গল্প কিভাবে লিখতে হয়?
- Read the points/outlines
সাধারণত গল্প লেখার জন্য outlines দেওয়া থাকে। গল্পের মূল বিষয় সংক্ষেপে outlines এ দেওয়া থাকে। তাই outline টা ভালো করে পড়ে নিতে হবে যতক্ষণ না গল্পের প্লট তোমার কাছে পরিস্কার হয়। - Write a title of the story
গল্পের জন্য একটি Title দিতে হবে। এই Title টি Capital letter এ লিখতে হবে। তবে Article, Preposition এবং Conjunction- গুলি capital letter এ না লিখলেও হবে। এই Title গল্পের প্রধান চরিত্র বা ঘটনার সঙ্গে মিল রেখে করতে হবে। - Begin with Once /Once upon a time..
গল্পের শুরু Once/Once upon a time দিয়ে শুরু করা যেতে পারে। - Elaborate the outlines
এবারে Outline গুলোকে একের পর এক বাক্যে প্রকাশ করতে হবে। - Add points if necessary.
প্রয়োজন অনুযায়ী নিজে থেকে দু’একটা লাইন লেখা যেতে পারে। - Use simple sentence /direct speech
সরল বাক্য ব্যবহার করতে হবে এবং প্রয়োজন হলে direct speech (প্রতক্ষ্য উক্তি) ব্যবহার করতে হবে। - Use a moral if the story is fable
গল্পটি যদি Fable(উপকথা) হয়, তাহলে একটি নীতিকথা (moral)লিখতে হবে।