Latest Notes

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | বাংলা ব্যাকরণ The Model Millionaire mcq and Answers The Model Millionaire – চারণকবি কবিতা MCQ – ভারভারা রাও – একাদশ শ্রেণী সেমিস্টার ১ বিড়াল (প্রবন্ধ) MCQ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Class 11 Semester 1 সাম্যবাদী নজরুল ইসলাম MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী বাংলা নুন – জয় গোস্বামী একাদশ শ্রেণী লালন শাহ্ ফকিরের গান একাদশ শ্রেণী সেমিস্টার ২ ভাব সম্মিলন – বিদ্যাপতি চারণকবি – ভারভারা রাও

১। ‘অসুখী একজন’ কবিতার কবি কে?

উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতার কবি হলেন পাবলো নেরুদা।

২। ‘অসুখী একজন’ কবিতাটি বাংলায় কে তরজমা করেছেন?

উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতাটি বাংলায় তরজমা করেছেন নবারুণ ভট্টাচার্য।

৩। ‘অসুখী একজন’ কবিতাটির আসল নাম কি?

উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতাটির আসল নাম ”The Unhappy One’.

৪। পাবলো নেরুদা কোন দেশের কবি?

উত্তরঃ পাবলো নেরুদা চিলি দেশের কবি।

৫। “তারপর যুদ্ধ এল” – যুদ্ধ কেমনভাবে এসেছিল?

উত্তরঃ যুদ্ধ রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো এসেছিল।

৬। “শিশু আর বাড়িরা খুন হল” – বাড়ির খুন হওয়ার কথা এসেছে কেন?

উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতায় যুদ্ধের ভয়াবহতায় শিশুদের পাশাপাশি বাড়িরাও ধ্বংস হয়েছে। এখানে বাড়ির ভেঙে যাওয়াকেই ‘বাড়ির খুন’ হওয়া বলা হয়েছে।

৭। ‘অসুখী একজন’ কবিতায় কবি দেবতাদের চেহারার কী বর্ণনা দিয়েছেন?

উত্তরঃ  ‘অসুখী একজন’ কবিতায় কবি দেবতাদের ‘শান্ত হলুদ’ চেহারার বর্ণনা দিয়েছেন।

৮। ‘অসুখী একজন’ কবিতায় শিশু ও বাড়ির খুন হয়ে যাওয়া কোন প্রতীকী তাৎপর্য প্রযুক্ত হয়েছে?

উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতায় শিশু ও বাড়ির খুন হয়ে যাওয়া বলতে যথাক্রমে একটি জাতির ভবিষ্যৎ প্রজন্ম ও মানুষের নিশ্চিত নিরাপত্তার আশ্রয়স্থলের ধ্বংস হয়ে যাওয়ার প্রতীক হিসাবে প্রযুক্ত হয়েছে।

৯। “সব চূর্ণ হয়ে গেল” – কী কী চূর্ণ হয়ে গেল?

উত্তরঃ ‘অসুখী একজন’  কবিতায় মিষ্টি বাড়ি, বারান্দা যেখানে কথক ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন, গোলাপি গাছ,ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জলতরঙ্গ চূর্ণ হয়ে গেল।

১০। “সে জানত না” – কে, কী জানত না?

উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতায় কথকের জন্য অপেক্ষারতা মেয়েটি জানত না যে কথক আর কোনও দিন ফিরে আসবে না।

১১। বছরগুলো তার মাথার উপরে কীভাবে নেমে এসেছিল?

উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতায় বছরগুলো পরপর পাথরের মতো নেমে এসেছিল।

১২। ” শিশু আর বাড়িরা খুন হল” – ‘বাড়িরা’ বলতে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন?

উত্তরঃ ‘বাড়িরা’ বলতে কবি এখানে মানুষের নিশ্চিত নিরাপত্তার আশ্রয়স্থলের কথা বোঝাতে চেয়েছেন।

১৩। “তারপর যুদ্ধ এলো ” – কোন কবিতার লাইন?

উত্তরঃ উদ্ধৃত অংশটি পাবলো নেরুদার লেখা ‘অসুখী একজন’ কবিতার যা বাংলায় তরজমা করেছেন নবারুণ ভট্টাচার্য।

১৪। “সেই মেয়েটির মৃত্যু হল না” – কোন মেয়েটির কথা বলা হয়েছে?

উত্তরঃ পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতায় কথক যে মেয়েটিকে দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে দূরে চলে গিয়েছিলেন, সেই মেয়েটির কথা বলা হয়েছে।

১৫। “শিশু আর বাড়িরা খুন হল” –  খুন হয়েছিল কেন?

উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতায় শিশু আর বাড়িরা খুন হয়েছিল যুদ্ধের কারণে।

১৬। “তারা আর স্বপ্ন দেখতে পারল না।” – কারা স্বপ্ন দেখতে পারল না?

উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতায় শান্ত হলুদ দেবতারা স্বপ্ন দেখতে পারল না।

১৭। পায়ের দাগ কীভাবে ধুয়ে গেল?

উত্তরঃ পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গেল।

১৮। হাজার হাজার বছর ধরে দেবতারা কী করছিল?

উত্তরঃ হাজার হাজার বছর ধরে দেবতারা ধ্যানে ডুবে ছিল।

১৯। কারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল?

উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতায় শান্ত হলুদ দেবতারা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল।

২০। যেখানে শহর ছিল সেখানে কী ছড়িয়ে রইল?

উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতায় যেখানে শহর ছিল সেখানে কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ ছড়িয়ে রইল।

আরও পড়ুন 👉অসুখী একজন কবিতার MCQ

Spread the love

You cannot copy content of this page