Latest Notes

Higher Secondary 2025 Education  Question Paper Higher Secondary 2025 Computer application  Question Paper Higher Secondary 2025 Chemistry  Question Paper Higher Secondary 2025 physics   Question Paper Higher Secondary 2025 Mathematics Question Paper Higher Secondary 2025 Biological Sciences Question Paper Higher Secondary 2025 Political Science Question Paper Higher Secondary 2025 Geography Question Paper Higher Secondary 2025 Philosophy Question Paper Higher Secondary 2025 History Question Paper

1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটির রচয়িতা কে?

(খ) কাজী নজরুল ইসলাম

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) মাইকেল মধুসূদন দত্ত।

(গ) সুকুমার রায়

উত্তরঃ (ঘ) মাইকেল মধুসূদন দত্ত।

2. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটির উৎস হল –

(ক) বীরাঙ্গনা কাব্য

(খ) মেঘনাদবধ কাব্য

(গ) চতুৰ্দ্দশপদী কবিতাবলী

(ঘ) ব্রজাঙ্গনা কাব্য।

উত্তরঃ (গ) চতুৰ্দ্দশপদী কবিতাবলী

3. কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা?

(ক) ৬৮ সংখ্যক

(খ) ৭৫ সংখ্যক

(গ) ৮৮ সংখ্যক

(ঘ) ৮৬ সংখ্যক।

উত্তরঃ (ঘ) ৮৬ সংখ্যক

4. কবিতাটি কী জাতীয় কবিতা?

(ক) সনেট

(খ) মহাকাব্য

(গ) ব্যঙ্গ কবিতা

(ঘ) গীতিকবিতা।

5. মধুসূদন দত্তের ‘চতুৰ্দ্দশপদী কবিতাবলী’ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?

(ক) ১৭৬২ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৬১ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৮৬৬ খ্রিস্টাব্দে

6. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’- কবিতাটি কোন্ ছন্দে লেখা?

(ক) ত্রিপদী

(খ) অমিত্রাক্ষর

(গ) মহাপয়ার

(ঘ) ছন্দহীন

উত্তরঃ (খ) অমিত্রাক্ষর

7. ‘বিদ্যার সাগর তুমি…’ – কার উদ্দেশে এই স্তুতি করা হয়েছে?

(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

8. কবিতায় কাকে ‘করুণার সিন্ধু’ বলে উল্লেখ করা হয়েছে?

(ক) বিদ্যাসাগর মহাশয়কে

(খ) সত্যেন্দ্রনাথ দত্তকে

(গ) শ্রীরামকৃষ্ণ পরমহংসকে

(ঘ) শ্রীকৃষ্ণকে।

উত্তরঃ (ক) বিদ্যাসাগর মহাশয়কে

9. অলোচ্য কবিতার ‘সিন্ধু’ শব্দের অর্থ কী?

(ক) নদী

(খ) সভ্যতা

(গ) সমুদ্র

(ঘ) আকাশ

উত্তরঃ (গ) সমুদ্র

10. ‘করুণার সিন্ধু’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) বিদ্যাসাগর মহাশয় সিন্ধুসভ্যতার মাতৃকামূর্তি 

(খ) বিদ্যাসাগর মহাশয় করুণার সাগরস্বরূপ

(গ) বিদ্যাসাগর মহাশয় সিন্ধুতীরে বসে আছেন

(ঘ) বিদ্যাসাগর মহাশয়ের কণ্ঠ থেকে করুণা ঝরে পড়ছে।

উত্তরঃ (খ) বিদ্যাসাগর মহাশয় করুণার সাগরস্বরূপ

11. ‘সেই জানে মনে’ – কে জানে?

(ক) মধুসূদন

(খ) বিদ্যাসাগর

(গ) কালিদাস

(ঘ) রবি

উত্তরঃ (ক) মধুসূদন

12. ‘দীনের বন্ধু’ হলেন –

(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) বিদ্যাসাগর

(গ) হেমাদ্রি

(ঘ) বিমলা কিঙ্করী।

উত্তরঃ (খ) বিদ্যাসাগর

13. ‘হেমাদ্রি’ শব্দের অর্থ কী?

