একটি বাক্যে উত্তর দাও :
১। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?
উত্তরঃ মহাফেজখানায় (দিল্লিতে অবস্থিত)।
২। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উত্তরঃ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার জেমস উইলিয়াম কোলভিল।
৩। ‘ভারত মাতা’ চিত্রটি কে অঙ্কন করেছিলেন?
উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর।
৪। প্রথম সচিত্র বাংলা বই কোন্টি?
উত্তরঃ ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’।
৫। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ডেভিড হেয়ার।
৬। ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
৭। ‘খুঁৎকাঠি’ প্ৰথা কী?
উত্তরঃ এক ধরনের ভূমি ব্যবস্থা যা মুন্ডা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল। এই ব্যবস্থায় জমিতে ব্যক্তি মালিকানার পরিবর্তে যৌথ মালিকানা স্বীকৃত ছিল।
৮। ঠুংরি গানের প্রবর্তক কে?
উত্তরঃ অতুল প্রসাদ সেন।
৯। কাকে ‘কেকের দেশ’ বলে?
উত্তরঃ স্কটল্যান্ড।
১১। ‘মোনালিসা’ ছবিটি কার আঁকা?
উত্তরঃ লিওনার্দো ভিঞ্চি।
১২। কাকে সংস্কৃতির শহর বলা হয়?
উত্তরঃ কলকাতা।
১৩। ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ উমেশচন্দ্র দত্ত।
১৪। ‘সেই সময়’ উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়।
১৫। প্রথম শিক্ষা কমিশনটি কী ছিল?
উত্তরঃ হান্টার কমিশন।
১৬। কলকাতা মেডিক্যাল কলেজ কত খ্রিঃ প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৩৫ সালের ২৮ জানুয়ারি।
১৭। ‘তানা ভগৎ’ আন্দোলন কবে শুরু হয়?
উত্তরঃ ১৯১৪ খ্রীস্টাব্দে।
১৮। ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত।
১৯। ‘হিন্দুমেলার’ অপর নাম কী?
উত্তরঃ চৈত্র মেলা।
২০। ‘ব্যঙ্গচিত্রের জনক’ কাকে বলা হয়?
উত্তরঃ গগনেন্দ্রনাথ ঠাকুর।
২১। ভারতসভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ সুরেন্দ্র নাথ ব্যানার্জি।
২২। এদেশে কারা প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ পর্তুগীজরা।
২৩। IACS কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ মহেন্দ্রলাল সরকার।
২৪। ‘বেঙ্গল কেমিক্যাল’ কে তৈরি করেন?
উত্তরঃ আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
২৫। ‘বিশ্বভারতী’ কে গঠন করেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
২৬। ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২৭। বিধবা বিবাহ আইন কে পাশ করেন?
উত্তরঃ লর্ড ক্যানিং।
২৮। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
উত্তরঃ গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
২৯। ‘History of Bengal’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ ড. রমেশচন্দ্র মজুমদার।
৩০। ‘পথের পাঁচালি’ চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন?
উত্তরঃ সত্যজিৎ রায়।
৩১। ‘হিন্দু প্যাট্রিয়েট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়।
৩২। ‘দামিন-ই-কোহ’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ পাহাড়ের প্রান্তদেশ।
৩৩। ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্যানিং।
৩৪। ‘ছেড়ে আসা গ্রাম’ কার রচনা?
উত্তরঃ দক্ষিণারঞ্জন বসু।
৩৫। সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ পথের পাঁচালি।
৩৬। মেধা পাটেকর কোন আন্দোলনের নেত্রী?
উত্তরঃ নর্মদা বাঁচাও আন্দোলন।
৩৭। ‘নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক’ কাকে বলা হয়?
উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর।
৩৮। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কী?
উত্তরঃ জীবন স্মৃতি, ছেলেবেলা।
৩৯। ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ১৮৮৫
৪০। ‘বিদ্রোহী মারাদোনা’ গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ রূপক সাহা।
৪১। ‘ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশান’ গ্রন্থটি কার রচনা?
