Latest Notes

The Model Millionaire mcq and Answers The Model Millionaire – চারণকবি কবিতা MCQ – ভারভারা রাও – একাদশ শ্রেণী সেমিস্টার ১ বিড়াল (প্রবন্ধ) MCQ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Class 11 Semester 1 সাম্যবাদী নজরুল ইসলাম MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী বাংলা নুন – জয় গোস্বামী একাদশ শ্রেণী লালন শাহ্ ফকিরের গান একাদশ শ্রেণী সেমিস্টার ২ ভাব সম্মিলন – বিদ্যাপতি চারণকবি – ভারভারা রাও বাংলা সমার্থক শব্দের তালিকা

১। ‘প্রলয়োল্লাস’ কবিতাটি কার লেখা?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ কাজী নজরুল ইসলাম।

২। ত্রস্ত জটায় দেখা যায় যে বর্ণ-

(ক) পিঙ্গল
(খ) হরিদ্রা
(গ) লাল
(ঘ) নীলাভ

উত্তরঃ (ক) পিঙ্গল।

৩। ‘কপোল’ শব্দের অর্থ কী?

(ক) গণ্ডদেশ
(খ) কপাল
(গ) চিবুক
(ঘ) জগৎ

উত্তরঃ (ক) গণ্ডদেশ।

৪। “তাহারি বিপুল বাহুর পর” – কী আছে?

(ক) বিশ্বমায়ের আঁচল
(খ) জ্বালামুখী ধূমকেতু
(গ) বিশ্ব মায়ের আসন
(ঘ) বজ্রশিখার মশাল

উত্তরঃ (গ) বিশ্ব মায়ের আসন

৫। ‘প্রলয়োল্লাস’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

(ক) ভাঙার গান
(খ) প্রলয়শিখা
(গ) অগ্নিবীণা
(ঘ) ছায়ানট

উত্তরঃ (গ) অগ্নিবীণা

৬। “আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য –

(ক) রত
(খ) দূত
(গ) পাগল
(ঘ) মাতন

উত্তরঃ (গ) পাগল

৭। “বজ্রশিখার মশাল জ্বেলে আসছে….

(ক) নতুন
(খ) দুর্নিবার
(গ) শকট’
(ঘ) ভয়ংকর

উত্তরঃ (ঘ) ভয়ংকর

৮। “ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা সেরে গগন –

(ক) সাতায়
(খ) জ্বালায়
(গ) দুলায়
(ঘ) নাচায়

উত্তরঃ (গ) দুলায়

৯। “সর্বনাশী জ্বালামুখী ধুমকেতু তার চামর –

(ক) দোলায়
(খ) বুলায়
(গ) ঢুলায়
(ঘ) নাচায়

উত্তরঃ (গ) ঢুলায়

১০। “অট্টরোলের হট্টগোলে স্তন্ধ –

(ক) বরাকর
(খ) চরাচর
(গ) গগন
(ঘ) অনন্তর

উত্তরঃ (খ) চরাচর

১১। “এই তো রে তার আসার সময়” – কবি কীভাবে
নিশ্চিত হয়েছেন?

(ক) বজ্রধ্বনি শুনে
(খ) অট্টহাস্য শুনে
(গ) ঝড়ের শব্দ শুনে
(ঘ) রথঘর্ঘর শুনে

উত্তরঃ  (ঘ) রথঘর্ঘর শুনে

১২। “জগৎ জুড়ে এবার ঘনিয়ে আসে” – শূন্যস্থান
পূরণ করো।

(ক) সর্বনাশ
(খ) প্রলয়
(গ) রাত্রি
(ঘ) বিনাশ

উত্তরঃ (খ) প্রলয়

১৩। “হাঁকে ওই…” – কী বলে হাঁকে?

(ক) জয় নিরংকার
(খ) জয় দিগম্বর
(গ) জয় রুদ্রশংকর
(ঘ) জয় প্রলয়ংকার

উত্তরঃ (ঘ) জয় প্রলয়ংকার

১৪। “মাভৈঃ’ শব্দের অর্থ হল –

(ক) রণে ভঙ্গ দেওয়া
(খ) ভয় না পাওয়া
(গ) উপেক্ষা করা
(ঘ) ভীতসন্ত্রস্ত হওয়া

উত্তরঃ (খ) ভয় না পাওয়া

১৫। ‘ঝামর তাহার কেশের দোলায়…’ – ‘ঝামর’ শব্দটির
অর্থ কী?

(ক) রুক্ষ
(খ) ঝামার মতো বিবর্ণ
(গ) ঝামাপাথর
(ঘ) ঝাঁকড়া

উত্তরঃ (খ) ঝামার মতো বিবর্ণ

১৬। “জগৎ জুড়ে কী ঘনিয়ে আসে? –

(ক) ঝঞা
(খ) প্রলয়
(গ) মেঘ
(ঘ) বৃষ্টি

উত্তরঃ (খ) প্রলয়

১৭।  “আসবে ঊষা অরুণ হেসে –

(ক) দারুণ বেশে
(খ) মোহন বেশে
(গ) করুণ বেশে
(ঘ) নবীন বেশে

উত্তরঃ (গ) করুণ বেশে

১৮। দিগম্বরের জটায় কে হাসে?

