Latest Notes

নুন – জয় গোস্বামী একাদশ শ্রেণী লালন শাহ্ ফকিরের গান একাদশ শ্রেণী সেমিস্টার ২ ভাব সম্মিলন – বিদ্যাপতি চারণকবি – ভারভারা রাও বাংলা সমার্থক শব্দের তালিকা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রবন্ধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি সেমিস্টার ১ বিশাল ডানাওয়ালা থুরথুরে এক বুড়ো – গাবিরিয়েল গার্সিয়া মার্কেজ সাম্যবাদী (কবিতা) – কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (কবিতা)- মাইকেল মধুসূদন দত্ত

সম্পর্ক 

মা: মাতা,জননী, গর্ভধারিণী, মাতৃ, জন্মদাত্রী, জন্মদায়িনী, 

বাবা: পিতা, জনক, জন্মদাতা, বাপ।

স্বামী: বর, পতি, প্রাণনাথ, নাথ, কান্ত।

স্ত্রী: পত্নী: জায়া, ভার্যা, সহধর্মিণী।

ভাই : ভ্রাতা, সহোদর, ভ্রাতৃ, অনুজ।

বোন: বোন, সহদোরা, ভগিনী। 

ছেলে: পুত্র, নন্দন, আত্মজ, তনয়, সূত, খোকা।

মেয়ে: কন্যা, আত্মজা, তনয়া, দুহিতা, 

বন্ধু: সখা, মিত্র, বান্ধব, 

আত্মীয়: স্বজন, আপনজন,

পশুপাখি 

ভ্রমর: ভোমরা, অলি, মধুকর, মধুপ।

ময়ূর: শিখী, কেকা, শিখণ্ডী।

সাপ: সর্প, ফণী, আশীবিষ, অহি।

সিংহ: কেশরী, মৃঘরাজ, পশুরাজ।

হাতি: হস্তী, দণ্ডী, করী, গজ।

হরিণ: মৃগ, কুরঙ্গ, সুনয়ন।

প্রকৃতি 

মেঘ: জলদ, জলধর, বারিদ, নীরদ।

সূর্য: তপন, রবি, দিবাকর, প্রভাকর।

সমুদ্র: সাগর, অর্ণব, জলনিধি, সিন্ধু

রাত: রাত্রি, যামিনী, রজনী, নিশি।

দিন: দিবা, দিবস, অহ্ন, দিনমান,

আকাশ: গগন, আসমান, খ, নভঃ, 

আলো: আভা, কিরণ, দ্যুতি, প্রভা, 

অন্ধকার: আঁধার, তমসা, 

বন্যা: প্লাবন, বান, জলোচ্ছ্বাস।

পৃথিবী: ধরা, বিশ্ব, ভূবন, ধরিত্রী, অবনী, ভূ, জগৎ 

বায়ু: বাতাস, পবন, সমীর, হাওয়া।

বৃক্ষ: গাছ, তরু, বিটপী, উদ্ভিদ।

পাতা: পল্লব, পত্র, কিশলয়

অন্যান্য 

বিদ্যুৎ: তড়িৎ, বিজুলি, বিজলি, চপলা।

বস্ত্র: বসন, পরিধেয়, পরিচ্ছদ, পোশাক।

মন: পরাণ, অন্তর, চিত্ত, মনোজগৎ।

রাজা: নৃপতি, নরপতি, মহীপতি।

রানি: রাজ্ঞী, সম্রাজ্ঞী, রাজপত্নী।

সোনা: স্বর্ণ, কনক, কাঞ্চন সুবর্ণ।

দেশ: জন্মভূমি, মাতৃভূমি।

মরণ: মৃত্যু, ইন্তেকাল।

Spread the love

You cannot copy content of this page