গাছগুলাে তুলে আনাে, বাগানে বসাও
আমার দরকার শুধু গাছ দেখা।
গাছ দেখে যাওয়া
গাছের সবুজটুকু শরীরে দরকার
আরােগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার
বহুদিন জঙ্গলে কাটেনি দিন।
বহুদিন জঙ্গলে যাইনি
বহুদিন শহরেই আছি।
শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়
সবুজের অনটন ঘটে…
তাই বলি, গাছ তুলে আনাে
বাগানে বসাও আমি দেখি
চোখ তাে সবুজ চায়!
দেহ চায় সবুজ বাগান
গাছ আনাে, বাগানে বসাও।
আমি দেখি।
আরও পড়ুন👇
কে বাঁচায়, কে বাঁচে – মানিক বন্দ্যোপাধ্যায়
ভাত – মহাশ্বেতা দেবী
ভারতবর্ষ – সৈয়দ মুস্তাফা সিরাজ
রূপনারানের কূলে – রবীন্দ্রনাথ ঠাকুর
শিকার – জীবনানন্দ দাশ
মহুয়ার দেশ – সমর সেন
আমি দেখি – শক্তি চট্টোপাধ্যায়
ক্রন্দনরতা জননীর পাশে – মৃদুল দাশগুপ্ত