1. অনু – পশ্চাৎ ,
অণু – পদার্থের ক্ষুদ্র কণা
2. অবদ্য – নিন্দনীয়,
অবধ্য – বধের অযোগ্য
3. অবলা – যার বল নেই,
অবোলা – বোবা
4. অবিরাম – বিরামহীন,
অভিরাম – সৌন্দর্য-পূর্ণ
5. অর্ঘ – মূল্য/দাম
অর্ঘ্য – পুজোর উপকরণ
6. অশ্ব – ঘোটক বা ঘোড়া,
অশ্ম – প্রস্তর (যেমন: জীবাশ্ম)
7. আধার – যা ধারণ করে,
আঁধার – অন্ধকার
8. আপন – নিজ,
আপণ – দোকান
9. আবরণ – আচ্ছাদন,
আভরণ – অলঙ্কার
10. আবাস – বাসস্থান,
আভাস – ইঙ্গিত
11. আশ – আশা,
আঁশ – শল্ক
12. আশা – আকাঙ্ক্ষা,
আসা – আগমন
13. আসার – প্রবল বর্ষণ,
আষাঢ় – মাসবিশেষ
14. উপাদান – উপকরণ,
উপাধান – বালিশ
15. কটি – কোমর,
কোটি – শত লক্ষ/একশো লাখ
16. কমল – পদ্ম
কোমল – নরম
17. কাঁটা – কণ্টক/বাধা,
কাটা – কর্তন করা
18. কালী – কালিকা ,
কালি – মসী
19. কুল – বংশ/ ফলবিশেষ,
কূল – তীর
20. কৃত্তি – বাঘের ছাল,
কীর্তি – মহান কাজ
21. কোন – প্রশ্নবাচক সর্বনাম-বিশেষ,
কোণ – কোনা
22. খাটি – পরিশ্রম করি,
খাঁটি – বিশুদ্ধ
23. গাথা – লোকগান,
গাঁথা – গ্রন্থন করা
24. গিরিশ – শিব,
গিরীশ – হিমালয়
25. গোঁড়া – অন্ধবিশ্বাসী,
গোড়া – শুরুর অংশ
26. চির – আবহমান,
চীর – ছিন্ন বস্ত্র
27. চুরি – গোপনে অপহরণ,
চুড়ি – অলঙ্কার-বিশেষ
28. ছটা – দীপ্তি,
ছ’টা – ছয় খানা
29. জমক – জাঁক,
যমক – কাব্যের এক অলঙ্কার
30. তির – শর,
তীর – কূল
31. দাঁড়ি – পূর্ণচ্ছেদ,
দাড়ি – শ্মশ্রূ
32. দার – স্ত্রী,
দ্বার – দরজা
33. দিনেশ – সূর্য,
দীনেশ – গরীবের ঈশ্বর
34. দীন – গরিব,
দিন – দিবস
35. দীপ – প্রদীপ ,
দ্বিপ – হাতি,
দ্বীপ – জলবেষ্টিত ভূখণ্ড
36. ধরা – পৃথিবী/ধারণ করা,
ধড়া – কটিবস্ত্র
37. ধোয়া – ধৌত করা,
ধোঁয়া – ধূম
38. নড়া – চলন,
নোড়া – পাথরের পেষকযন্ত্র
39. নারী – স্ত্রীলোক,
নাড়ী – ধমনী
40. নিতি – প্রতিদিন,
নীতি – নিয়ম বা আদর্শ
41. নিত্য – নিয়মিত,
নৃত্য – নাচ
42. নীর – জল,
নীড় – পাখির বাসা
43. পরিচ্ছদ – পোশাক,
পরিচ্ছেদ – অধ্যায়
44. পানি – জল,
পাণি – হাত
45. পার – নিস্তার,
পাড় – কিনারা/কুল
46. প্রদান – দেওয়া,
প্রধান – মূল
47. বধূ – বৌ,
বঁধু – বন্ধু
48. বর্ষা – বর্ষণঋতু,
বর্শা – অস্ত্রবিশেষ
49. বাণী – মহৎ উপদেশ,
বানি – বানানোর মজুরি
50. বাধা – প্রতিকূলতা,
বাঁধা – বন্ধনযুক্ত
51. বাড়ি – ঘর ,
বারি – জল
52. বিকৃত – বিকারগ্রস্ত,
বিক্রীত – যা বেচা হয়েছে
53. বিজন – নির্জন,
বীজন – পাখার বাতাস
54. বিশ – কুড়ি,
বিষ – গরল,
55. বৃত্তি – উৎসাহ ভাতা,
বৃতি – ফুলের অংশ
56. বৃন্দ – সমষ্টি,
বৃন্ত – বোঁটা
57. ভাষা – ভাব প্রকাশের মাধ্যম,
ভাসা – ভেসে থাকা
58. মন – চিত্ত,
মণ – ওজনের পরিমাপ
59. মুখ – বদন,
মূক – বোবা
60. রোদ – সূর্যকিরণ,
রোধ – বাধা বা রুদ্ধ করা
61. শব – মৃতদেহ,
সব – সকল
62. শর – তির,
সর – তরলের উপরিভাগের আস্তরণ,
স্বর – কণ্ঠনিঃসৃত আওয়াজ
63. শাখ – শাখা,
শাঁখ – শঙ্খ
64. শুচি – পবিত্র,
সূচি – তালিকা
65. সকল – সব,
শকল – আঁশ
66. সংকর – মিশ্র
শংকর – শিব
67. সারদা – সরস্বতী,
শারদা – দুর্গা
68. সিত – শ্বেত,
শীত – ঋতুবিশেষ
69. সুখ – আনন্দ,
শুক – পৌরাণিক পক্ষীবিশেষ
70. সুর – দেবতা,
সুর – সঙ্গীতের তাললয়
71. স্কন্দ – অধ্যায়,
স্কন্ধ – কাঁধ
72. স্বর্গ – দেবলোক,
সর্গ – কাব্যের অধ্যায়
73. স্বাক্ষর – সহি,
সাক্ষর – অক্ষরজ্ঞান সম্পন্ন
74. ধ্বনি – আওয়াজ
ধনী – ধনবান
75. শাপ- অভিশাপ
সাপ- সর্প
76. দেশ- রাজ্য
দ্বেষ – হিংসা