Latest Notes

চারণকবি কবিতা MCQ – ভারভারা রাও – একাদশ শ্রেণী সেমিস্টার ১ বিড়াল (প্রবন্ধ) MCQ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Class 11 Semester 1 সাম্যবাদী নজরুল ইসলাম MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী বাংলা নুন – জয় গোস্বামী একাদশ শ্রেণী লালন শাহ্ ফকিরের গান একাদশ শ্রেণী সেমিস্টার ২ ভাব সম্মিলন – বিদ্যাপতি চারণকবি – ভারভারা রাও বাংলা সমার্থক শব্দের তালিকা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রবন্ধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি সেমিস্টার ১

১। “নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত “- বিধ্বস্তের কারণ –

(ক) ঘন ঘন মাথা নাড়ছেন বলে
(খ) নিজের প্রতি অসন্তোষে
(গ) সৃষ্টিতে একটি ত্রুটি রয়ে যাচ্ছিল বলে
(ঘ) তিনি এমনটাই করেন বলে

উত্তরঃ (খ) নিজের প্রতি অসন্তোষে

২। “প্রদোষ কাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস” – ‘প্রদোষ’ শব্দের অর্থ –

(ক) সন্ধ্যা
(খ) দুপুর
(গ) ভোর
(ঘ) রাত্রি

উত্তরঃ (ক) সন্ধ্যা

৩। আফ্রিকার সভ্যতার শেষ পূর্ণ বাণী হল –

(ক) সুন্দরের আরাধনা
(খ) ক্ষমা করো
(গ) হিংস্র প্রলাপ
(ঘ) অশুভ ধ্বনি

উত্তরঃ (খ) ক্ষমা করো

৪। “চিনছিলে জলস্থল আকাশের——-“

(ক) অজানা রহস্য
(খ) দুর্গমের রহস্য
(গ) দুর্বোধ সংকেত
(ঘ) অজানা মন্ত্র

উত্তরঃ (গ) দুর্বোধ সংকেত

৫। ‘আফ্রিকা’ কবিতার মূল কাব্যগ্রন্থ হল –

(ক) পত্রপুট
(খ) বলাকা
(গ) নবজাতক
(ঘ) পত্রকুট

উত্তরঃ (ক) পত্রপুট

৬। ‘গুপ্ত গহ্বর’ থেকে কারা বেরিয়ে এল?

(ক) দানবেরা
(খ) মানবেরা
(গ) পশুরা
(ঘ) দেবতারা

উত্তরঃ (গ) পশুরা

৭। প্রকৃতির দৃষ্টি -অতীত যাদু আফ্রিকার মনে যা জাগাচ্ছিল, তা হল –

(ক) বিভীষিকা
(খ) অসন্তোষ
(গ) মন্ত্র
(ঘ) ক্রন্দন

উত্তরঃ (গ) মন্ত্র

৮। ‘আফ্রিকা’ কবিতায় স্রষ্টার অসন্তোষ ছিল –

(ক) নিজের প্রতি
(খ) শিশুদের প্রতি
(গ) পৃথিবীর প্রতি
(ঘ) যুবকদের প্রতি

উত্তরঃ (ক) নিজের প্রতি

৯। ‘ বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড়’ –

(ক) অন্তপুরে
(খ) পাহারায়
(গ) বুকের ভিতরে
(ঘ) সৌন্দর্যে

উত্তরঃ (খ) পাহারায়

১০। ‘ এল ওরা লোহার হাতকড়ি নিয়ে’ – ‘ওরা’ হল –

(ক) ভারতীয়
(খ) ইউরোপীয়
(গ) আমেরিকান
(ঘ) জংলি উপজাতি

উত্তরঃ (খ) ইউরোপীয়

১১। ‘এল ওরা’ – কী নিয়ে ওরা এল?

(ক) লোহার হাতকড়ি
(খ) অস্ত্র
(গ) বন্ধুত্ব
(ঘ) সবকটিই

উত্তরঃ (ক) লোহার হাতকড়ি।

১২। ‘আফ্রিকা’ কবিতায় দিনের অন্তিমকাল যেভাবে ঘোষিত হল –

(ক) শুভ ধ্বনিতে
(খ) অশুভ ধ্বনিতে
(গ) শঙ্খ ধ্বনিতে
(ঘ) ঘন্টা ধ্বনিতে

উত্তরঃ (খ) অশুভ ধ্বনিতে

১৩। ‘মানহারা মানবী’ হল –

(ক) মুসোলিনী
(খ) আফ্রিকা
(গ) ভারত
(ঘ) সাম্রাজ্যবাদ

উত্তরঃ (খ) আফ্রিকা

১৪। “চিরচিহ্ন দিয়ে গেল”- কোথায় দিয়ে গেল?

(ক) অতীত ইতিহাসে
(খ) গোপন ইতিহাসে
(গ) মানব ইতিহাসে
(ঘ) অপমানিত ইতিহাসে

উত্তরঃ (ঘ) অপমানিত ইতিহাসে

১৫। “নখ যাদের তীক্ষ্ণ ____  চেয়ে”- নখ কীসের চেয়ে তীক্ষ্ণ?

(ক) রাক্ষসের
(খ) বাঘের
(গ) বানরের
(ঘ) নেকড়ের

উত্তরঃ (ঘ) নেকড়ের
Spread the love

You cannot copy content of this page