(ক) স্তুপ পর্বত

(খ) ভঙ্গিল পর্বত

(গ) সুবর্ণকান্তি পর্বত

(ঘ) আগ্নেয় পর্বত।

উত্তরঃ (গ) সুবর্ণকান্তি পর্বত

14. হেমকান্তি কার?

(ক) হেমাদ্রির

(খ) সিন্ধুর

(গ) ছাত্রদলের

(ঘ) মহাদেবের 

উত্তরঃ (ক) হেমাদ্রির

15. হেমকান্তি’ শব্দের অর্থ কী? –

(ক) তুষারধবল

(খ) শিশিরভেজা

(গ) স্বর্ণকান্তিযুক্ত

(ঘ) হেমন্তকাল
উত্তরঃ (গ) স্বর্ণকান্তিযুক্ত

16. কবিতায় ‘হেমাদ্রির হেমকান্তি-র সঙ্গে কার তুলনা করা হয়েছে?

(ক) গৌতম বুদ্ধের রূপকে

(খ) বিদ্যাসাগরের জ্ঞান, হৃদয়ের দ্যুতিকে

(গ) হিমালয়ের সৌন্দর্যকে

(ঘ) ভগিনী নিবেদিতার ত্যাগকে।

উত্তরঃ (খ) বিদ্যাসাগরের জ্ঞান, হৃদয়ের দ্যুতিকে

17. ‘অম্লান’ শব্দের অর্থ কী?

(ক) মলিন

(খ) অমলিন

(গ) মানহীন

(ঘ) অমূল্য 

উত্তরঃ (খ) অমলিন

18. ‘কিরণ’ শব্দটির অর্থ হল-

(ক) আলোকরশ্মি

(খ) পর্বতমালা

(গ) চাঁদের আলো

(ঘ) সূর্যদেব

উত্তরঃ (ক) আলোকরশ্মি

19. কে ভাগ্যবান বলে কবির মনে হয়েছে?

(ক) যে মহাসমুদ্রের কোলে স্থান পায়

(খ) যে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পায়

(গ) যাকে তরুদল অমৃত ফল দান করে

(ঘ) যে মহীরুহের শীতল ছায়া পায়।

উত্তরঃ (খ) যে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পায়

20. অন্তর্নিহিত অর্থ বিচারে ভাগ্যবান কে?

(ক) বিদ্যাসাগর

(খ) মধুসূদন স্বয়ং

(গ) হিমাদ্রি 

(ঘ) তরুদল।


উত্তরঃ (খ) মধুসূদন স্বয়ং

21. ‘সেই জানে’ – কী জানে?

(ক) সুমহান হিমালয়ের কত গুণ

(খ) বনেশ্বরী শীতল ছায়া দেয়

(গ) নদী নির্মল জল দান করে

(ঘ) সূর্য অসীম শক্তির অধিকারী 

উত্তরঃ (ক) সুমহান হিমালয়ের কত গুণ

22. ‘যে জন আশ্রয় লয়…’ কোথায় আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে?

(ক) মহাপর্বতের সুবর্ণ চরণে

(খ) বটবৃক্ষের শীতল ছায়ায়

(গ) পদ্মানদীর পারে

(ঘ) গভীর অরণ্যে।

উত্তরঃ (ক) মহাপর্বতের সুবর্ণ চরণে

23. আলোচ্য কবিতায় গিরীশ’ বলতে কাকে বোঝানো হয়েছে?

(ক) বিদ্যাসাগরকে

(খ) গিরিরাজ হিমালয়কে

(গ) বিষ্ণুদেবকে

(ঘ) ক ও খ উভয়ই।

উত্তরঃ (ঘ) ক ও খ উভয়ই।

24. কি সেবা তার সে সুখ সদনে!’ – কোন্ ‘সুখ সদনে’-র কথা বলা হয়েছে?

(ক) ভারতভূমিতে আশ্রয়ের কথা

(খ) আশ্রমে আশ্রয়লাভের কথা

(গ) সুবিশাল হিমালয়ের স্বর্ণচরণে আশ্রয়ের কথা

(ঘ) বনভূমিতে ছায়াতলে আশ্রয়ের কথা।

উত্তরঃ (গ) সুবিশাল হিমালয়ের স্বর্ণচরণে আশ্রয়ের কথা

25. বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কোন্ মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে?

