Latest Notes

Madhyamik 2025 Life Science Question Paper pdf Madhyamik 2025 Geography Question Paper pdf Madhyamik 2025 History Question Paper pdf Madhyamik 2025 Mathematics Question Paper pdf Madhyamik 2025 English Question Paper | MP 2025 Madhyamik 2025 Bengali Question Paper pdf সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | বাংলা ব্যাকরণ The Model Millionaire mcq and Answers The Model Millionaire – চারণকবি কবিতা MCQ – ভারভারা রাও – একাদশ শ্রেণী সেমিস্টার ১

1. অনু – পশ্চাৎ , 

অণু – পদার্থের ক্ষুদ্র কণা 

2. অবদ্য – নিন্দনীয়, 

অবধ্য – বধের অযোগ্য 

3. অবলা – যার বল নেই,  

অবোলা – বোবা 

4. অবিরাম – বিরামহীন,   

অভিরাম – সৌন্দর্য-পূর্ণ 

5. অর্ঘ – মূল্য/দাম           

অর্ঘ্য – পুজোর উপকরণ 

6. অশ্ব – ঘোটক বা ঘোড়া, 

অশ্ম – প্রস্তর (যেমন: জীবাশ্ম) 

7. আধার – যা ধারণ করে, 

আঁধার – অন্ধকার 

8. আপন – নিজ,              

আপণ – দোকান 

9. আবরণ – আচ্ছাদন, 

আভরণ – অলঙ্কার 

10. আবাস – বাসস্থান,        

আভাস – ইঙ্গিত 

11. আশ – আশা,               

আঁশ – শল্ক 

12. আশা – আকাঙ্ক্ষা,      

আসা – আগমন 

13. আসার – প্রবল বর্ষণ,    

আষাঢ় – মাসবিশেষ 

14. উপাদান – উপকরণ,      

উপাধান – বালিশ 

15. কটি – কোমর,               

কোটি – শত লক্ষ/একশো লাখ 

16. কমল – পদ্ম  

কোমল – নরম 

17. কাঁটা – কণ্টক/বাধা,       

কাটা – কর্তন করা 

18. কালী – কালিকা ,            

কালি – মসী 

19. কুল – বংশ/ ফলবিশেষ,   

কূল – তীর 

20. কৃত্তি – বাঘের ছাল,     

কীর্তি – মহান কাজ 

21. কোন – প্রশ্নবাচক সর্বনাম-বিশেষ, 

কোণ – কোনা 

22. খাটি – পরিশ্রম করি, 

খাঁটি – বিশুদ্ধ 

23. গাথা – লোকগান, 

গাঁথা – গ্রন্থন করা 

24. গিরিশ – শিব,              

গিরীশ – হিমালয়

25. গোঁড়া – অন্ধবিশ্বাসী,   

গোড়া – শুরুর অংশ 

26. চির – আবহমান,   

চীর – ছিন্ন বস্ত্র 

27. চুরি – গোপনে অপহরণ, 

চুড়ি – অলঙ্কার-বিশেষ 

28. ছটা – দীপ্তি, 

ছ’টা – ছয় খানা 

29. জমক – জাঁক,  

যমক – কাব্যের এক অলঙ্কার 

30. তির – শর, 

তীর – কূল 

31. দাঁড়ি – পূর্ণচ্ছেদ, 

দাড়ি – শ্মশ্রূ 

32. দার –  স্ত্রী,                 

দ্বার – দরজা 

33. দিনেশ – সূর্য,             

দীনেশ – গরীবের ঈশ্বর 

34. দীন – গরিব,              

দিন – দিবস 

35. দীপ – প্রদীপ , 

দ্বিপ – হাতি, 

দ্বীপ – জলবেষ্টিত ভূখণ্ড

36. ধরা – পৃথিবী/ধারণ করা, 

ধড়া – কটিবস্ত্র 

37. ধোয়া – ধৌত করা, 

ধোঁয়া – ধূম 

38. নড়া – চলন,     

নোড়া – পাথরের পেষকযন্ত্র 

39. নারী – স্ত্রীলোক,           

নাড়ী – ধমনী 

40. নিতি – প্রতিদিন,          

নীতি – নিয়ম বা আদর্শ 

41. নিত্য – নিয়মিত,           

নৃত্য – নাচ 

42. নীর – জল,                  

নীড় – পাখির বাসা 

43. পরিচ্ছদ – পোশাক, 

পরিচ্ছেদ – অধ্যায় 

44. পানি – জল,               

পাণি – হাত 

45. পার – নিস্তার, 

পাড় – কিনারা/কুল

46. প্রদান – দেওয়া, 

প্রধান – মূল 

47. বধূ – বৌ,                    

বঁধু – বন্ধু 

48. বর্ষা – বর্ষণ‌ঋতু,         

বর্শা – অস্ত্রবিশেষ 

49. বাণী – মহৎ উপদেশ,  

বানি – বানানোর মজুরি 

50. বাধা – প্রতিকূলতা, 

বাঁধা – বন্ধনযুক্ত 

51. বাড়ি – ঘর , 

বারি – জল 

52. বিকৃত – বিকারগ্রস্ত,   

বিক্রীত – যা বেচা হয়েছে 

53. বিজন – নির্জন,         

বীজন – পাখার বাতাস 

54. বিশ – কুড়ি, 

বিষ – গরল,

55. বৃত্তি – উৎসাহ ভাতা,     

বৃতি – ফুলের অংশ 

56. বৃন্দ – সমষ্টি,                

বৃন্ত – বোঁটা 

57. ভাষা – ভাব প্রকাশের মাধ্যম, 

ভাসা – ভেসে থাকা 

58. মন – চিত্ত,                  

মণ – ওজনের পরিমাপ 

59. মুখ – বদন,                

মূক – বোবা 

60. রোদ – সূর্যকিরণ,      

রোধ – বাধা বা রুদ্ধ করা 

61. শব – মৃতদেহ,            

সব – সকল 

62. শর – তির,  

সর – তরলের উপরিভাগের আস্তরণ, 

স্বর – কণ্ঠনিঃসৃত আওয়াজ 

63. শাখ – শাখা,              

শাঁখ – শঙ্খ 

64. শুচি – পবিত্র,            

সূচি – তালিকা 

65. সকল – সব,             

 শকল – আঁশ 

66. সংকর – মিশ্র 

শংকর – শিব 

67. সারদা – সরস্বতী,      

শারদা – দুর্গা 

68. সিত – শ্বেত,              

শীত – ঋতুবিশেষ 

69. সুখ – আনন্দ,           

শুক – পৌরাণিক পক্ষীবিশেষ 

70. সুর – দেবতা,            

সুর – সঙ্গীতের তাললয় 

71. স্কন্দ – অধ্যায়,          

স্কন্ধ – কাঁধ 

72. স্বর্গ – দেবলোক,       

সর্গ – কাব্যের অধ্যায় 

73. স্বাক্ষর – সহি,           

সাক্ষর – অক্ষরজ্ঞান সম্পন্ন 

74. ধ্বনি – আওয়াজ 

ধনী – ধনবান

75. শাপ- অভিশাপ

সাপ- সর্প

76. দেশ- রাজ্য

দ্বেষ – হিংসা

Spread the love

You cannot copy content of this page