Latest Notes

Madhyamik 2025 Life Science Question Paper pdf Madhyamik 2025 Geography Question Paper pdf Madhyamik 2025 History Question Paper pdf Madhyamik 2025 Mathematics Question Paper pdf Madhyamik 2025 English Question Paper | MP 2025 Madhyamik 2025 Bengali Question Paper pdf সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | বাংলা ব্যাকরণ The Model Millionaire mcq and Answers The Model Millionaire – চারণকবি কবিতা MCQ – ভারভারা রাও – একাদশ শ্রেণী সেমিস্টার ১

গল্প কিভাবে লিখতে হয়?

  1. Read the points/outlines
    সাধারণত গল্প লেখার জন্য outlines দেওয়া থাকে। গল্পের মূল বিষয় সংক্ষেপে outlines এ দেওয়া থাকে। তাই outline টা ভালো করে পড়ে নিতে হবে যতক্ষণ না গল্পের প্লট তোমার কাছে পরিস্কার হয়।
  2. Write a title of the story
    গল্পের জন্য একটি Title দিতে হবে। এই Title টি Capital letter এ লিখতে হবে। তবে Article, Preposition এবং Conjunction- গুলি capital letter এ না লিখলেও হবে। এই Title গল্পের প্রধান চরিত্র বা ঘটনার সঙ্গে মিল রেখে করতে হবে।
  3. Begin with Once /Once upon a time..
    গল্পের শুরু Once/Once upon a time দিয়ে শুরু করা যেতে পারে।
  4. Elaborate the outlines
    এবারে Outline গুলোকে একের পর এক বাক্যে প্রকাশ করতে হবে।
  5. Add points if necessary.
    প্রয়োজন অনুযায়ী নিজে থেকে দু’একটা লাইন লেখা যেতে পারে।
  6. Use simple sentence /direct speech
    সরল বাক্য ব্যবহার করতে হবে এবং প্রয়োজন হলে direct speech (প্রতক্ষ্য উক্তি) ব্যবহার করতে হবে।
  7. Use a moral if the story is fable
    গল্পটি যদি Fable(উপকথা) হয়, তাহলে একটি নীতিকথা (moral)লিখতে হবে।
Spread the love

You cannot copy content of this page