Latest Notes

বিড়াল – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পুঁই মাচা MCQ একাদশ শ্রেণী | 1st Semester পুঁই মাচা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় MCQ from The Bangle Sellers – Sarojini Naidu MCQ from Composed Upon Westminster Bridge- Wordsworth | Class 11 Assertive Sentence Narration Change Worksheet (Direct Speech to Indirect Speech) The Greenhouse Effect – Carl Dennis | Class 12 Sonnet no. 73 That time of year thou mayst in me behold | Class 12 Hawk Roosting – Ted Hughes | Class 12 Down The Rabbit-Hole – Lewis Carrol | Class 12

1. ‘পুঁই মাচা’ গল্পটি প্রথম কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?

(ক) প্রবাসী

(খ) বঙ্গবাসী

(গ) সবুজপত্র

(ঘ) বিচিত্রা

উত্তর: (ক) প্রবাসী

2. ‘পুঁই মাচা’ গল্পটি প্রথম কত বঙ্গাব্দে প্রকাশিত হয়?

(ক) ১৩৩৪

(খ) ১৩৩৫

(গ) ১৩৩১

(ঘ) ১৩৩২

উত্তরঃ (গ) ১৩৩১

3. পুঁই মাচা’ গল্পটি প্রথম কোন্ গল্পগ্রন্থে প্রকাশিত হয়?

(ক) মৌরীফুল

(খ) মেঘমল্লার

(গ) যাত্রাবদল

(ঘ) জন্ম ও মৃত্যু।

উত্তরঃ (খ) মেঘমল্লার

4. পুঁই মাচা’ গল্পটি শুরু হয় কোন্ ঋতুতে ?

(ক) বর্ষা

(খ) শীত

(গ) গ্রীষ্ম

(ঘ) বসন্ত।

উত্তরঃ (খ) শীত

5. পুঁই মাচা গল্পের শুরুতে কার বাড়ির গাছের রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা হয়েছে?

(ক) তারক খুড়োর

(খ) তারিণী খুড়োর

(গ) সহায়হরি চাটুজ্যের

(ঘ) কালীময় ঠাকুরের।

উত্তরঃ (ক) তারক খুড়োর

6. ক্ষেন্তির পিতার নাম কী ? 

(ক) সহায়হরি চাটুজ্যে 

(খ) হরিদাস চাটুজ্যে 

(গ) শ্রীহরি চাটুজ্যে 

(ঘ)রাসবিহারি চাটুজ্যে

উত্তরঃ (ক) সহায়হরি চাটুজ্যে 

7. কি হয়েছে, বসে রইল যে?’- এখানে বক্তা –

(ক) পুঁটি

(খ) ক্ষেন্তি

(গ) রাধী

(ঘ) সহায়হরি।

উত্তরঃ (ঘ) সহায়হরি

8. সহায় চাটুজ্যের স্ত্রী হলেন – 

(ক) ক্ষেন্তি 

(খ) অন্নপূর্না

(গ) রাধিকা

(ঘ) পুঁটি 

উত্তরঃ অন্নপূর্না   

9. শীতকালের সকালে অন্নপূর্না কোথায় বসেছিল ? 

(ক) রান্নাঘরের ভিতরে 

(খ) উঠানে গাছের নিচে

(গ) ঘরের ভিতরে 

(ঘ) রান্নাঘরের দাওয়ায় 

উত্তরঃ (ঘ) রান্নাঘরের দাওয়ায়

10. সহায়হরিদের একঘরে করা হবে এ কথা আলোচনা হয়েছে-

(ক) চৌধুরীদের চণ্ডীমণ্ডপে

(খ) মজুমদারদের চণ্ডীমণ্ডপে

(গ) ময়শা চৌকিদারের পাড়ায়

(ঘ) শ্যাম ঠাকুরের বাড়িতে।

উত্তরঃ (ক) চৌধুরীদের চণ্ডীমণ্ডপে

11. অন্নপূর্না মাথায় কী মাখছিল ? 

(ক) নারিকেল তেল 

(খ) সর্ষেতেল 

(গ) সাদাতেল 

(ঘ) তিলের তেল 

উত্তরঃ (ক) নারিকেল তেল   

12. তেলের বোতল থেকে তেল বার করার জন্য কীসের প্রয়োজন ছিল ? 

(ক) ঝাঁটাকাঠি 

(খ) বাঁশকাঠি 

(গ) পাটকাঠি 

(ঘ) তিরকাঠি 

উত্তরঃ (ক) ঝাঁটাকাঠি   

13. ক্ষেন্তি ছিলো সহায়হরি চাটুজ্যের কোন মেয়ে ? 

