Latest Notes

Madhyamik 2025 Life Science Question Paper pdf Madhyamik 2025 Geography Question Paper pdf Madhyamik 2025 History Question Paper pdf Madhyamik 2025 Mathematics Question Paper pdf Madhyamik 2025 English Question Paper | MP 2025 Madhyamik 2025 Bengali Question Paper pdf সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | বাংলা ব্যাকরণ The Model Millionaire mcq and Answers The Model Millionaire – চারণকবি কবিতা MCQ – ভারভারা রাও – একাদশ শ্রেণী সেমিস্টার ১

বিভাগ ‘ক’

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ:  ১ × ২০ = ২০  

১.১ ‘বিশ্বপরিবেশ দিবস’ পালিত হয়-

  • (ক) ৮ই জানুয়ারি 
  • (খ) ২৪শে জানুয়ারি 
  • (গ) ৮ই মার্চ 
  • (ঘ)  ৫ ই জুন 

১.২ ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে – 

  • (ক) পর্তুগিজ 
  • (খ) ইংরেজ 
  • (গ) মুঘল 
  • (ঘ) ওলন্দাজ

১.৩. প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় – 

  • (ক) ১৮৭২ খ্রিঃ 
  • (খ) ১৮৭৮ খ্রিঃ 
  • (গ) ১৮৮২ খ্রিঃ 
  • (খ) ১৮৯০ খ্রি

১.৪ দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন- 

  • (ক) ১৮৩০ খ্রিঃ 
  • (খ) ১৮৩৩ খ্রিঃ 
  • (গ) ১৮৪৩ খ্রিঃ 
  • (ঘ) ১৮৫০ খ্রিঃ

১.৫ বাংলার নবজাগরণ ছিল- 

  • (ক) ব্যক্তিকেন্দ্রিক 
  • (খ) প্রতিষ্ঠানকেন্দ্রিক 
  • (গ) কলকাতাকেন্দ্রিক 
  • (ঘ) গ্রামকেন্দ্রিক 

১.৬ দ্বিতীয় অরণ্য আইনে (১৮৭৮) লাভবান হয়েছিল –

  • (ক) আদিবাসী সম্প্রদায় 
  • (খ) ব্রিটিশ সরকার 
  • (গ) ব্যবসায়ী শ্রেণি 
  • (ঘ) ব্রিটিশ সরকার ও আদিবাসীশ্রেণি উভয়েই

১.৭. ‘হুল’ কথাটির অর্থ হল- 

  • (ক) ঈশ্বর 
  • (খ) স্বাধীনতা 
  • (গ) অস্ত্র 
  • (ঘ) বিদ্রোহ

১.৮ মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য ছিল – 

  • (ক) ভারতবাসীর আনুগত্য অর্জন 
  • (খ) ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ
  • (গ) ভারতীয় প্রজাদের স্বায়ত্ত্বশাসনের অধিকার 
  • (ঘ) মহাবিদ্রোহে (১৮৫৭) বন্দী ভারতীয়দের প্রদান মুক্তিদান

১.৯ ল্যান্ডহোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন- 

  • (ক) রাজা রাধাকান্ত দেব 
  • (খ) প্রসন্ন কুমার ঠাকুর 
  • (গ) রাজা রামমোহন রায় 
  • (ঘ) দ্বারকানাথ ঠাকুর 

১.১০ হিন্দুমেলার সম্পাদক ছিলেন- 

  • (ক) নবগোপাল মিত্র 
  • (খ) গণেন্দ্রনাথ ঠাকুর 
  • (গ) রাজনারায়ণ বসু 
  • (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

১.১১ বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়- 

  • (ক) ১৫৫৬ খ্রিঃ 
  • (খ) ১৭৭৮ খ্রিঃ 
  • (গ) ১৭৮৫ খ্রিঃ 
  • (ঘ) ১৮০০ খ্রিঃ

১.১২ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন – 

  • (ক) অরবিন্দ ঘোষ 
  • (খ) সতীশচন্দ্র বসু 
  • (গ) যোগেশচন্দ্র ঘোষ 
  • (ঘ) প্রমথনাথ বসু

১.১৩ ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন – 

  • (ক) সতীশচন্দ্র সামত্ত 
  • (খ) অশ্বিনীকুমার দত্ত 
  • (গ) বীরেন্দ্রনাথ শাসমল 
  • (ঘ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত

১.১৪ মোপলা বিদ্রোহ (১৯২১) হয়েছিল- 

  • (ক) মালাবার উপকূলে 
  • (খ) কোঙ্কন উপকূলে 
  • (গ) গোদাবরী উপত্যকায় 
  • (ঘ) তেলেঙ্গানা অঞ্চলে

১.১৫ “মিরাট ষড়যন্ত্র মামলা’ (১৯২৯) হয়েছিল।

  • (ক) জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে 
  • (খ) বিপ্লবীদের বিরুদ্ধে 
  • (গ) শ্রমিক নেতাদের বিরুদ্ধে 
  • (ঘ) কৃষক নেতাদের বিরুদ্ধে

