Latest Notes

চারণকবি কবিতা MCQ – ভারভারা রাও – একাদশ শ্রেণী সেমিস্টার ১ বিড়াল (প্রবন্ধ) MCQ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Class 11 Semester 1 সাম্যবাদী নজরুল ইসলাম MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী বাংলা নুন – জয় গোস্বামী একাদশ শ্রেণী লালন শাহ্ ফকিরের গান একাদশ শ্রেণী সেমিস্টার ২ ভাব সম্মিলন – বিদ্যাপতি চারণকবি – ভারভারা রাও বাংলা সমার্থক শব্দের তালিকা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রবন্ধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি সেমিস্টার ১

Unit 3

Our Runaway Kite-Unit 3 -Bengali meaning line by line



A month later a letter came for Father.

এক মাস বাদে বাবার কাছে একটা চিঠি এল।

After he finished reading it, his eyes looked as if he had been crying.

চিঠিটা পড়া শেষ করার পর , তার চোখ দেখে মনে হচ্ছিল তিনি যেন কাঁদছিলেন।

“Do you want to know what became of your kite ? ” he said.

“তােমরা কি জানতে চাও তােমাদের ঘুড়ির কী হয়েছে?” তিনি বললেন।

Then he sat down beside us and told us the whole story. 

তখন তিনি আমাদের পাশে বসলেন আর পুরাে গল্পটা আমাদের বললেন।

Father had a brother and a sister.

বাবার এক ভাই আর এক বােন ছিল।

He had quarrelled with his brother and left home.

তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন এবং বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন।

Years afterward, he felt sorry and when he went back, he found his brother had died and he couldn’t find his sister. 

বহুবছর বাদে, যখন তিনি দুঃখিত হয়ে বাড়ি ফিরে আসেন, তিনি দেখেন তার ভাই মারা গেছেন আর বােনকেও তিনি খুঁজে পাননি।

The letter father had just received was from his sister, Aunt Esther, mother of Dick and Mimi.

যে চিঠিটি বাবা সবে পেয়েছিলেন সেটা ছিল তার বােন, এস্থার পিসির,
ডিক আর মিমির মা।

She was a widow who lived hundreds of miles inland.

তিনি ছিলেন একজন বিধবা মহিলা যিনি শত শত মাইল দূরে মূল ভূখণ্ডের ভেতরে বাস করতেন।

One day when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home.

একদিন যখন ডিক আর মিমি বনের মধ্যে গিয়েছিল, তারা এই ঘুড়িটাকে একটা গাছের ওপর দেখতে পায় এবং সেটিকে বাড়িতে নিয়ে আসে।

When their mother saw the kite patched with the letter, she turned pale.

যখন তাদের মা চিঠি দিয়ে তালি লাগানো ঘুড়িটি দেখতে পান, তিনি ফ্যাকাশে হয়ে যান।

It was the very letter she had once written to her brother.

এটা ছিল সেই চিঠি যেটা তিনি একসময় তার ভাইকে লিখেছিলেন।

Philippa was her mother’s name and Claude was her father’s.

ফিলিপ্পা ছিল তার মায়ের নাম আর ক্লড ছিল তার বাবার নাম।

She knew who we must be.

তিনি বুঝতে পারেন আমরা কে হতে পারি।

So she sat down and wrote to Big Half Moon and Father received her letter. 

তাই বিগ্ হাফ মুনে চিঠি লিখতে বসেন এবং বাবা সেই চিঠিটি পেয়েছেন।

Next day, Father went and brought Aunt Esther and Dick and Mimi with him.

পরের দিন, বাবা গিয়ে এস্থার পিসি, ডিক আর মিমিকে সঙ্গে করে নিয়ে আসেন।

They have been here ever since.

তারপর থেকে তারা এখানেই থাকে।

Aunt Esther is a dear and Dick and Mimi are too jolly for words. 

এস্থার পিসি খুব ভালো আর ডিক আর মিমি কতটা হাসিখুশি তা কথায় বােঝানাে যাবে না।

But the best of it all is that we have relations now ! 

আর সব থেকে ভালো ব্যাপার হল এখন আমাদেরও আত্মীয়স্বজন আছে।



Our Runaway Kites- Unit 3-Comprehension exercises 



7. Choose the correct alternative to complete the following sentences : 

(a) A letter came for father after a

(i) day 
(ii) week 
(iii) fortnight 
(iv) month 

Ans: (iv) month

(b) Father left home after quarrelling with his 

(i) brother 
(ii) sister 
(iii) aunt 
(iv) uncle 

Ans: (i) brother 

(c) Dick and Mimi discovered the kite on the top of a 

(i) roof 
(ii) tree 
(iii) lighthouse 
(iv) light post 

Ans: (ii) tree

8. Fill in the chart with information from the text : 

(a) Person who sent the letterAunt Esther
(b) Name of Aunt Esther’s motherPhilippa
(c) Total number of family members in the narrator’s family at present. Six



9. Answer the following questions : 
(a) What did Father find when he went back home years afterward ? 

Ans: Father found that his brother had died and his sister was missing.

(b) Where did Aunt Esther live ? 

Ans: Aunt Esther lived hundreds of miles inland.

(c) Why did Aunt Esther turn pale ? 

Ans: Aunt Esther turned pale because she found the kite patched the letter she had once written to her brother.

Our Runaway Kite- Class 10- Grammar in use 

10. Change the following sentences into questions, as directed:

(a) Shankha lives in Alipurduar. (Information question using ‘where’) 

Ans: Where does Shankha live?

(b) They have gone to a picnic. (Interrogative sentence using ‘where’) 

Ans: Where have they gone?

(c) I went to school yesterday. (Simple question using ‘did’) 

Ans: Didn’t I go to school yesterday?

(d) Tia studies in class X. (Information question using ‘which’)

Ans: Which class does Tia study in?



Our Runaway Kites- Class 10-Writing activities



11. Suppose your bicycle has a sudden tyre puncture on your way to school. You have taken the cycle to a repair shop. Write an imaginary dialogue (within 100 words) between the shopkeeper and you. 

Ans:
Me: Hello Sir, will you please listen to me? 
Shopkeeper: Yes, how can I help you? 
Me: I am in trouble. The front tyre is punctured. I have to go Siliguri.Will you please repair it? 
Shopkeeper: Definitely.Put the bike inside the garrage. Let me see the tyre. 
Me: Thank you. How long will you take to repair it?
Shopkeeper: It may take 20 minutes. Please sit on the chair. I am going to repair it right away.
Me: Fine. Thank you.

12. Write a story (within 100 words) using the given hints. Give a title to the story. 
crow sitting on a tree-piece of meat in its beak – fox passing under the tree – wants the meat – asks the crow to sing – crow keeps meat under its feet and sings – fooled, fox leaves

Ans:
Click here👉The Clever Crow and the Fox 

Read more ⬇️

• Lesson 1 Father’s Help
• Lesson 2 Fable
• Lesson 3 The Passing Away of Bapu
• Lesson 4 My Own True Family
• Lesson 5 Our Runaway Kite
• Lesson 6 Sea Fever
• Lesson 7 The Cat
• Lesson 8 The Snail

Spread the love

You cannot copy content of this page