Latest Notes

The Model Millionaire mcq and Answers The Model Millionaire – চারণকবি কবিতা MCQ – ভারভারা রাও – একাদশ শ্রেণী সেমিস্টার ১ বিড়াল (প্রবন্ধ) MCQ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Class 11 Semester 1 সাম্যবাদী নজরুল ইসলাম MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী বাংলা নুন – জয় গোস্বামী একাদশ শ্রেণী লালন শাহ্ ফকিরের গান একাদশ শ্রেণী সেমিস্টার ২ ভাব সম্মিলন – বিদ্যাপতি চারণকবি – ভারভারা রাও বাংলা সমার্থক শব্দের তালিকা

অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে |
পার কর বলিয়া ডাকিলা পাটনীরে ||
সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনী |
ত্বরায় আনিল নৌকা বামাস্বর শুনি ||
ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনী |
একা দেখি কুলবধূ কে বট আপনি ||
পরিচয় না দিলে করিতে না পরি পার |
ভয়করি কি জানি কে দেবে ফেরফার ||
ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী |
বুঝহ ঈশ্বরী আমি পরিচয় করি ||
বিশেষণে সবিশেষ কহিবারে পারি |
জানহ স্বামীর নাম নাহি ধরে নারী ||
গোত্রের প্রধান পিতা মুখবংশজাত |
পরমকুলীন স্বামী বন্দ্যবংশখ্যাত ||
পিতামহ দিলা মোরে অন্নপূর্ণা নাম |
অনেকের পতি তেঁই পতি মোর বাম ||
অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপূণ |
কোন গুণ নাহি তাঁর কপালে আগুন ||
কুকথায় পঞ্চমুখ কণ্ঠভরা বিষ |
কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ ||
গঙ্গা নামে সতা তার তরঙ্গ এমনি |
জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি ||
ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে |
না মরে পাষাণ বাপ দিলা এমন বরে ||
অভিমানে সমুদ্রেতে ঝাপ দিলা ভাই |
যে মোরে আপনা ভাবে তারি ঘরে যাই ||
পাটনী বলিছে আমি বুঝিনু সকল |
যেখানে কুলীন জাতি সেখানে কন্দল ||
শীঘ্র আসি নায়ে চড় দিবা কিবা বল |
দেবী কন দিব আগে পারে লয়ে চল ||
যার নামে পার করে ভবপারাবার |
ভাল ভাগ্য পাটনী তাহারে করে পার ||
বসিলা নায়ের বাড়ে নামাইয়া পদ |
কিবা শোভা নদীতে ফুটিল কোকনদ ||
পাটনী বলিছে মাগো বৈস ভাল হয়ে |
পায়ে ধরে কি জানি কুমিরে যাবে লয়ে ||
ভবানী কহেন তোর নায়ে ভরা জল |
আলতা ধুইবে পদ কোথা থুব বল ||
পাটনি বলিছে মাগো শুন নিবেদন |
সেঁউতি উপরে রাখ রাঙা চরণ ||
পাটনীর বাক্যে মাতা হাসিয়া অন্তরে |
রাখিলা দুখানি পদ সেঁউতি উপরে ||
সেঁউতিতে পদ দেবী রাখিতে রাখিতে |
সেঁউতি হইল সোনা দেখিতে দেখিতে ||
সোনার সেঁউতি দেখি পাটনীর ভয় |
এ ত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় ||
তীরে উত্তরিল তরী তারা উত্তরিলা |
পূর্বমুখে সুখে গজগমনে চলিলা ||
সেঁউতি লইয়া কক্ষে চলিলা পাটনী |
পিছে দেখি তারে দেবী ফিরিলা আপনি ||
সভয়ে কহা পাটনী চক্ষে বহে জল |
দিয়াছ যে পরিচয় তা বুঝিনু ছল ||
যে দয়া করিল মোর এ ভাগ্য উদয় |
সেই দয়া হইতে মোরে দেহ পরিচয় ||
ছাড়াইতে নারি দেবী কহিলা হাসিয়া |
কহিয়াছি সত্যকথা বুঝহ ভাবিয়া ||
আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে |
চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে ||
কতদিন ছিনু হরি হোড়ের নিবাসে |
ছাড়িলাম তার বাড়ি কন্দলের ত্রাসে ||
ভবানন্দ মুকুন্দার নিবাসে রহিব |
বর মাগ মনোনীত যাহা চাহ দিব ||
প্রণমিয়া পাটনী কহিছে জোড় হাতে |
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ||


আরও পড়ুন –
অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি (কবিতা)- ভারতচন্দ্র রায়গুণাকর
পরিচয় (কবিতা) – রবীন্দ্রনাথ ঠাকুর
হাট (কবিতা) – যতীন্দ্রনাথ সেনগুপ্ত
এখানে আকাশ নীল (কবিতা) – জীবনানন্দ দাশ
সামান্যই প্রার্থনা (কবিতা) – বিজনকৃষ্ণ চৌধুরী
দস্যু -কবলে (গল্প) – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
নতুনদা (গল্প) – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সিংহের দেশ (গল্প) – বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়
দেবতামুড়া ও ডম্বুর (গল্প) – সমরেন্দ্র চন্দ্র দেববর্মা
সুভা (ছোটোগল্প) – রবীন্দ্রনাথ ঠাকুর
বেড়া (ছোটোগল্প) – মানিক বন্দ্যোপাধ্যায়

Spread the love

You cannot copy content of this page