Latest Notes

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | বাংলা ব্যাকরণ The Model Millionaire mcq and Answers The Model Millionaire – চারণকবি কবিতা MCQ – ভারভারা রাও – একাদশ শ্রেণী সেমিস্টার ১ বিড়াল (প্রবন্ধ) MCQ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Class 11 Semester 1 সাম্যবাদী নজরুল ইসলাম MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী বাংলা নুন – জয় গোস্বামী একাদশ শ্রেণী লালন শাহ্ ফকিরের গান একাদশ শ্রেণী সেমিস্টার ২ ভাব সম্মিলন – বিদ্যাপতি চারণকবি – ভারভারা রাও

English Grammar  এ মোট তিন প্রকার Degree আছে।

1. Positive Degree
2. Comparative Degree
3. Superlative Degree

এই তিন প্রকার Degree নিয়ে সংক্ষেপে আলোচনা করা হল-

Positive Degree:

তুলনাকোনো তুলনা হয় না / সমান বোঝানো হয়।
চিহ্ন so…as/ as…as
উদাহরণ a) No other boy in the class is so good as Akash. b) Rajib is as talented as Shyamal. c) Very few girls are as smart as Sonakshi in the class.

2. Comparative Degree

তুলনাদুই ব্যক্তি, বস্তু বা দলের মধ্যে তুলনা হয়।
চিহ্ন than
উদাহরণ a) Rajani is taller than Rukmani. b) Kolkata is larger than most other cities. c) The Mount Everest is higher than any other peak in the world.

3. Superlative Degree :

তুলনাঅনেক ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা হয়।
চিহ্ন the
উদাহরণ a) Kakali is the tallest girl in the class. b) Radhika is one of the best students in the school.

Change of Degree: Points to Remember

Degree Change করার সময় মূল বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না।

যে Adjective /Adverb শব্দটি থাকবে তা Degree এর বিভিন্ন রুপ অনুযায়ী পরিবর্তন করতে হবে।**

Degree পরিবর্তনের সময় মূল বাক্যের subject এবং object এর স্থান পরিবর্তন করতে হবে। (যেমন- Positive Degree এর object টিকে Comparative Degree / Superlative Degree তে পরিবর্তন করতে হলে subject হিসেবে বসাতে হবে)

** Few Examples of Adjectives /Adverbs in 3 Degrees

PositiveComparativeSuperlative
Goodbetterbest
Clean CleanerCleanest
WiseWiserWisest
OldOlderOldest
Badworseworst
Beautifulmore beautiful most beautiful
Intelligentmore intelligent most intelligent
Manymoremost
Easyeasiereasiest

Comparison of Degree : Rules

PositiveComparativeSuperlative
No other…/There is no…/ Nothing…than any other…/ than anything…
c) than anything…
the…/ of any…
Very few…/ Few…than most other…/ than all other…one of the…/of all…
As…as/ so…asnot…thanহয় না।
As soon asNo sooner had/did…thanহয় না।

Spread the love

You cannot copy content of this page