Latest Notes

Madhyamik 2025 Life Science Question Paper pdf Madhyamik 2025 Geography Question Paper pdf Madhyamik 2025 History Question Paper pdf Madhyamik 2025 Mathematics Question Paper pdf Madhyamik 2025 English Question Paper | MP 2025 Madhyamik 2025 Bengali Question Paper pdf সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | বাংলা ব্যাকরণ The Model Millionaire mcq and Answers The Model Millionaire – চারণকবি কবিতা MCQ – ভারভারা রাও – একাদশ শ্রেণী সেমিস্টার ১

ইংরেজি ভাষায় Sentence এর শব্দগুলোকে তাদের কাজ ও ব্যবহার অনুসারে মোট ৮ ভাগে ভাগ করা হয়েছে। এর এক একটি শ্রেণিকে Parts of Speech বলে।

ইংরেজিতে parts of speech আট (৮) প্রকার। যেমন-

1)Noun ( বিশেষ্য পদ)
2)Pronoun (সর্বনাম পদ)
3)Adjective (বিশেষণ পদ)
4)Verb ( ক্রিয়া পদ)
5)Adverb (ক্রিয়া বিশেষণ)
6)Preposition (সম্বন্ধবাচক অব্যয়)
7)Conjunction (সংযোজক অব্যয়)
8)Interjection (আবেগসূচক অব্যয়)

মনে রাখতে হবে, কোনো word যতক্ষণ না কোনো sentence এ ব্যবহৃত হচ্ছে, ততক্ষণ তাকে কোনো Parts of speech বলা যায় না।

আমরা বলতে পারি, সকল parts of speech ই হল words কিন্তু সকল words, parts of speech নয়।

একটি শব্দ বাক্যে ভিন্ন ভিন্ন কাজ করতে পারে এবং সেই কাজ অনুযায়ী তার পরিচয় হয়।

1) Noun কি?

Noun বলতে কোনো ব্যক্তি,বস্তু, স্থান, ঘটনা, সময়ের পরিমাপ, কাজ, গুন ও ধারণার নাম বোঝায়।

উদাহরণঃ Kolkata, Friend, Courage, Day ইত্যাদি।

2) Pronoun কি?

Noun এর পরিবর্তে আমরা যে সমস্ত শব্দগুলো ব্যবহার করি, তাদের Pronoun বলে।

উদাহরণঃ He, They, All, Many ইত্যাদি।

3) Adjective কি?

যে সমস্ত শব্দগুলিকে আমরা Noun/Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাতে ব্যবহার করি তাদের Adjective বলে।

উদাহরণঃ good boy (ভালো ছেলে)। এক্ষেত্রে good শব্দটি boy( noun) এর গুণের কথা বোঝাতে ব্যবহার করা হয়েছে।

4)Verb কি?

কোনো কিছু করা বা হওয়া বোঝাতে আমরা যে শব্দ ব্যবহার করি, তাকে Verb বলে।

উদাহরণঃ Read(পড়া), Sing(গান করা)

5) Adverb কি?

যে সমস্ত শব্দগুলি Verb, Adjective এবং Adverb কে modify করে/ অর্থ যোগ করে, তাদের Adverb বলে।

উদাহরণঃ👇

Verb- Read this carefully.
Adjective – The radio is too loud.
Adverb- The train is moving very slowly.

6) Preposition কি?

যেসব শব্দ সাধারণত noun বা pronoun-এর সামনে বসে বাক্যের অন্য শব্দের সঙ্গে সেই শব্দগুলোর সম্পর্ক নির্দেশ করে, তাদের Preposition বলে।

উদাহরণঃ On,in, up, down, from, by etc.

I live in India.

7) Conjunction কি?

যে সব শব্দগুলি শব্দ(words), Phrase ও Clause কে যুক্ত করতে ব্যবহার করা হয়, তাদের Conjunction বলে।

উদাহরণঃ He and I are good friends.
I went to Kolkata but I didn’t visit Victoria Memorial.

8) Interjection কি?

হঠাৎ করে কোন অনুভূতি বা উত্তেজনা প্রকাশনের জন্য যে সমস্ত শব্দগুলি ব্যবহার করা হয়,তাদের Interjection বলে। এই সমস্ত শব্দগুলি ব্যাকরণগত দিক থেকে অন্য শব্দের সাথে যুক্ত থাকে না।

উদাহরণঃ Ouch!, Wow!, Hurrah!

Hurrah! We have won the match.

Spread the love

You cannot copy content of this page