উত্তরঃ মিশেল ফুকো।
৪২। সোফি গর্ডন-এর লেখা বইয়ের নামটি লেখ।
উত্তরঃ ‘নাইটিন সেঞ্চুরি ইন্ডিয়ান ফটোগ্রাফি’।
৪৩। ‘ট্রান্সফার অব পাওয়ার’ গ্রন্থটি কে লেখেন?
উত্তরঃ ভি.পি. মেনন।
৪৪। আদি ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
৪৫। ‘ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক’ কাকে বলা হয়?
উত্তরঃ রণজিৎ গুহ।
৪৫। ‘তরিকা-ই-মহিম্মদীয়া’ কথার অর্থ কী?
উত্তরঃ মহম্মদ প্রদর্শিত পথ।
৪৬। শিবপুর বোটানিক্যাল গার্ডেন কে তৈরি করেন?
উত্তরঃ কর্ণেল রবার্ট কিড।
৪৭। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৮ই মার্চ।
৪৮। ‘নীলদর্পণ’ নাটকটি কে রচনা করেন?
উত্তরঃ দীনবন্ধু মিত্র।
৪৯। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।
৫০। ‘নারীশিক্ষা ভান্ডার’ কে স্থাপন করেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৫১। ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৫২। ‘হুতুম প্যাঁচার নক্সা’ কে রচনা করেন?
উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ।
৫৩। কোন বছর শ্রীরামপুর প্রেস স্থাপিত হয়?
উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দের ২০ জানুয়ারি।
৫৪। ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ দিল্লিতে।
৫৫। চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তরঃ সুন্দরলাল বহুগুনা।
৫৬। ‘ওয়াহাবি’ শব্দের অর্থ কী?
উত্তরঃ নবজাগরণ।
৫৭। ছাপার অক্ষরে প্রথম ধর্মীয় গ্রন্থ কোনটি?
উত্তরঃ বাইবেল।
৫৮। ‘মুকুটহীন রাজা’ কাকে বলা হয়?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
৫৯। ‘সত্তর বছর’ কার সম্পূর্ণ আত্মজীবনী?
উত্তরঃ বিপিনচন্দ্র পাল।
৬০। ‘বন্দেমাতরম’ সঙ্গীত কে রচনা করেন?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৬১। ‘ইতিহাসমালা’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ উইলিয়াম কেরি।
৬২। বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন?
উত্তরঃ শ্রী চৈতন্যদেব।
৬৩। প্রথম শবব্যবচ্ছেদ কে করেন?
উত্তরঃ মধুসূদন গুপ্ত।
৬৪। তিতুমীরের প্রকৃত নাম কি?
উত্তরঃ মীর নিশার আলি।
৬৫। কাকে ছাপাখানার জনক বলা হয়?
উত্তরঃ গুটেনবার্গ।
৬৬। বাংলার জয়নগর কোন মিষ্টান্ন দ্রব্যের জন্য বিখ্যাত?
উত্তরঃ মোয়া।
৬৭। বাংলার কোন কৃষক বিদ্রোহে জমিদাররা নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তরঃ চুয়াড় বিদ্রোহ।
৬৮। কলকাতা মেডিক্যাল কলেজ কোন গভর্নর জেনারেল প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৬৯। কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়?
উত্তরঃ ১৯৫১
৭০। ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরার রীতি বাংলায় প্রথম কোথায় প্রচলন হয়?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের পত্নী জ্ঞানদানন্দিনী দেবী।
৭১। ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ সরলাদেবী চৌধুরানী।
৭২। কোন গ্রন্থটি ‘স্বদেশ প্রমের গীতা” নামে পরিচিত?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’।
৭৩। বসুবিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯১৭
৭৪। কোন দিনটি ‘হুল দিবস’ হিসাবে পরিচিত?
উত্তরঃ ৩০ শে জুন।
৭৫। জমিদার সভার সভাপতি কে ছিলেন?
উত্তরঃ রাধাকান্ত দেব।