Latest Notes

Higher Secondary 2025 Education  Question Paper Higher Secondary 2025 Computer application  Question Paper Higher Secondary 2025 Chemistry  Question Paper Higher Secondary 2025 physics   Question Paper Higher Secondary 2025 Mathematics Question Paper Higher Secondary 2025 Biological Sciences Question Paper Higher Secondary 2025 Political Science Question Paper Higher Secondary 2025 Geography Question Paper Higher Secondary 2025 Philosophy Question Paper Higher Secondary 2025 History Question Paper

মাধ্যমিক বাংলা ব্যাকরণ mcq প্রশ্ন ও উত্তর

১)যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তাকে বলে –

ক)উহ্য কর্তা
খ) অনুক্ত কর্তা
গ) প্রযোজ্য কর্তা
ঘ) প্রযোজক কর্তা

উত্তরঃ গ) প্রযোজ্য কর্তা

২) ব্যাকরণে যাকে কর্মপ্রবচনীয় বলা হয়, সেটি হল –

ক) উপসর্গ
খ) অনুসর্গ
গ) বিভক্তি
ঘ) নির্দেশক

উত্তরঃ খ) অনুসর্গ

৩) নির্দেশক গুলি প্রকৃতপক্ষে –

ক) নামপদ
খ) প্রত্যয়
গ) বচন
ঘ) অব্যয়

উত্তরঃ গ) বচন

৪) ব্যাকরণগত ভাবে সমাজ শব্দটির অর্থ হল-

ক) সম্মেলন
খ) সমাসীন
গ) ধারণা
ঘ) সংক্ষিপ্তকরণ

উত্তরঃ ঘ) সংক্ষিপ্তকরণ

৫) কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে-

ক) পূর্বপদের
খ) পরপদের
গ) উভয় পদের
ঘ) ভিন্ন অর্থ সমস্ত পদের

উত্তরঃ খ) পরপদের

৬) অনুসর্গ মাত্রই –

ক) প্রত্যয়
খ) সর্বনাম
গ) ধাতু
ঘ) অব্যয়

উত্তরঃ ঘ) অব্যয়

৭) নির্দেশক প্রধানত যে পদের সঙ্গে যুক্ত হয় –

ক) বিশেষ্য পদ
খ) সর্বনাম পদ
গ) অব্যয় পদ
ঘ) বিশেষণ পদ

উত্তরঃ ক) বিশেষ্য পদ

৮) উপমিত কর্মধারয় সমাসে অদৃশ্য থাকে-

ক) উপমান
খ) উপমেয়
গ) তুলনা বাচক শব্দ
ঘ) সাধারন ধর্ম

উত্তরঃ ঘ) সাধারণ ধর্ম

৯) পূর্বপদের অর্থ প্রাধান্য পায় যে সকল সমাসে –

ক) দ্বিগু ও দ্বন্দ্ব
খ) কর্মধারয় ও তৎপুরুষ
গ) দ্বিগু তৎপুরুষ
ঘ) দ্বিগু ও অব্যয়ীভাব

উত্তরঃ ঘ) দ্বিগু ও অব্যয়ীভাব

১০) ভাষা বিজ্ঞানের মতে সমাস হল
ক) আট প্রকার
খ) চার প্রকার
গ) পাঁচ প্রকার
ঘ) ছয় প্রকার

উত্তরঃ ক) আট প্রকার।

১১) অনুসর্গ প্রধান কারকটি হল-

ক) কর্মকারক
খ) অপাদান কারক
গ) অধিকরণ কারক
ঘ) কর্তৃকারক

উত্তরঃ খ) অপাদান কারক।

১২) অকারক হলো –

ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার

উত্তরঃ ক) দুই প্রকার।

১৩) সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে পদ গঠন করে তাকে বলে –

ক) সমস্তপদ
খ) সমস্যমান পদ
গ) পরপদ
ঘ) নামপদ

উত্তরঃ ক) সমস্তপদ

১৪) ‘বহুব্রীহি’ শব্দের অর্থ হলো –

ক) বহু ভুট্টা
খ) বহু ধান
গ) বহু গম
ঘ) বহু সরিষা

উত্তরঃ খ) বহু ধান

১৫) অকারক হলো –

ক) সম্বন্ধ ও সর্বনাম পদ
খ) বিশেষ্য ও সর্বনাম পদ
গ) সম্বন্ধ ও সম্বোধন পদ
ঘ) সম্বোধন ও বিশেষণ পদ

উত্তরঃ গ) সম্বন্ধ ও সম্বোধন পদ

১৬) কোনটি সমাসের অঙ্গ নয়?