(ক) নীলগিরি 

(খ) বিন্ধ্য

(গ) হিন্দুকুশ

(ঘ) হিমালয়।

উত্তরঃ (ঘ) হিমালয়

26. দানে বারি- কে বারি দান করে?

(ক) সরোবর

(খ) সমুদ্র

(গ) আকাশ

(ঘ) নদী।

উত্তরঃ (ঘ) নদী।

27. ‘বারি’ শব্দের অর্থ কী?

(ক) পর্বত 

(খ) বৃষ্টি

(গ) জল

(ঘ) বিদ্যুৎ।

উত্তরঃ (গ) জল

28. বিমলা’ শব্দের অর্থ হল-

(ক) মলিন

(খ) বিশুদ্ধ

(গ) জাল।

(ঘ) পরিচ্ছন্ন

উত্তরঃ (ঘ) পরিচ্ছন্ন

29. আলোচ্য কবিতায় ‘কিঙ্করী’ শব্দটি কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) চুড়ি

(গ) কন্যা

(ঘ) কপট।

(ঘ) দাসী

উত্তরঃ (ঘ) দাসী

30. ‘বিমলা কিঙ্করী’ বলতে কবিতায় কী বোঝানো হয়েছে?

(ক) পরিশ্রুত জল

(খ) বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতা

(গ) পবিত্র জলের ধারা

(ঘ) কোনোটিই নয়।

উত্তরঃ (খ) বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতা

31. ‘যোগায় অমৃত ফল’- কে জোগায়?

(ক) সুদীর্ঘ গাছেরা

(খ) লতাগুল্ম

(গ) গহন অরণ্য

(ঘ) মহাকাশ

উত্তরঃ (ক) সুদীর্ঘ গাছেরা

32. ‘দাসরূপ ধরি’ – আলোচ্য কবিতায় কারা দাসরূপ ধরেছে?

(ক) গিরিশৃঙ্গ

(খ) গিরিখাত 

(গ) অরণ্য-কানন

(ঘ) তরু-দল।

উত্তরঃ (ঘ) তরু-দল।

33. কবিতায় ‘অমৃত ফল’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) প্রাণদানকারী ফল

(খ) হিমবাহ

(গ) বিদ্যাসাগরের অকৃপণ দান

(ঘ) সবকটিই সঠিক।

উত্তরঃ (গ) বিদ্যাসাগরের অকৃপণ দান

34. আলোচ্য কবিতায় ‘পরিমল’ শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে।

(ক) ‘সুগন্ধ’ অর্থে

(খ) ‘নির্মল’ অর্থে

(গ) ‘অমলিন’ অর্থে

(ঘ) ‘পবিত্র’ অর্থে।

উত্তরঃ (ক) ‘সুগন্ধ’ অর্থে

35. কারা পরিমলে দশদিশ ভরিয়ে তোলে?

(ক) নদীর জল

(খ) তরু-দল

(গ) অমৃত ফল।

(ঘ) ফুল-কুল

উত্তরঃ (ঘ) ফুল-কুল

36. দিবসে ‘শীতল শ্বাসী ছায়া’ দান করেন কে?

(ক) নদীর সুবিমল জল

(খ) হেমাদ্রি

(গ) পর্বতের সুবর্ণ চরণ

(ঘ) বনেশ্বরী।

উত্তরঃ (ঘ) বনেশ্বরী।

37. বনেশ্বরী রাত্রিতে কী দান করেন?

(ক) শীতল ছায়া

(খ) অমৃত ফল

(গ) সুশান্ত নিদ্রা

(ঘ) ক্লান্তি।

উত্তরঃ (গ) সুশান্ত নিদ্রা

38. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতায় সাগরের প্রতি মধুসূদনের অগাধ শ্রদ্ধা ফুটে উঠেছে। কবিতাটির অঙ্গীরস হল —

(ক) বীররস

(খ) শান্তরস

(গ) শৃঙ্গার রস

(ঘ) দাস্য রস

উত্তরঃ (ঘ) দাস্য রস

Spread the love

You cannot copy content of this page