১.১৬ ‘ নারী সত্যাগ্রহ সমিতি’ প্রতিষ্ঠিত হয়েছিল-

  • (ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে 
  • (খ) অসহযোগ আন্দোলনের সময়ে 
  • (গ) আইন-অমান্য আন্দোলনের সময়ে 
  • (ঘ) ভারত ছাড়ো আন্দোলনের সময়ে

১.১৭ ‘মাস্টার দা’ নামে পরিচিত ছিলেন। –

  • (ক) বেণীমাধব দাস 
  • (খ) সূর্য সেন 
  • (গ) কৃষ্ণকুমার মিত্র 
  • (ঘ) হেমচন্দ্ৰ ঘোষ 

১.১৮ মাদ্রাজে ‘আত্মসম্মান আন্দোলন’ শুরু করেন- 

  • (ক) রামস্বামী নাইকার 
  • (খ) নারায়ণ গুরু 
  • (গ) ভীমরাও আম্বেদকর 
  • (ঘ) গান্ধিজি 

১.১৯ স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল – 

  • (ক) কাশ্মীর 
  • (খ) জুনাগড় 
  • (গ) হায়দ্রাবাদ 
  • (ঘ) জয়পুর

১.২০ পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল –

  • (ক) গোদাবরী উপত্যকায় 
  • (খ) দক্ষিণ উড়িষ্যায়  
  • (গ) কাথিয়াবার  উপদ্বীপে
  • (ঘ) মালাবার উপকূলে

বিভাগ ‘খ’

২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপরিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : – ১ × ১৬ = ১৬ 

 উপবিভাগ: ২.১

একটি বাক্যে উত্তর দাও : ১×৪=৪

    ২.১.১ বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী ? 

    ২.১.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?

    ২.১.৩ কত খ্রিস্টাব্দে ‘নীল কমিশন’ গঠিত হয়? 

    ২.১.৪ বর্ণপরিচয়’ কে রচনা করেন ?

উপবিভাগ : ২.২

ঠিক বা ভুল নির্ণয় কর।    ১×৪=৪

    ২.২.১ ‘নদীয়া কাহিনী’ গ্রন্থটি “শহরের ইতিহাস’-এর অন্তর্গত।

    ২.২.২ বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্মসমাজের নেতা।

    ২.২.৩ ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। 

    ২.২.৪ লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী।

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
(২.৩.১) টমাস ব্যাবিংটন মেকলে(১) ল্যান্ডহোল্ডার্স সোসাইটি
(২.৩.২) কেশবচন্দ্র সেন(২) বর্তমান ভারত
(২.৩.৩) রাজা রাধাকান্ত দেব(৩) পাশ্চাত্য শিক্ষা
(২.৩.৪) স্বামী বিবেকানন্দ(৪) নববিধান

উপবিভাগ : ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর ও নামাঙ্কিত কর : ১ ×৪ = ৪

    ২.৪.১ বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র-বারাসাত।

    ২.৪.২ নীলবিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোহর নদিয়া। 

    ২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র মিরাট।

    ২.২.৪ পুনর্গঠিত রাজ্য (১৯৬০) – মহারাষ্ট্র।

অথবা

(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)

শূন্যস্থান পূরণ কর :      ১×৪

২.৪.১ সন্নাসী-ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন_____________।

২.৪.২ নীলবিদ্রোহের একটি কেন্দ্র ছিল ____________।

২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রিঃ) সময়ে ভারতের গভর্নর জেনারেল ছিলেন ____________। 

২.৪.৪ হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় __________ খ্রিস্টাব্দে।

উপবিভাগ : ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর : ১×৪=৪

২.৫.১ বিবৃতি: হ্যালহেড তাঁর বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য।

             ব্যাখ্যা ১: কারণ, এ দেশের ইংরেজ কর্মচারীরা বাংলা ভাষা ও সাহিত্যের অনুরাগী ছিলেন। 

             ব্যাখ্যা ২: কারণ, বাংলা ভাষা না জানালে ইংরেজ কর্মচারীদের পদোন্নতি হত না।

             ব্যাখ্যা ৩:  কারণ, এ দেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।

২.৫.২ বিবৃতি: বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় ১৯২৮ খ্রিস্টাব্দে।

            ব্যাখ্যা ১: এই আন্দোলন ছিল, ভূ-স্বামী ধনী কৃষকদের অত্যাচারের বিরুদ্ধে ভূমিহীন দরিদ্র কৃষি শ্রমিকদের আন্দোলন।

            ব্যাখ্যা ২: এই আন্দোলন ছিল, ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে সরকারের বিরুদ্ধে ভূ-স্বামী ধনী কৃষকশ্রেণির আন্দোলন।