(ক) ছোটো 

(খ) মেজো 

(গ) সেজো 

(ঘ) বড়ো 

উত্তরঃ বড়ো  

14.  সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল কারণ –

(ক)  স্ত্রী বদমেজাজি 

(খ) স্ত্রীর বিকট সুরের জন্য 

(গ) স্ত্রীর শান্ত সুরের জন্য 

(ঘ) স্ত্রী বাচাল 

উত্তরঃ স্ত্রীর শান্ত সুরের জন্য  

15.  সহায়হরি কীভাবে দিন কাটায় ? 

(ক) আড্ডা দিয়ে

(খ) তাস খেলে

(গ) পশুপালন করে 

(ঘ) মাছ ধরে ও রস খেয়ে 

উত্তরঃ  (ঘ) মাছ ধরে ও রস খেয়ে   

16. গুজব শুনতে কোথায় যেতে হবে ? 

(ক) জমিদারদের বাড়ি 

(খ) চৌধুরীদের বাড়ি 

(গ) রাজেশ্বরদের বাড়ি 

(ঘ) সরকারদের বাড়ি 

উত্তরঃ (খ) চৌধুরীদের বাড়ি   

17. কোথায় ঘুরে ঘুরে বেড়ালে ভদ্র লোকের গাঁয়ে বাস করা যায়না ? 

(ক) লোকের বাড়ি বাড়ি 

(খ)  অজ পাড়ায়

(গ) বাগদী – দুলে পাড়ায়

(ঘ) বন্ধুর বাড়ি

উত্তরঃ (গ) বাগদী – দুলে  পাড়ায়

18. সহায়হরিদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। কারণ-

(ক) সহায়হরি চুরি করেছে

(খ) অন্নপূর্ণা খুব মুখরা

(গ) ক্ষেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি

(ঘ) ক্ষেন্তির দুষ্টুমিতে সবাই বিরক্ত।

উত্তরঃ (গ) ক্ষেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি

19. মনে মনে কি ঠাউরেছ বলতে পার? অন্নপূর্ণা এ কথা বলেছে-

(ক) ক্ষেন্তিকে

(গ) সহায়হরিকে

(খ) পুঁটিকে

(ঘ) রাধীকে।

উত্তরঃ (গ) সহায়হরিকে

20.  ঝড়ের প্রতীক্ষায় রহিলেন- কে ঝড়ের প্রতীক্ষায় থাকল?

(ক) অন্নপূর্ণা

(খ) সহায়হরি

(গ) চৌধুরীমশাই

(ঘ) তারক খুড়ো।


উত্তরঃ (খ) সহায়হরি

21. সহায়হরি কীসের বাটি নিয়ে খিরকীর দুয়ারের দিকে গেল ? 

(ক) পিতলের বাটি 

(খ) কাঁসারের বাটি 

(গ) কাঁচের বাটি 

(ঘ)  মাটির বাটি 

উত্তরঃ (খ) কাঁসারের বাটি   

22. ক্ষেন্তির হাতে কী ছিল ? 

(ক) শুঁকনো পুঁইশাক 

(খ) কচি পালংশাক 

(গ) পাকা পুঁইশাক 

(ঘ) তাজা পুঁইশাক 

উত্তরঃ পাকা পুঁইশাক   

23.  ক্ষেন্তি হাতে কী পড়েছিল ? 

(ক) কাঁচের চুরি 

(খ) রেশমি চুরি 

(গ) প্লাস্টিক চুরি 

(ঘ) টিনের চুরি 

উত্তরঃ (ক) কাঁচের চুরি   

24.   ক্ষেন্তির হাতের কাঁচের চুড়িগুলি কী দিয়ে আটকানো ছিল ? 

(ক)   দু – পয়সা ডজনের ১ টি সেপটিপিন 

(খ) তিন – পয়সা ডজনের ২ টি সেপটিপিন 

(গ) চারটি – পয়সা ডজনের ৩ টি সেপটিপিন 

(ঘ) পাঁচটি – পয়সা ডজনের ৪ টি সেপটিপিন 

উত্তরঃ (ক) দু – পয়সা ডজনের ১ টি সেপটিপিন  

25. ‘গাঁয়ে কি গুজব রটেছে জান?’- কোন্ গুজব?

