Latest Notes

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি সেমিস্টার ১ বিশাল ডানাওয়ালা থুরথুরে এক বুড়ো – গাবিরিয়েল গার্সিয়া মার্কেজ সাম্যবাদী (কবিতা) – কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (কবিতা)- মাইকেল মধুসূদন দত্ত তেলেনাপোতা আবিষ্কার(গল্প) – প্রেমেন্দ্র মিত্র ছুটি (Chhuti) – রবীন্দ্রনাথ ঠাকুর বিড়াল – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পুঁই মাচা MCQ একাদশ শ্রেণী | 1st Semester পুঁই মাচা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় MCQ from The Bangle Sellers – Sarojini Naidu

বাক্যে Noun ও pronoun বিভিন্ন স্থানে বসে এবং বিভিন্নরকম কার্য সম্পাদন করে। noun বা noun -equivalent -এর সঙ্গে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ককে Case(কারক) বলে।

Types of Case

Subjective case(Nominative case)


Noun যখন কোনো বাক্যের কর্তা হিসাবে থাকে, তখন Noun টি Subjective/Nominative case-এ আছে বলা হয়।

Radha writes a letter.
He is playing football.
The sun sets in the west.

ওপরের বাক্যগুলিতে Radha, he, the sun হল nominative case.

Nominative case বের করার সহজ উপায় – verb কে who(কে) বা what (কি) দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, তাই হল nominative case.

Assertive sentence এ Nominative case ক্রিয়াপদের(verb) আগে বসে।
Kamal runs.


Interrogative sentence এ verb এর পরে বসে।
Do you know me?


Imperative sentence এ সাধারণত উহ্য থাকে।

(You) Answer the question.
এখানে ‘you’ nominative কিন্তু উহ্য আছে।

Objective case


যখন Noun কোনো বাক্যে direct object (প্রতক্ষ্য কর্ম) হিসাবে থাকে, তখন Noun টি Objective case এ আছে বলা হয়।direct object গুলি বস্তুবাচক হয়।

Radha writes a letter.
She answered the questions.

কি/কাকে (what /whom) দ্বারা প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় তাই হল Objective case.

Dative Case

Noun যখন পরোক্ষ কর্ম(indirect object) হিসাবে থাকে, তখন Noun টি Dative Case এ আছে বলা হয়। indirect object গুলি ব্যক্তিবাচক হয়।

I gave Radha a notebook.
She told me a story.

এখানে Radha, me হল Dative case.

Vocative Case


যখন Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে আহ্বান করা হয়, তখন Noun টি Vocative Case এ আছে বলা হয়।

Radha, write a letter.
এখানে Radha হল vocative case.

Possessive Case


কোনো Noun এর অধিকারে যখন কোনো কিছু আছে বোঝানো হয়, তখন সেটি Possessive case এ আছে বলা হয়।

This is Radha’s book.
It is a men’s wear.
This is today’s news.

এখানে Radha’s book, men’s wear,today’s পেপার হল Possessive case.

possessive case বের করার উপায়- কার (whose) প্রশ্ন করা।

Spread the love

You cannot copy content of this page