Latest Notes

চারণকবি কবিতা MCQ – ভারভারা রাও – একাদশ শ্রেণী সেমিস্টার ১ বিড়াল (প্রবন্ধ) MCQ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Class 11 Semester 1 সাম্যবাদী নজরুল ইসলাম MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী বাংলা নুন – জয় গোস্বামী একাদশ শ্রেণী লালন শাহ্ ফকিরের গান একাদশ শ্রেণী সেমিস্টার ২ ভাব সম্মিলন – বিদ্যাপতি চারণকবি – ভারভারা রাও বাংলা সমার্থক শব্দের তালিকা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রবন্ধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি সেমিস্টার ১

কোন্‌ বাণিজ্যে নিবাস তোমার
      কহো আমায় ধনী,
তাহা হলে সেই বাণিজ্যের
      করব মহাজনি।

দুয়ার জুড়ে কাঙাল বেশে
ছায়ার মতো চরণদেশে
কঠিন তব নূপুর ঘেঁষে
            আর বসে না রইব–
এটা আমি স্থির বুঝেছি
            ভিক্ষা নৈব নৈব।

যাবই আমি যাবই, ওগো,
        বাণিজ্যেতে যাবই।
তোমায় যদি না পাই, তবু
        আর কারে তো পাবই।

সাজিয়ে নিয়ে জাহাজখানি
       বসিয়ে হাজার দাঁড়ি
কোন্‌ নগরে যাব, দিয়ে
       কোন্‌ সাগরে পাড়ি।

কোন্‌ তারকা লক্ষ্য করি,
কূল-কিনারা পরিহরি,
কোন্‌ দিকে যে বাইব তরী
       অকূল কালো নীরে–
মরব না আর ব্যর্থ আশায়
       বালুমরুর তীরে।

যাবই আমি যাবই, ওগো,
        বাণিজ্যেতে যাবই।
তোমার যদি না পাই, তবু
       আর কারে তো পাবই।

সাগর উঠে তরঙ্গিয়া,
       বাতাস বহে বেগে,
সূর্য যেথায় অস্তে নামে
       ঝিলিক মারে মেঘে ।

দক্ষিণে চাই, উত্তরে চাই–
ফেনায় ফেনা, আর কিছু নাই–
যদি কোথাও কূল নাহি পাই
      তল পাব তো তবু ।
ভিটার কোণে হতাশমনে
      রইব না আর কভু ।

যাবই আমি যাবই, ওগো,
    বাণিজ্যেতে যাবই।
তোমায় যদি না পাই, তবু
    আর কারে তো পাবই।

নীলের কোলে শ্যামল সে দ্বীপ
       প্রবাল দিয়ে ঘেরা,
শৈলচূড়ায় নীড় বেঁধেছে
        সাগর-বিহঙ্গরা।

নারিকেলের শাখে শাখে
ঝোড়ো বাতাস কেবল ডাকে,
ঘন বনের ফাঁকে ফাঁকে
        বইছে নগনদী–
সোনার রেণু আনব ভরি
       সেথায় নামি যদি।

যাবই আমি যাবই, ওগো,
     বাণিজ্যেতে যাবই।
তোমায় যদি না পাই, তবু
     আর কারে তো পাবই।

অকূল-মাঝে ভাসিয়ে তরী
            যাচ্ছি অজানায়
আমি শুধু একলা নেয়ে
            আমার শূন্য নায়।

নব নব পবনভরে
যাব দ্বীপে দ্বীপান্তরে,
নেব তরী পূর্ণ করে
            অপূর্ব ধন যত।
ভিখারি তোর ফিরবে যখন
            ফিরবে রাজার মতো।

যাবই আমি যাবই, ওগো,
     বাণিজ্যেতে যাবই।
তোমায় যদি না পাই, তবু
     আর কারে তো পাবই।

Spread the love

You cannot copy content of this page