ক) সমস্যমান পদ
খ) নাম পদ
গ) সমস্ত পদ
ঘ) পূর্বপদ

উত্তরঃ খ) নাম পদ

১৭) সমাস কথাটির অর্থ হলো –

ক) বিভাজন
খ) ধারণা
গ) সম্মেলন
ঘ) সংক্ষেপ

উত্তরঃ ঘ) সংক্ষেপ

১৮) তৎপুরুষ সমাসের অর্থ প্রাধান্য থাকে-

ক) উভয় পদের
খ) পূর্ব পদের
গ) অন্য পদের
ঘ) পরপদের

উত্তরঃ ঘ) পরপদের।

১৯) ‘র’ বা ‘এর’ বিভক্তি ব্যবহৃত হয় সাধারণত –

ক) কর্মকারকে
খ) সম্বন্ধ পদে
গ) কর্তৃ কারকে
ঘ) সম্মোধন পদে

উত্তরঃ খ) সম্বন্ধ পদে

২০) সমাপিকা ক্রিয়ার সাথে অর্থ সম্পর্কহীন পদকে বলে-

ক) সর্বনাম
খ) বিশেষ্য
গ) কারক
ঘ) অকারক

উত্তরঃ ঘ) অকারক।

২১) দ্বন্দ্ব শব্দটির অর্থ হল –

ক) মিলন
খ) সংক্ষেপ
গ) সারাংশ
ঘ) একপদীকরণ

উত্তরঃ ক) মিলন

২২) কারক হল-

ক) উপসর্গের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক
খ) ক্রিয়াপদের সঙ্গে বিভক্তির সম্পর্ক
গ) সর্বনামের সঙ্গে অব্যয় এর সম্পর্ক
ঘ) ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক

উত্তরঃ ঘ) ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক

২৩) কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে –

ক) কর্মকারক
খ) অপাদান কারক
গ) করণ কারক
ঘ) নিমিত্ত কারক

উত্তরঃ ক) কর্ম কারক

২৪) কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তা হবে –

ক) প্রযোজ্য কর্তা
খ) প্রযোজক কর্তা
গ) সহযোগী কর্তা
ঘ) নিরপেক্ষ কর্তা

উত্তরঃ খ) প্রযোজক কর্তা

২৫) যে সমাসে সমস্যমান পদগুলির প্রত্যেকটিরই অর্থ প্রাধান্য থাকে, তাকে বলে –

ক) তৎপুরুষ সমাস
খ) দ্বিগু সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) দ্বন্দ্ব সমাস

উত্তরঃ ঘ) দ্বন্দ্ব সমাস

২৬) সমাস শব্দের অর্থ-

ক) সংক্ষেপ
খ) বিস্তার
গ) বিশ্লেষণ
ঘ) ব্যাখ্যা

উত্তরঃ ক) সংক্ষেপ

২৭) বাক্যে দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব পরিস্ফূট হলে হয় –

ক) উক্ত কর্তা
খ) অনুক্ত কর্তা
গ)ব্যতিহারিক কর্তা
ঘ) সহযোগী কর্তা

উত্তরঃ ঘ) সহযোগী কর্তা

২৮) সমাস শব্দের বুৎপত্তি হলো –

ক) সম্ + অ + আস
খ) সম্ + আস
গ) সম্-অ + আস
ঘ) সম্-অস + অ

উত্তরঃ ঘ) সম্-অস + অ

২৯) সমাসে প্রাধান্য পায় –

ক) প্রত্যয়
খ) অর্থ
গ) ধ্বনি
ঘ) পদ

উত্তরঃ খ) অর্থ

৩০) শূন্য বিভক্তির চিহ্ন হল –

ক) অ
খ) আ
গ) এতে
ঘ) এর

উত্তরঃ ক) অ

৩১) ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে বলে-

ক) সমাস
খ) কারক
গ) প্রত্যয়
ঘ) বিভক্তি

উত্তরঃ খ) কারক

৩২) কারক শব্দের অর্থ-

ক) যে করে
খ) যে চলে
গ) যে বলে
ঘ) যে দেখে

উত্তরঃ ক) যে করে

৩৩) ব্যাসবাক্যের অপর নাম

ক) বিগ্রহবাক্য
খ) সমাসবদ্ধ পদ
গ) সমস্যমান পদ
ঘ) কোনোটিই নয়

উত্তরঃ ক) বিগ্রহ বাক্য

৩৪) দ্বিগু শব্দের সাধারণ অর্থ-

ক) দুই গুন
খ) দু’টি গোরু
গ) দুই গোরুর সমষ্টি
ঘ) কোনোটিই নয়

উত্তরঃ খ) দু’টি গোরু

৩৫) উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হল –

ক) উপমান কর্মধারয়
খ) উপমিত কর্মধারয়
গ) রুপক কর্মধারয়
ঘ) নিত্য সমাস

উত্তরঃ গ) রুপক কর্মধারয়

৩৬) শূন্য বিভক্তির ধর্ম হল –

ক) মূল শব্দের পরে শূন্য শব্দ বসে
খ) মূল শব্দের পরে কোন শব্দ বসে না
গ) নিজে অপ্রকাশিত থাকে
ঘ) মূল শব্দের পরিবর্তন হয়

উত্তরঃ গ) নিজে অপ্রকাশিত থাকে

৩৭) সম্বন্ধ পদ অকারক কেন?

