Latest Notes

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি সেমিস্টার ১ বিশাল ডানাওয়ালা থুরথুরে এক বুড়ো – গাবিরিয়েল গার্সিয়া মার্কেজ সাম্যবাদী (কবিতা) – কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (কবিতা)- মাইকেল মধুসূদন দত্ত তেলেনাপোতা আবিষ্কার(গল্প) – প্রেমেন্দ্র মিত্র ছুটি (Chhuti) – রবীন্দ্রনাথ ঠাকুর বিড়াল – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পুঁই মাচা MCQ একাদশ শ্রেণী | 1st Semester পুঁই মাচা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় MCQ from The Bangle Sellers – Sarojini Naidu

হরিদার কাছে আমরাই গল্প করে বললাম , শুনেছেন , হরিদা , কী কান্ড হয়েছে ?

উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন – না , কিছুই শুনিনি ।

— জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন, শােনেননি হরিদা ?

হরিদা – না রে ভাই, বড়াে মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব? আমাকে বলবেই বা কে?

– সাতদিন হলাে এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী । হিমালয়ের গুহাতে থাকেন । সারা বছরে শুধু একটি হরীতকী খান; এ ছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন ।

হরিদা – সন্ন্যাসী কি এখনও আছেন ?

–না , চলে গিয়েছেন ।

আক্ষেপ করেন হরিদা – থাকলে একবার গিয়ে পায়ের ধুলাে নিতাম।

– তা পেতেন না হরিদা ! সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী।

হরিদা – কেন ?

জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সােনার বােল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন , নতুন খড়ম পরলেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলাে নিয়েছিলেন।

হরিদা – বাঃ , এ তে বেশ মজার ব্যাপার।

হ্যাঁ, তা ছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু একশাে টাকার একটা নােট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন।

গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কী বলছি বা না বলছি, সেদিকে হরিদার যেন কান নেই।

হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন।

শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছােট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর; আর আমাদের চারজনের সকাল – সন্ধ্যার আড্ডার ঘর। চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তাঁর উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন।

খুবই গরিব মানুষ হরিদা। কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনাে অফিসের কাজ, কিংবা কোনাে দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা; কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রােজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি।

হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। আর, সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরুপী সেজে যেটুকু রােজগার করেন, তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যিই উপােস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরুপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে এক – আনা দু – আনা বকশিশ দেয়। যারা চিনতে পারে না , তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে দুটো – একটা পয়সা দিয়ে দেয়।

একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল ; তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল। তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো , গলায় টিনের কৌটার একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে।

একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। – খুব হয়েছে হরি , এই বার সরে পড়াে। অন্যদিকে যাও ।

অ্যাঁ ? ওটা কি একটা বহুরুপী ? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যিই, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তাে লােকটা।

হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলাে সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লােকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে-বেজে চলে যেতে থাকে। এক রূপসি বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে, তারা দুই চোখ বড়াে বড়ো করে তাকিয়ে থাকে। কিন্তু দোকানদার হেসে ফেলে – হরির কাণ্ড।

অ্যাঁ ? এটা একটা বহুরূপী নাকি? কারও কারও মুগ্ধ চোখের মােহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশস্বরে প্রশ্ন করে ওঠে।

বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রােজগার মন্দ হয়নি। মােট আট টাকা দশ আনা পেয়েছিলেন। আমরাও দেখেছিলাম, এক – একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসি বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুলসাজি এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুলসাজির উপর ফেলে দেয়।

কোনদিন বাউল, কোনদিন কাপালিক। কখনও বোঁচকা কাঁধে বুড়াে কাবুলিওয়ালা, কখনও হ্যাট – কোট – পেন্টুলুন – পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা; স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন। ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলাে; আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন — এবারের মতাে মাপ করে দিন ওদের। কিন্তু আটআনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরােধ রক্ষা করেছিলেন সেই নকল – পুলিশ হরিদা।

পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি, কাকে তিনি আটআনা ঘুষ দিয়েছেন। কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি। বরং একটু তারিফই করলেন – বা, সত্যি, খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি !

আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না, হরিদা এত গম্ভীর হয়ে কী ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনাে মতলব ছটফট করে উঠেছে ?

ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন — আজ তােমাদের একটা জবর খেলা দেখাব।

–আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না।

হরিদা—না ঠিক তােমাদের দেখাব না। আমি বলছি তােমরা সেখানে থেকো। তাহলে দেখতে পাবে …।

—কোথায় ?

হরিদা — আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে।

—হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্যে আপনার এত উৎসাহ জেগে উঠল কেন?

হরিদা হাসেন — মােটা মতন কিছু আদায় করে নেব। বুঝতেই তাে পারছ, পুরাে দিনটা রূপ ধরে ঘুরে বেড়িয়েও দু – তিন টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবিশ্যি কিছু বেশি পাওয়া গিয়েছিল। কিন্তু ওতেই বা কি হবে ?

ঠিকই বলেছেন হরিদা। সপ্তাহে বড়ােজোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। কিন্তু তাতে সাতদিনের পেট চলবার মতাে রােজগার হয় না।

হরিদা বলেন — না , এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়। এবার মারি তাে হাতি, লুটি তাে ভাণ্ডার। একবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে।

কিন্তু সে কী করে সম্ভব ? জগদীশবাবু ধনী মানুষ বটে, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যােগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু ? আর খুশি হলেই বা কত আনা বকশিশ দেবেন। পাঁচ আনার বেশি তাে নয়।

হরিদা বলেন — তােমরা যদি দেখতে চাও, তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো।

আমরা বললাম — থাকব; আমাদের স্পাের্টের চাঁদা নেবার জন্যে আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব।


বড়াে চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তাে চাদের আলাে পড়েছে, কিন্তু কোনােদিন তাে আজকের মতাে এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনও চারদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি।

ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কী যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড়াে একটা আলাে জ্বলছে। সেই আলাের কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পাের্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি।

চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল।

আমরাও চমকে উঠেছি বইকি। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ, সত্যিই যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে, সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনাে বহুরূপীর হাতে পারে ?

জটাজূটধারী কোনাে সন্ন্যাসী নয়। হাতে কমন্ডলু নেই, চিমটে নেই। মৃগচর্মের আসনও সঙ্গে নেই। গৈরিক সাজও নেই ।

আদুড় গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়। পরনে ছােটো বহরের একটি সাদা থান।

মাথায় ফুরফুর করে উড়ছে শুকনাে সাদা চুল। ধুলাে মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝােলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কী – যেন দেখলেন এই আগন্তুক। তারপর নিজের মনেই হাসলেন।

আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কী অদ্ভুত উদাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগস্তুকের চোখ থেকে ঝরে পড়ছে !

উঠে দাঁড়ালেন জগদীশবাবু — আসুন।

আগন্তুক হাসেন — আপনি কি ভগবানের চেয়েও বড়াে ?

জগদীশবাবু কিছু ভেবে বলেন — কেন ? আপনি একথা কেন বলছেন মহারাজ ?

আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধূলি। কিন্তু আপনি বােধহয় এগারাে লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড়াে বলে মনে করেন। তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না।

সেই মুহূর্তে সিড়ি ধরে নেমে যান জগদীশবাবু । আমার অপরাধ হয়েছে । আপনি রাগ করবেন না।

আগন্তুক আবার হাসেন — আমি বিরাগী , রাগ নামে কোনাে রিপু আমার নেই । ছিল একদিন , সেটা পূর্বজন্মের কথা।

জগদীশবাবু  — বলুন , এখন আপনাকে কীভাবে সেবা করব ?

বিরাগী বলেন — ঠান্ডা জল চাই , আর কিছু চাই না।

ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতােষ আমার কানের কাছে ফিসফিস করে। না , হরিদা নয়। হতেই পারে না । অসম্ভব ! হরিদার গলার স্বর এরকমেরই নয় ।

বিরাগী বলেন — পরম সুখ কাকে বলে জানেন ? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া।

ভবতােষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে — শুনছাে তাে ? এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে ?

