গ) অমৃতের বাবার
(ঘ) গ্রাম-প্রধানের।

উত্তরঃ (ঘ) গ্রাম-প্রধানের

২। যে-দিনের পড়ন্ত বিকেলের কাহিনি গল্পে তুলে ধরা হয়েছে, সেদিন ছিল –

(ক) দুর্গাপূজা
(খ) হোলি
(গ) বড়োদিন
(ঘ) বুদ্ধপূর্ণিমা

উত্তরঃ (খ) হোলি

৩। গ্রামের একদল ছেলে কোন গাছের নীচে জড়ো হয়েছিল?

(ক) নিমগাছ
(খ) আমগাছ
(গ) জামগাছ
(ঘ) বটগাছ

উত্তরঃ (ক) নিমগাছ

৪। ‘দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা।’ দিনটি হল-

(ক) হোলির দিন
(খ) জন্মদিন
(গ) বর্ষারদিন
(ঘ) পুজোর দিন

উত্তরঃ (ক) হোলির দিন

৫। অমৃতের বয়স কত বছর?

(ক) দশ বছর
(খ) ন-বছর
(গ) এগারো বছর
(ঘ) বারো বছর

উত্তরঃ (ক) দশ বছর

৬। অমৃত কুস্তি করলে কে তাকে ঠ্যাঙাবে?

(ক) তার বাবা
(খ) তার কাকা
(গ) তার মা
(ঘ) তার জ্যাঠা

উত্তরঃ (গ) তার মা

৭। হোলির দিন ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল ?

(ক) ছবি আঁকতে
(খ) হোলি খেলতে
(গ) কুস্তি লড়তে
(ঘ) ফুটবল খেলতে

উত্তরঃ (গ) কুস্তি লড়তে

৮। “এদের বাড়ি দুটোও মুখোমুখি।”—বাড়ি দুটি কোথায়?

(ক) নদীর ধারে
(খ) শহরের মাঝখানে
(গ) রাস্তার মোড়ে
(ঘ) মাঠের ধারে

উত্তরঃ (গ) রাস্তার মোড়ে

৯। “ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।”—‘ও’ কে?

(ক) অমৃতের বন্ধু
(খ) অমৃত
(গ) ইসাব
(ঘ) কালিয়া

উত্তরঃ (খ) অমৃত

১০। ”দুই বন্ধুতে মিলে শান-বাঁধানো ফুটপাথে এসে বসতে…।”—দুই বন্ধু কে কে?

(ক) কৃষাণ ও ইসাব
(খ) কৃশানু ও ইসাব
(গ) অমৃত ও ইসাব
(ঘ) অমৃত ও বিমল

১১।  ইসাবের মতো জামা না-পেলে অমৃত কোথায় যাবে না?

উত্তরঃ (গ) অমৃত ও ইসাব

(ক) মামার বাড়ি
(খ) মাসির বাড়ি
(গ) পিসির বাড়ি
(ঘ) স্কুলে

উত্তরঃ (ঘ) স্কুলে

১২। “এসো, আমরা কুস্তি লড়ি।”—এই কথাটি কার গলা জড়িয়ে ধরে বলা হয়েছিল?

(ক) অমৃতের
(খ) ইসাবের
(গ) কালিয়ার
(ঘ) পাঠানের

উত্তরঃ (ক) অমৃতের

১৩। “এসো, আমরা কুস্তি লড়ি।”—এই কথাটি কার গলা জড়িয়ে ধরে বলা হয়েছিল?

(ক) অমৃতের
(খ) ইসাবের
(গ) কালিয়ার
(ঘ) পাঠানের

উত্তরঃ (ক) অমৃতের

১৪। ‘অদল বদল’ গল্পটি বাংলায় কে তরজমা করেছেন?

(ক) নবারুণ ভট্টাচার্য
(খ) অৰ্ঘ্যকুসুম দত্তগুপ্ত
(গ) পান্নালাল প্যাটেল
(ঘ) শ্রীপান্থ

উত্তরঃ (খ) অৰ্ঘ্যকুসুম দত্তগুপ্ত

১৫।  “মেজাজ চড়ে গেল।”—কার?

(ক) ইসাবের
(খ) ইসাবের বাবার
(গ) অমৃতের
(ঘ) কালিয়ার

উত্তরঃ (ক) ইসাবের

১৬। “একটা সুচসুতো নিয়ে হেঁড়া জামাটা রিফু করে দিলেন।”—কে দিলেন?

(ক) ইসাবের বাবা
(খ) অমৃতের মা
(গ) ইসাবের মা
(ঘ) ইসাবের দিদি

উত্তরঃ (ঘ) ইসাবের দিদি

১৭। ‘অদল বদল’ গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কার কানে গেল?

(ক) অমৃতের
(খ) গ্রামপ্রধানের
(গ) ইসাবের
(ঘ) কালিয়ার

উত্তরঃ (খ) গ্রামপ্রধানের

১৮। “আয়, আমি তোর সঙ্গে লড়ব।”—এই কথাটি কে
বলেছে?

(ক) অমৃত
(খ) ইসাব
(গ) কালিয়া
(ঘ) পাঠান

উত্তরঃ (খ) ইসাব

১৯। কার জামার পকেট ও ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিড়ে গেছে?

(ক) অমৃতের
(খ) কালিয়ার
(গ) ইসাবের
(ঘ) পাঠানের

উত্তরঃ (গ) ইসাবের

২০। “তোর কী হবে, তুই কী করবি?”—কথাটি কে বলেছে?

(ক) অমৃত
(খ) পাঠান
(গ) কালিয়া
(ঘ) ইসাব

উত্তরঃ (ঘ) ইসাব

২১। “কিছুটা যেতেই অমৃতের নজরে এল…।”—কী নজরে পড়েছিল?

(ক) তার বাবা আসছে
(খ) তার মা আসছে
(গ) ইসাবের জামার পকেটের ছ-ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে
(ঘ) কালিয়া তার দলবল নিয়ে তাদের দিকে আসছে

উত্তরঃ (গ) ইসাবের জামার পকেটের ছ-ইঞ্চি পরিমাণ
কাপড় ছিঁড়ে গেছে

২২। “একটা সুচসুতো নিয়ে হেঁড়া জামাটা রিফু করে দিলেন।”—কে দিলেন ?

(ক) ইসাবের বাবা
(খ) অমৃতের মা
(গ) ইসাবের মা
(ঘ) ইসাবের দিদি

উত্তরঃ (খ) অমৃতের মা

২৩। “এমন সময় শুনতে পেল…।”—কী শুনতে পেল?

(ক) ইসাবের বাবা কালিয়াকে ডাকছে
(খ) ইসাবের বাবা ইসাবকে ডাকছে
(গ) ইসাবের বাবা অমৃতকে ডাকছে
(ঘ) ইসাবের যা ইসাবকে ডাকছে

উত্তরঃ (খ) ইসাবের বাবা ইসাবকে ডাকছে

Spread the love

You cannot copy content of this page