(ক) শিশু চাঁদের কর
(খ) পূর্ণ চাঁদের কর
(গ) অর্ধ চাদের কর।
(ঘ) ক্ষয়িত চাঁদের কর

উত্তরঃ (ক) শিশু চাঁদের কর

১৯। কবি সবাইকে কী করতে আহ্বান জানিয়েছেন?

(ক) বিপ্লব করতে
(খ) বিদ্রোহ করতে
(গ) প্রতিবাদ করতে
(ঘ) জয়ধ্বনি করতে

উত্তরঃ (ঘ) জয়ধ্বনি করতে

২০। কবিতায় ব্যবহৃত ‘কেতন’ শব্দের অর্থ কী?

(ক) পতাকা
(খ) ঘর
(গ) নিবাস
(ঘ) ব্যজন

উত্তরঃ (ক) পতাকা

২১। প্রলয়োল্লাস’ কবিতায় কোন্ ঝড়ের কথা বলা
হয়েছে?

(ক) টর্নেডো
(খ) ঘূর্ণি
(গ) কালবৈশাখী
(ঘ) ফাপি

উত্তরঃ (গ) কালবৈশাখী

২২। ‘তোরা সব জয়ধ্বনি কর!’ – বাক্যটি কবিতায় ব্যবহৃত হয়েছে –

(ক) ১৯ বার
(খ) ২০ বার
(গ) ১৭ বার
(ঘ) ১৮ বার

উত্তরঃ (ক) ১৯ বার

২৩। কীসের দোলায় ঝামর ঝাপটা মেরে গগন দুলায়?

(ক) হাওয়ার
(খ) কেশের
(গ) মেঘের
(ঘ) জটার

উত্তরঃ (খ) কেশের

২৪। চামর চুলায় কে?

(ক) চন্দ্ৰ
(খ) সূর্য
(গ) নক্ষত্র
(ঘ) ধূমকেতু

উত্তরঃ (খ) সূর্য

২৫। বিশ্বপাতার বক্ষ-কোলে কী ঝোলে? –

(ক) ফল
(খ) ফুল
(গ) মুণ্ডু
(ঘ) কৃপাণ

উত্তরঃ (ঘ) কৃপাণ

২৬। পিল এস্তু জটায় কী লুটায়? –

(ক) হাসি
(খ) আনন্দ
(গ) কাঁদন
(ঘ) বেদন

উত্তরঃ (গ) কাঁদন

২৭। জীবনহারা অ-সুন্দরকে ছেদন করতে আসছে –

(ক) নবীন
(খ) প্রবীণ
(গ) যুবা
(ঘ) শিশু

উত্তরঃ (ক) নবীন

২৮। প্রলয় কোথায় উদ্ধা ছুটায়? –

(ক) নীল খিলানে
(খ) জগৎজুড়ে
(গ) লাল খিলানে
(ঘ) দিগন্তে

উত্তরঃ (ক) নীল খিলানে

২৯। ‘দ্বাদশ রবির নয়নকটা বহ্নিজ্বালা’ – ‘দ্বাদশ রবি’ হল –

(ক) শক্তিশালী নক্ষত্র
(খ) বারোটি সুর্য
(গ) দুপুরের সুর্য
(ঘ) বিশেষ একটি নক্ষত্র

উত্তরঃ (খ) বারোটি সুর্য।

৩০। ‘মৃত্যু – গহন অন্ধকূপে’ বলতে কবি বুঝিয়েছেন—

(ক) কুসংস্কারগ্রস্ত সমাজ
(খ) রাত্রির অন্ধকার
(গ) ভীতিজনক স্থান
(ঘ) পরাধীন ভারত

উত্তরঃ (ক) কুসংস্কারগ্রস্ত সমাজ

৩১। ‘প্রলয়োল্লাস’ কবিতাটির প্রকাশকাল হল-

(ক) ১৯২২
(খ) ১৯২০
(গ) ১৯১৮
(ঘ) ১৯২৪

উত্তরঃ (ক) ১৯২২

৩২। ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘শিশু – চাঁদ’ বলতে
বোঝানো হয়েছে –

(ক) ছোটো চাঁদ
(খ) সদ্য – উদিত চাঁদ
(গ) চাঁদের সন্তান
(ঘ) চাদের মতো সুন্দর শিশু

উত্তরঃ (খ) সদ্য – উদিত চাঁদ

৩৩। ‘ উল্কা ছুটায় নীল খিলানে।’— ‘নীল খিলান’ বলতে এখানে বোঝানো হয়েছে –

(ক) গাছপালাকে
(খ) আকাশকে
(গ) প্রাসাদকে
(ঘ) মন্দিরকে

উত্তরঃ (খ) আকাশকে


প্রলয়োল্লাস কবিতার SAQ

Spread the love

You cannot copy content of this page