Latest Notes

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি সেমিস্টার ১ বিশাল ডানাওয়ালা থুরথুরে এক বুড়ো – গাবিরিয়েল গার্সিয়া মার্কেজ সাম্যবাদী (কবিতা) – কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (কবিতা)- মাইকেল মধুসূদন দত্ত তেলেনাপোতা আবিষ্কার(গল্প) – প্রেমেন্দ্র মিত্র ছুটি (Chhuti) – রবীন্দ্রনাথ ঠাকুর বিড়াল – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পুঁই মাচা MCQ একাদশ শ্রেণী | 1st Semester পুঁই মাচা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় MCQ from The Bangle Sellers – Sarojini Naidu

Process কীভাবে লিখতে হয়?


পরীক্ষার জন্য Process Writing খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের নিচের নিয়মগুলো মেনে লিখতে হবে।

• একটি মানানসই শিরোনাম (Title) দিতে হবে।
• একটি Introductory বাক্য লিখতে হবে।
• বাক্য লেখার সময় Passive Voice ব্যবহার করতে হবে।
• লেখার সময় বিভিন্ন Linkers ( At first, then, next, after that, later, finally etc) ব্যবহার করতে হবে।
• ফ্লো-চার্টের ধাপগুলি পরপর বাক্যে সাজিয়ে লিখতে হবে।
• একটি Concluding Sentence লিখতে হবে।
নিচের উদাহরণটি ভালোভাবে লক্ষ্য কর-

Spread the love

You cannot copy content of this page