            ব্যাখ্যা ৩: এই আন্দোলন ছিল, ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূ-স্বামী ধনী কৃষকশ্রেণি এবং ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণির মিলিত আন্দোলন।

২.৫.৩ বিবৃতি: ভারতছাড়ো আন্দোলনের (১৯৪২) সময়ে ভোগেশ্বরী ফুকোননী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন।

            ব্যাখ্যা ১: ভোগেশ্বরী ফুকোননী পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান। 

            ব্যাখ্যা ২: পলাতকা বিপ্লবী ভোগেশ্বরী ফুকোননী আত্মসমর্পণ করতে অস্বীকৃত হলে পুলিশ তাঁকে গুলি করে।

            ব্যাখ্যা ৩: ভোগেশ্বরী ফুকোননী অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান।

২.৫.৪ বিবৃতি: সাম্প্রদায়িক বাঁটোয়ারার (১৯৩২) মাধ্যমে অনুন্নত শ্রেণিদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধিজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন।

             ব্যাখ্যা ১: গান্ধিজি ছিলেন অনুন্নত শ্রেণিদের নির্বাচনী অধিকারের বিরোধী। 

             ব্যাখ্যা ২:  হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরীর প্রতিবাদে গান্ধিজি অনশন করেন।

             ব্যাখ্যা ৩: জাতীয় কংগ্রেসের নির্দেশে গান্ধিজি প্রতিবাদী অনশন করেছিলেন।

বিভাগ ‘গ’

৩. দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ১১টি): ২×১১=২২

    ৩.১ আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী?

    ৩.২ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায়? 

    ৩.৩ এ দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিষ্টান মিশনারীদের প্রধান উদ্দেশ্য কী ছিল?

    ৩.৪ নববিধান কি?

    ৩.৫ চুয়াড় বিদ্রোহের (১৭৯৮-১৯) গুরুত্ব কী ছিল?

    ৩.৬ ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল?

    ৩.৭ ‘ল্যান্ডহোল্ডার্স সোসাইটি’ কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ?

    ৩.৮ উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ‘আনন্দ মঠ’ উপন্যাসটির কীরুপ অবদান ছিল? 

    ৩.৯ বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা?

    ৩.১০ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন?

    ৩.১১ মোপলা বিদ্রোহের (১৯২১) কারণ কী? 

    ৩.১২ কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?

    ৩.১৩ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে?

    ৩.১৪ ননীবালা দেবী স্মরণীয় কেন ?

    ৩.১৫ সর্দার প্যাটেলকে ‘ভারতের লৌহমানব’ বলা হয় কেন?

    ৩.১৬ কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) গঠিত হয়েছিল ?

বিভাগ ‘ঘ’

৪. সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৪×৬=২৪

 উপবিভাগ: ঘ.১

৪.১ “উডের নির্দেশনামা’ (১৮৫৪) কে এদেশের শিক্ষা বিস্তারের ‘মহাসনদ’ বলা হয় কেন? 

৪.২ শ্রীরামকৃষ্ণের ‘সর্বধর্ম সমন্বয়’ – এর আদর্শ ব্যাখ্যা কর। 

 উপবিভাগ : ঘ. ২

8.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল ?

8.8 ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ কর।

 উপবিভাগ ঘ. ৩

8.৫ বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল?

8.৬ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণির ভূমিকা কীরূপ ছিল?

উপবিভাগ : ঘ. ৪

8.৭ জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়?

8.৮ উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে?

বিভাগ ‘ঙ’ 

৫. পনেরো বা ষোলটি বাক্যে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮

৫.১ উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন ? ৩+৫=৮

৫.২ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। ৫+৩=৮

৫.৩ বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।     ৮

(কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য) 

বিভাগ ‘চ’

৬.        ৬.১ একটি পূর্ণ বাক্যে উত্তর দাও (যে কোনো ৪টি) : ১×৪=৪

৬.১.১ ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? 

৬.১.২. ‘নীলদর্পণ’ নাটকটি ইংরাজিতে কে অনুবাদ করেন?

৬.১.৩ এশিয়াটিক সোসাইটি কোন বছর প্রতিষ্ঠিত হয়?

৬.১.৪ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

৬.১.৫ দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন?

৬.১.৬. পুনা চুক্তি (১৯৩২) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 

৬.২ দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি) : ২×৩=৬

৬.২.১ ‘মেকলে মিনিট’ কী? 

৬.২.২ তিতুমির স্মরণীয় কেন?

৬.২.৩ পঞ্চানন কর্মকার কে ছিলেন?

৬.২.৪ ‘ভারতমাতা’ চিত্রটির গুরুত্ব কী? 

৬.২.৫ ‘নেহরু-লিয়াকত চুক্তি’ (১৯৫০) কেন স্বাক্ষরিত হয়?

Spread the love

You cannot copy content of this page