Latest Notes

Higher Secondary 2025 Mathematics Question Paper Higher Secondary 2025 Biological Sciences Question Paper Higher Secondary 2025 Political Science Question Paper Higher Secondary 2025 Geography Question Paper Higher Secondary 2025 Philosophy Question Paper Higher Secondary 2025 History Question Paper Higher Secondary 2025 Economics Question Paper pdf Higher Secondary 2025 English Question Paper Higher Secondary 2025 Bengali Question Paper pdf উচ্চমাধ্যমিকের পর পশ্চিমবঙ্গে শীর্ষ ১০টি প্রবেশিকা পরীক্ষা

সম্পর্ক 

মা: মাতা,জননী, গর্ভধারিণী, মাতৃ, জন্মদাত্রী, জন্মদায়িনী, 

বাবা: পিতা, জনক, জন্মদাতা, বাপ।

স্বামী: বর, পতি, প্রাণনাথ, নাথ, কান্ত।

স্ত্রী: পত্নী: জায়া, ভার্যা, সহধর্মিণী।

ভাই : ভ্রাতা, সহোদর, ভ্রাতৃ, অনুজ।

বোন: বোন, সহদোরা, ভগিনী। 

ছেলে: পুত্র, নন্দন, আত্মজ, তনয়, সূত, খোকা।

মেয়ে: কন্যা, আত্মজা, তনয়া, দুহিতা, 

বন্ধু: সখা, মিত্র, বান্ধব, 

আত্মীয়: স্বজন, আপনজন,

পশুপাখি 

ভ্রমর: ভোমরা, অলি, মধুকর, মধুপ।

ময়ূর: শিখী, কেকা, শিখণ্ডী।

সাপ: সর্প, ফণী, আশীবিষ, অহি।

সিংহ: কেশরী, মৃঘরাজ, পশুরাজ।

হাতি: হস্তী, দণ্ডী, করী, গজ।

হরিণ: মৃগ, কুরঙ্গ, সুনয়ন।

প্রকৃতি 

মেঘ: জলদ, জলধর, বারিদ, নীরদ।

সূর্য: তপন, রবি, দিবাকর, প্রভাকর।

সমুদ্র: সাগর, অর্ণব, জলনিধি, সিন্ধু

রাত: রাত্রি, যামিনী, রজনী, নিশি।

দিন: দিবা, দিবস, অহ্ন, দিনমান,

আকাশ: গগন, আসমান, খ, নভঃ, 

আলো: আভা, কিরণ, দ্যুতি, প্রভা, 

অন্ধকার: আঁধার, তমসা, 

বন্যা: প্লাবন, বান, জলোচ্ছ্বাস।

পৃথিবী: ধরা, বিশ্ব, ভূবন, ধরিত্রী, অবনী, ভূ, জগৎ 

বায়ু: বাতাস, পবন, সমীর, হাওয়া।

বৃক্ষ: গাছ, তরু, বিটপী, উদ্ভিদ।

পাতা: পল্লব, পত্র, কিশলয়

অন্যান্য 

বিদ্যুৎ: তড়িৎ, বিজুলি, বিজলি, চপলা।

বস্ত্র: বসন, পরিধেয়, পরিচ্ছদ, পোশাক।

মন: পরাণ, অন্তর, চিত্ত, মনোজগৎ।

রাজা: নৃপতি, নরপতি, মহীপতি।

রানি: রাজ্ঞী, সম্রাজ্ঞী, রাজপত্নী।

সোনা: স্বর্ণ, কনক, কাঞ্চন সুবর্ণ।

দেশ: জন্মভূমি, মাতৃভূমি।

মরণ: মৃত্যু, ইন্তেকাল।

Spread the love

You cannot copy content of this page