Latest Notes

Higher Secondary 2025 Education  Question Paper Higher Secondary 2025 Computer application  Question Paper Higher Secondary 2025 Chemistry  Question Paper Higher Secondary 2025 physics   Question Paper Higher Secondary 2025 Mathematics Question Paper Higher Secondary 2025 Biological Sciences Question Paper Higher Secondary 2025 Political Science Question Paper Higher Secondary 2025 Geography Question Paper Higher Secondary 2025 Philosophy Question Paper Higher Secondary 2025 History Question Paper

Scholarships for Science Students in West Bengal

বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের অর্থানুকূল্যে পশ্চিম্বঙ্গে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষা

  • আবেদন করা যাবে অনলাইন অথবা অফলাইনে।
  • অনলাইনে আবেদন করতে হবে www.jbnsts.ac.in ওয়েবসাইটে।
  • আবেদন করার শেষ তারিখ – ৩১শে জুলাই,২০২২।
  • আবেদন করা যাবে ১ জুন, ২০২২ থেকে।
  • লিখিত পরীক্ষার তারিখ -২১ শে আগস্ট, ২০২২(রবিবার)
  • পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের ৩৪টি কেন্দ্রে।
  • নির্বাচিত সমস্ত ছাত্র-ছাত্রীদের মেধাবৃত্তি ও বই কেনার অনুদান দেওয়া হবে।

কারা কোন বৃত্তির জন্য আবেদন করতে পারবে?

জুনিয়র বৃত্তি পরীক্ষা

2022 সালে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় কমপক্ষে 75 শতাংশ (সামগ্রিকভাবে)/ সমতুল্য CGPA মার্কস পেয়ে উত্তীর্ণ হবার পর পশ্চিমবঙ্গের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য।

জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি

শুধুমাত্র ছাত্রীদের জন্য যারা 2022 সালে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় কমপক্ষে 75 শতাংশ (সামগ্রিকভাবে)/ সমতুল্য CGPA মার্কস পেয়ে উত্তীর্ণ হবার পর পশ্চিমবঙ্গের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য। জুনিয়র বৃত্তি পরীক্ষার মাধ্যমেই এই নির্বাচন করা হবে।

সিনিয়র বৃত্তি পরীক্ষা

যেসমস্ত ছাত্র-ছাত্রীরা 2022 সালের উচ্চমাধ্যমিক অথবা সমতুল পরীক্ষায় বিজ্ঞান শাখায় উর্ত্তীণ/পরীক্ষা দিয়েছে এবং মৌলিক বিজ্ঞান (সাম্মানিক /বি.এস-এম.এস)/কারিগরিবিদ্যা/ চিকিৎসা বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকস্তরে পাঠরত /পড়াশোনা করবে।

বিশেষ আকর্ষণঃ সিনিয়র বৃত্তি পরীক্ষায় প্রথম 10 জন ছাত্র ও 10 জন ছাত্রীকে মেধা বৃদ্ধির পাশাপাশি ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে।

সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি

শুধুমাত্র ছাত্রীদের জন্য, যারা 2022 সালের উচ্চমাধ্যমিক অথবা সমতুল পরীক্ষায় বিজ্ঞান শাখায় উর্ত্তীণ/পরীক্ষা দিয়েছে এবং মৌলিক বিজ্ঞান (সাম্মানিক /বি.এস-এম.এস)/কারিগরিবিদ্যা/ চিকিৎসা বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকস্তরে পাঠরত /পড়াশোনা করবে। সিনিয়র বৃত্তি পরীক্ষার মাধ্যমেই এই নির্বাচন করা হবে।

Spread the love

You cannot copy content of this page