Latest Notes

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি সেমিস্টার ১ বিশাল ডানাওয়ালা থুরথুরে এক বুড়ো – গাবিরিয়েল গার্সিয়া মার্কেজ সাম্যবাদী (কবিতা) – কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (কবিতা)- মাইকেল মধুসূদন দত্ত তেলেনাপোতা আবিষ্কার(গল্প) – প্রেমেন্দ্র মিত্র ছুটি (Chhuti) – রবীন্দ্রনাথ ঠাকুর বিড়াল – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পুঁই মাচা MCQ একাদশ শ্রেণী | 1st Semester পুঁই মাচা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় MCQ from The Bangle Sellers – Sarojini Naidu

Notice লেখার নিয়ম কি?

সঠিকভাবে Notice লেখার জন্য কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলি হল-
১/ নোটিশ লেখার নির্দিষ্ট format (ছক) আছে। সেই ছকেই লিখতে হবে।
২/যে প্রতিষ্ঠান /সংস্থা থেকে নোটিশ দেওয়া হচ্ছে, তার নাম Capital Letter -এ লিখতে হবে। (স্কুল হলে স্কুলের নাম, ক্লাব হলে ক্লাবের নাম ইত্যাদি )
৩/ NOTICE শব্দটিও বড় হাতের অক্ষরে(capital letter) লিখতে হবে।
৪/ নোটিশর বিষয়বস্তু (topic) লিখতে হিবে।
৫/ নোটিশর তারিখ ডান দিকের কোনে লিখতে হবে।
৬/নোটিশের বিষয়বস্তু লিখতে হবে। এর মধ্যে প্রয়োজনীয় জন্য বিস্তারিত ভাবে থাকবে।
৭/ নোটিশ যে দিচ্ছে তার স্বাক্ষর থাকবে। স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষকের প্রতিস্বাক্ষর(countersign) থাকবে।
৮/ নোটিশটিকে একটি বাক্সের মধ্যে থাকবে।

একটি আদর্শ নোটিশর উদাহরণ নিচে দেওয়া হল-

Sample notice
Spread the love

You cannot copy content of this page