Latest Notes

সাম্যবাদী নজরুল ইসলাম MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী বাংলা নুন – জয় গোস্বামী একাদশ শ্রেণী লালন শাহ্ ফকিরের গান একাদশ শ্রেণী সেমিস্টার ২ ভাব সম্মিলন – বিদ্যাপতি চারণকবি – ভারভারা রাও বাংলা সমার্থক শব্দের তালিকা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রবন্ধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি সেমিস্টার ১ বিশাল ডানাওয়ালা থুরথুরে এক বুড়ো – গাবিরিয়েল গার্সিয়া মার্কেজ সাম্যবাদী (কবিতা) – কাজী নজরুল ইসলাম


১। ‘অস্ত্রের বিরুদ্ধে গান‘ কবিতাটির কবি হলেন—

(ক) শঙ্খ ঘোষ
(খ) জীবনানন্দ দাশ
(গ) বিষ্ণু দে
(ঘ) জয় গোস্বামী

উত্তরঃ (ঘ) জয় গোস্বামী

২। ‘অস্ত্রের বিরুদ্ধে গান‘ কবিতাটির উৎস হল –

(ক) পাগলি তোমার সঙ্গে
(খ) ভালোটি বাসিব
(গ) পাতার পোষাক
(ঘ) ভুতুমভগবান

উত্তরঃ (গ) পাতার পোষাক

৩। ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ একটি –

(ক) রূপকধর্মী কবিতা
(খ) ঐতিহাসিক কবিতা
(গ) ব্যঞ্জনাধর্মী কবিতা
(ঘ) সাংকেতিক কবিতা

উত্তরঃ (গ) ব্যঞ্জনাধর্মী কবিতা

৪। ‘অস্ত্রের বিরুদ্ধে গান‘ কবিতার প্রথম পঙ্ক্তিটি হল—

(ক) অস্ত্র ফ্যালো , অস্ত্র রাখো পায়ে
(খ) গান বাঁধিবে সহস্ৰ উপায়ে
(গ) অস্ত্র রাখো , অস্ত্র ফ্যালো পায়ে
(ঘ) অস্ত্র ফ্যালো , অস্ত্র রাখো গানের দুটি পায়ে

উত্তরঃ (ক) অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে

৫। কবি কীভাবে বুলেট তাড়ান ?

(ক) শরীর দুলিয়ে
(খ) মাথা নাড়িয়ে
(গ) পা দুলিয়ে
(ঘ) হাত নাড়িয়ে

উত্তরঃ (ঘ) হাত নাড়িয়ে

৬। কী প্রতিরোধ করতে কবি গানের বর্ম পরেছেন ?

(ক) কথা
(খ) শব্দ
(গ) ধ্বনি
(ঘ) অস্ত্র

উত্তরঃ (ঘ) অস্ত্র

৭। ‘গান তো জানি –

(ক) একটা / তিনটা
(খ) একটা / চারটা
(গ) একটা / দুটো
(ঘ) একটা / পাঁচটা

উত্তরঃ (গ) একটা / দুটো

৮। ‘আঁকড়ে ধরে সে – খড়কুটো‘ — ‘খড়কুটো‘ বলতে বোঝাচ্ছে –

(ক) সামান্য সম্বল
(খ) গুরুত্বহীন
(গ) বহু মূল্যবান
(ঘ) খাদ্য – জাতীয়

উত্তরঃ (ক) সামান্য সম্বল

৯। ‘….আসি, উঠে দাঁড়াই।‘

(ক) সামনে
(খ) দূরে
(গ) এগিয়ে
(ঘ) পিছনে

উত্তরঃ (গ) এগিয়ে

১০। গানের গায়ে মোছা হয়—

(ক) অস্ত্র
(খ) চোখের জল
(গ) ময়লা
(ঘ) রক্ত

উত্তরঃ (ঘ) রক্ত

Spread the love

You cannot copy content of this page