ক) সম্বন্ধ পদের অন্য পদের সঙ্গে সম্বন্ধ থাকে না
খ) সম্বন্ধ পদের ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ থাকে
গ) সম্বন্ধ পদের অন্য পদের সঙ্গে সম্বন্ধ থাকে
ঘ) সম্বন্ধ পদের ক্রিয়া পদের ও অন্য পদের সঙ্গে সম্বন্ধ থাকেনা

উত্তরঃ গ) সম্বন্ধ পদের অন্য পদের সঙ্গে সম্বন্ধ থাকে

৩৮) নাম অনুসর্গ কোনটি?

ক) হইতে
খ) থেকে
গ) সঙ্গে
ঘ) চেয়ে

উত্তরঃ গ) সঙ্গে

৩৯) কর্মতৎপুরুষ সমাসে সাধারণত যে বিভক্তি বা অনুসর্গের লোপ হয় সেটি হল –

ক) কে বিভক্তি
খ) রে বিভক্তি
গ) তে বিভক্তি
ঘ) দ্বারা অনুসর্গ

উত্তরঃ ক) কে বিভক্তি

৪০) অনুসর্গের অপর নাম

ক) উপসর্গ
খ) অনুকরণ
গ)অনুবাদ
ঘ) পরসর্গ

উত্তরঃ ঘ) পরসর্গ

৪১) সম্বন্ধ পদ কোনটি?

ক) কারক
খ) অকারক
গ) বিভক্তি
ঘ) অনুসর্গ

উত্তরঃ খ) অকারক

৪২) সমাপিকা ক্রিয়ার সাথে অর্থ সম্পর্কহীন পদ-

ক) বিশেষ্য
খ) সর্বনাম
গ) কারক
ঘ) অকারক

উত্তরঃ ঘ) অকারক।

৪৩) অন্য পদের অর্থ প্রধান সমাসটি হল-

ক) দ্বিগু
খ) দ্বন্দ্ব
গ) তৎপুরুষ
ঘ) বহুব্রীহি

উত্তরঃ ঘ) বহুব্রীহি

৪৪) সমধাতুজ কর্মে একই ধাতু নিষ্পন্ন হয়….. ও কর্মে।

ক) ধাতু
খ) ক্রিয়াপদ
গ) বিভক্তি
ঘ) নামপদ

উত্তরঃ ক্রিয়াপদ।

৪৫) বিভক্তি শব্দের অর্থ –

ক) বিভাজন
খ) সংক্ষেপ
গ) মিলন
ঘ) বিচ্ছেদ

উত্তরঃ ক) বিভাজন

৪৬) যে সমাসে প্রকৃতপক্ষে ব্যাসবাক্য হয় না তাকে বলা হয়

ক) বাক্যাশ্রয়ী সমাস
খ) নিত্য সমাস
গ) অলোপ সমাস
ঘ) অব্যয়ীভাব সমাস

উত্তরঃ খ) নিত্য সমাস

৪৭) কোন বিভক্তি যোগে মূল শব্দের কোন পরিবর্তন হয় না?

ক) ‘এ’ বিভক্তি
খ) ‘শূন্য’ বিভক্তি
গ) ‘তে’ বিভক্তি
ঘ) ‘কে’ বিভক্তি

উত্তরঃ খ) শূন্য বিভক্তি

৪৮) ধাতু বিভক্তির আরেকটি নাম হল

ক) শব্দ বিভক্তি
খ) নির্দেশক
গ) অনুসর্গ
ঘ) ক্রিয়া বিভক্তি

উত্তরঃ ঘ) ক্রিয়া বিভক্তি

৪৯) যে সমাসে পূর্ব পদের বিভক্তি চিহ্ন লোপ পায় না তা হল –

ক) অব্যয়ীভাব সমাস
খ) কর্মধারয় সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) অলোপ সমাস

উত্তরঃ ঘ) অলোপ সমাস

৫০) যাকে তুলনা করা হয় সেটি হল

ক) উপমান
খ) উপমেয়
গ) রূপক
ঘ) সাধারণ ধর্ম

উত্তরঃ খ) উপমেয়।

৫১) যার সাথে তুলনা করা হয় তাকে বলে –

ক) উপমান
খ) উপমেয়
গ) রূপক
ঘ) সাধারণ ধর্ম

উত্তরঃ ক) উপমান

৫২) বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা হল –

ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) একটি

উত্তরঃ ক) দুইটি।

বাংলা ব্যাকরণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Spread the love

You cannot copy content of this page