Latest Notes

Higher Secondary 2025 Mathematics Question Paper Higher Secondary 2025 Biological Sciences Question Paper Higher Secondary 2025 Political Science Question Paper Higher Secondary 2025 Geography Question Paper Higher Secondary 2025 Philosophy Question Paper Higher Secondary 2025 History Question Paper Higher Secondary 2025 Economics Question Paper pdf Higher Secondary 2025 English Question Paper Higher Secondary 2025 Bengali Question Paper pdf উচ্চমাধ্যমিকের পর পশ্চিমবঙ্গে শীর্ষ ১০টি প্রবেশিকা পরীক্ষা

বাক্যে Noun ও pronoun বিভিন্ন স্থানে বসে এবং বিভিন্নরকম কার্য সম্পাদন করে। noun বা noun -equivalent -এর সঙ্গে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ককে Case(কারক) বলে।

Types of Case

Subjective case(Nominative case)


Noun যখন কোনো বাক্যের কর্তা হিসাবে থাকে, তখন Noun টি Subjective/Nominative case-এ আছে বলা হয়।

Radha writes a letter.
He is playing football.
The sun sets in the west.

ওপরের বাক্যগুলিতে Radha, he, the sun হল nominative case.

Nominative case বের করার সহজ উপায় – verb কে who(কে) বা what (কি) দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, তাই হল nominative case.

Assertive sentence এ Nominative case ক্রিয়াপদের(verb) আগে বসে।
Kamal runs.


Interrogative sentence এ verb এর পরে বসে।
Do you know me?


Imperative sentence এ সাধারণত উহ্য থাকে।

(You) Answer the question.
এখানে ‘you’ nominative কিন্তু উহ্য আছে।

Objective case


যখন Noun কোনো বাক্যে direct object (প্রতক্ষ্য কর্ম) হিসাবে থাকে, তখন Noun টি Objective case এ আছে বলা হয়।direct object গুলি বস্তুবাচক হয়।

Radha writes a letter.
She answered the questions.

কি/কাকে (what /whom) দ্বারা প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় তাই হল Objective case.

Dative Case

Noun যখন পরোক্ষ কর্ম(indirect object) হিসাবে থাকে, তখন Noun টি Dative Case এ আছে বলা হয়। indirect object গুলি ব্যক্তিবাচক হয়।

I gave Radha a notebook.
She told me a story.

এখানে Radha, me হল Dative case.

Vocative Case


যখন Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে আহ্বান করা হয়, তখন Noun টি Vocative Case এ আছে বলা হয়।

Radha, write a letter.
এখানে Radha হল vocative case.

Possessive Case


কোনো Noun এর অধিকারে যখন কোনো কিছু আছে বোঝানো হয়, তখন সেটি Possessive case এ আছে বলা হয়।

This is Radha’s book.
It is a men’s wear.
This is today’s news.

এখানে Radha’s book, men’s wear,today’s পেপার হল Possessive case.

possessive case বের করার উপায়- কার (whose) প্রশ্ন করা।

Spread the love

You cannot copy content of this page