জগদীশবাবু ততক্ষণে সিড়ির উপরে বসে পড়েছেন। বােধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্যে তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন — আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি । আপনার কাছে এটা আমার প্রাণের অনুরােধ । দুই হাত জোড় করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু।

বিরাগী হাসেন — বাইরে খােলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে , আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকব কেন , বলতে পারেন ?

-বিরাগীজি ! জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে ।

বিরাগী বলেন — না , আপনার এথানে জল খেয়েছি , এই যথেষ্ট । পরমাত্মা আপনার কল্যাণ করুন। কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়।

জগদীশবাবু – তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন যদি আপনাকে কোনাে ..।

বিরাগী – না না , আমি যার কাছে পড়ে আছি , তিনি আপনার চেয়ে কিছু কম নয় । কাজেই আপনার কাছে আমার তাে কিছু চাইবার দরকার হয় না।

জগদীশবাবু – তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি , নইলে আমি শান্তি পাব না ।

বিরাগী — ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু। ওসব হলাে সুন্দর সুন্দর এক – একটি বঞ্চনা। মন – প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন , যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। ..আচ্ছা আমি চলি।

জগদীশবাবু বলেন — আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি।

সিঁড়ির উপরে অচল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী । আজকেরচাঁদের আলাের চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে । ভবতােষ ফিসফিস করে — না না , ওই চোখ কি হরিদার চোখ হতে পারে ? অসম্ভব ।

জগদীশবাবুর হাতে একটা থলি । থলির ভিতরে নােটের তাড়া । বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু এই প্রণামী , এই সামান্য একশাে এক টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি । আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম।

বিরাগী হাসেন — আমার বুকের ভিতরেই যে সব তীর্থ । ভ্রমণ করে দেখবার তাে কোনাে দরকার হয় না ।

জগদীশবাবু – আমার অনুরােধ বিরাগীজি…।

বিরাগী বলেন — আমি যেমন অনায়াসে ধুলাে মাড়িয়ে চলে যেতে পারি , তেমনই অনায়াসে সােনাও মাড়িয়ে চলে যেতে পারি ।

বলতে বলতে সিড়ি থেকে নেমে গেলেন বিরাগী। একশাে এক টাকার থলিটা সিড়ির উপরেই পড়ে রইল। সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী ।

-কী করছেন হরিদা কী হলাে ? কই ? আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন , সে – কথা কি ভুলেই গেলেন। আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন ?

বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম।

হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে । উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে । আর , একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন । আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন।

কী আশ্চর্য ! চমকে ওঠে ভবতােষ । – হরিদা , আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন ! আপনিই বিরাগী ?

হরিদা হাসেন — হ্যাঁ রে ভাই ।

ওই তাে সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর , আর সেই ঝােলাটা আর সেই গীতা।

অনাদি বলে — এটা কীকাণ্ড করলেন , হরিদা ? জগদীশবাবু তাে অত টাকা সাধলেন , অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতাে সব তুচ্ছ করে সরে পড়লেন ?

হরিদা — কী করব বল ? ইচ্ছেই হলাে না । শত হােক …।

ভবতােষ – কী ?

হরিদা- শত হােক , একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা – ফাকা কী করে স্পর্শ করি বল ? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ।

কী অদ্ভুত কথা বললেন হরিদা ! হরিদার একথার সঙ্গে তর্ক চলে না । আর , বুঝতে অসুবিধে নেই , হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে । অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না ।

অনাদি বলে — কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনও ..।

চেচিয়ে হেসে ওঠেন হরিদা — যাবই তাে । না গিয়ে উপায় কী ? গিয়ে অন্তত বকশিশটা তাে দাবি করতে হবে ?

-বকশিশ ? চেঁচিয়ে ওঠে ভবতােষ । সেটা তাে বড়ােজোর আট আনা কিংবা দশ আনা ।

হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন – কী আর করা যাবে বল ? খাঁটি মানুষ তাে নয় , এই বহুরূপীর জীবন এর বেশি কী আশা করতে পারে ?

বহুরূপী (গল্প)- সুবোধ ঘোষ প্রশ্নোত্তর

বহুরূপী (গল্প) – MCQ

বহুরূপী (গল্প) – SAQ

Spread the love

You cannot copy content of this page