অনুসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য কি?
অনুসর্গ | বিভক্তি |
ক) অনুসর্গের নিজস্ব অর্থ আছে। | ক) বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই। |
খ) অনুসর্গ একধরনের অব্যয় পদ। | খ) বিভক্তি কোনও পদ নয়। |
গ) অনুসর্গ পদের পরে আলাদা ভাবে বসে। | গ) বিভক্তি পদের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। |
ঘ) অনুসর্গ ক্রিয়ার কাল চিহ্নিত করে না। | ঘ) বিভক্তি কারক ও ক্রিয়ার কাল চিহ্নিত করে। |
ঙ) অনুসর্গ শুধুমাত্র পদের পরে বসে, ধাতুর পরে বসে না। | ঙ) বিভক্তি শব্দ ও ধাতু, উভয়ের সাথে যুক্ত হতে পারে। |