['ক' বিভাগ থেকে ‘চ’বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য এবং ‘ছ' বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য]
'ক' বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক, অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 'চ' বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।
বিভাগ ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১x১৪=১৪
১.১ যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুরভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে
(ক) নগ্নীভবন
(গ) পর্যায়ন
(খ) আরোহন
(ঘ) অবরোহন
১.২ মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তাহলো
(ক) অপসারণ
(গ) ঘর্ষন
(খ) অবঘর্ষ
(ঘ)লম্ফদান
১.৩ সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো
(ক) ১০১২২ মিলিবার
(খ) ১০১৩.২ মিলিবার
(ঘ) ১০১৫.২ মিলিবার
(গ) ১০১৪.২ মিলিবার
১.৪ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে .
(ক) গ্রীষ্মকালে
(খ) বসন্তকালে
(গ) শীতকালে
(ঘ) সারাবছরব্যাপী
১.৫ এল নিনোর প্রভাব দেখা যায়
(ক) আটলান্টিক মহাসাগর
(খ) ভারত মহাসাগর
(গ) প্রশান্ত মহাসাগর
(ঘ) উত্তর মহাসাগর
১.৬ কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো
(ক) ১২ ঘন্টা
(গ) ২৪ ঘন্টা
(খ) ১২ ঘন্টা ২৬ মিনিট
(ঘ) ২৪ ঘন্টা ৫২ মিনিট
১.৭ নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো –
(ক) পারদ
(খ) কৃষিজমির বর্জ্য
(গ) সেলুলোজ
(ঘ) রান্নাঘরের বর্জ্য
১.৮ বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো
(ক) ৩০ টি
(গ) ২৮ টি
(খ) ২৯ টি
(ঘ) ২৭ টি
১.৯ ভারতের সর্বোচ্চ মালভূমি হলো
(ক) মালবের মালভূমি
(গ) তেলেঙ্গানা মালভূমি
(খ) মেঘালয় মালভূমি
(ঘ) লাডাক মালভূমি
১.১০ গঙ্গানদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত
(ক) কানপুর
(গ)দেবপ্রয়াগ
(খ) এলাহাবাদ
(ঘ)বারাণসী
১.১১ পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো
(ক) জম্মু ও কাশ্মীর
(গ) কেরল
(খ) তামিলনাড়ু
(ঘ) মেঘালয়
১.১২ ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো
(ক) কেরল
(গ) কণটিক
(খ) তামিলনাড়ু
(ঘ) অন্ধ্রপ্রদেশ
১.১৩ ভারতে বেসরকারী উদ্যোগের বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা হলো
(ক) দুর্গাপুর স্টিল প্ল্যান্ট
(খ) ভিলাই স্টিল প্ল্যান্ট
(গ) সালেম স্টিল প্ল্যান্ট
(ঘ) টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট
১.১৪ মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো
(ক) 1 : 10,000
(খ) 1:25,000
(গ) 1:50,000
(ঘ) 1: 1,00,000
বিভাগ – ‘খ’
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১×৬=৬
২.১.১ মেরুঅঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার।
২.১.২ আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়।
২.১.৩ চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ম বায়ু।
২.১.৪ সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়।
২.১.৫ দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়।
২.১.৬ ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরল।
২.১.৭ উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক।
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১×৬=৬
২.২.১ ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে…… বলে।
২.২.২ বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় …… নামে পরিচিত।
২.২.৩ বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় …… যন্ত্রের সাহায্যে।
২.২.৪ ……স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়।
২.২.৫ মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় …… বলে।
২.২.৬ জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একসাথে …… বলে।
২.২.৭ ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি স্থানে…… অবস্থিত।
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১x৬=৬
২.৩.১ মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো।
২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো।
২.৩.৩ একটি পৃথিবীবিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো ।
২.৩.৪ একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও।
২.৩.৫ গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে ?
২.৩.৬ ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
২.৩.৭ ২০১১ খ্রিষ্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কতো?
২.৩.৮ ভারতের কোন্ সংস্থা ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে?
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
২.৪.১ কালবৈশাখী ১।বেঙ্গালুরু
২.৪.২ আরাবল্লি পর্বত ২। লক্ষ্মৌ
২.৪.৩ সিলিকন ভ্যালি ৩। পশ্চিমবঙ্গ
২.৪.৪ ইক্ষু গবেষণা কেন্দ্র ৪। রাজস্থান
বিভাগ ‘গ’
৩। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) ২x৬= ১২
৩.১ জলবিভাজিকার সংজ্ঞা দাও। অথবা, ইনসেলবার্জ কাকে বলে?
৩.২ নিরপেক্ষ আদ্রতা বলতে কী বোঝো? অথবা, হিমো প্রাচীর এর সংজ্ঞা দাও।
৩.৩. বর্জ্যের পুনর্নবীকরণ এর সংজ্ঞা দাও। অথবা, কম্পোস্টিং বলতে কী বোঝো?
৩.৪ মরুস্থলি বলতে কী বোঝো? অথবা, সামাজিক বনসৃজন এর দুটি সুবিধা উল্লেখ করো।
৩.৫ পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল লেখ। অথবা, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও।
৩.৬ উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। অথবা, মিলিয়ন শিট বলতে কী বোঝো?
বিভাগ – ‘ঘ’
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)
৪.১ অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখ। অথবা, ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো।
৪.২ বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা গুলি উল্লেখ করো। অথবা, ভাগীরথী -হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্য দ্বারা কিভাবে দূষিত হচ্ছে?
৪.৩ ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো। অথবা, ভারতে রেলপথ ও সড়ক পথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো।
৪.৪ দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। অথবা, ভূবৈচিত্র সূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো।
বিভাগ – ‘ঙ’
৫। ৫.১ যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ
৫.১.১ নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও।
৫.১.২ বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি প্রধান কারণ ব্যাখ্যা করো।
৫.১.৩ শৈলোৎক্ষেপ বৃষ্টি কিভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো।
৫.১.৪ সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো।
৫.২ যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ
৫.২.১ উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো।
৫.২.২ ভারতের কার্পাস উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
৫.২.৩ ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.৪ ভারতের জনসংখ্যার অসম বন্টনের প্রধান পাঁচটি কারণ আলোচনা করো।
বিভাগ – ‘চ’
৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে লিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও।
৬.১ নীলগিরি পর্বত
৬.২ তাপ্তি নদী
৬.৩ লোকটাক হ্রদ
৬.৪ একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল
৬.৫ মরুমৃত্তিকা অঞ্চল
৬.৬ উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল
৬.৭ ভারতের ম্যানচেস্টার
৬.৮ পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র
৬.৯ দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর
৬.১০ মুম্বাই।
Read More👇
Madhyamik 2023 Bengali Question
Madhyamik 2023 English Question
Madhyamik 2023 History Question
Madhyamik 2023 Geography Question
Madhyamik 2023 Life Science Question
Madhyamik 2023 Physical Science Question
Madhyamik 2023 Mathematics Question