(ক) ক্ষেন্তির চোদ্দো বছর বয়স হল।

(খ) সহায়হরিদের একঘরে কারা হবে।

(গ) সহায়হরি মেটে আলু চুরি করেছে।

(ঘ) ক্ষেন্তির বিয়ে ঠিক হয়েছে।

উত্তরঃ (খ) সহায়হরিদের একঘরে কারা হবে।

26. ক্ষেন্তির বয়স আসলে হল

(ক) তেরো বছর

(খ) পনেরো বছর

(গ) বারো বছর

(ঘ) সতেরো বছর।

উত্তরঃ (খ) পনেরো বছর

27. ক্ষেন্তির চেহারা ছিল –

(ক) মোটা, বেঁটে

(খ) রোগা, বেঁটে

(গ) খুব লম্বা, গোলগাল

(ঘ) বেঁটে, গোলগাল।

উত্তরঃ (গ) খুব লম্বা, গোলগাল

28. পুঁই শাকের সঙ্গে ক্ষেন্তি কী নিয়ে বাড়ি ফিরেছে?

(ক) মাছের মাথা

(খ) চিংড়ি মাছ

(গ) ট্যাংরা মাছ

(ঘ) শুটকি মাছ

উত্তরঃ (খ) চিংড়ি মাছ

29. জঞ্জাল প্রাণপনে তুলিয়া আনিয়াছে – এখানে জঞ্জাল হল-

(ক) মেটে আলু

(খ) বেগুন গাছ

(গ) ক্ষেন্তির ভাঙ্গা তোরঙ্গ

(ঘ) পাকা পুঁইডাঁটা।

উত্তরঃ (ঘ) পাকা পুঁইডাঁটা।

30. ‘পুঁই মাচা‘ গল্পে ক্ষেন্তি চিংড়ি মাছ কিনেছিল –

(ক) গয়া বুড়ির কাছ থেকে

(খ) বাজার থেকে

(গ) নবাবগঞ্জের হাট থেকে

(ঘ) হরিপুরের বাজার থেকে।

উত্তরঃ (ক) গয়া বুড়ির কাছ থেকে

31. গড়া বুড়ির কাছে সহায়হরির ধার ছিল

(ক) বার পয়সা

(গ) পাঁচ পয়সা

(খ) দুই পয়সা

(ঘ) দশ পয়সা।

উত্তরঃ (খ) দুই পয়সা

32. সেপটিপিনটা কোন যুগের ছিল ?  

(ক) প্রায় – ঐতিহাসিক যুগের 

(খ) প্রাক – ঐতিহাসিক যুগের 

(গ) মধ্যযুগের 

(ঘ) পূর্বযুগের 

উত্তরঃ (খ) প্রাক – ঐতিহাসিক যুগের   

33. ক্ষেন্তি কার কাছ থেকে পুঁইশাক এনেছিল ? 

(ক) রায় কাকা 

(খ) রায় বাবু 

(গ) দাস কাক 

(ঘ) হারান কাকা 

33. ছোটো মেয়েটি কেমন ভাবে উঠোন থেকে পুঁইশাক গুলো তুলে নিলো ? 

(ক) পুতুলের মতো 

(খ) দুই হাতে 

(গ) ক্ষীরের পুতুলের মতো

(ঘ) কলের পুতুলের মতো 

উত্তরঃ (ঘ) কলের পুতুলের মতো   

34. অন্নপূর্না পুঁইশাক গুলিকে কোথায় ফেলে দিয়ে আসতে বলে ? 

(ক) হারানদের পুকুরের ধারে 

(খ) খিড়কীর পুকুরের ধারে 

(গ) দাসবাবুর পুকুরের ধারে 

(ঘ) রায়বাবুর উঠানে 

উত্তরঃ (খ) খিড়কীর পুকুরের ধারে   

35. মেয়ে মানুষের আবার অতো নোলা কীসের প্রতি নোলা ”? 

(ক) পুঁইশাক 

(খ) নটেশাক 

(গ) পালং শাক 

(ঘ) লাউশাক 

উত্তরঃ (ক) পুঁইশাক   

36. সহায়হরি কীসের পক্ষ অবলম্বন করে দুপুর বেলা স্ত্রীকে চটাইতে চায়নি ?

(ক) পুঁইশাকের 

(খ) নটেশাকের 

(গ) লাউ শাকের 

(ঘ) কলমী শাকের 

(ক) পুঁইশাকের     

37. আপদগুলো টেনে খিড়কীর পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো – অন্নপূর্ণা এই কথা বলেছিল-

(ক) ক্ষেন্তিকে

(খ) রাধীকে

(গ) পুঁটিকে

(ঘ) ক্ষেন্তি ও পুঁটিকে।

উত্তরঃ (খ) রাধীকে

38. কোন দিন ক্ষেন্তি পুঁইশাক রান্নার অর্ধেক নিজের জন্য চেয়েছিল ? 

(ক) অরন্ধনের পূর্বদিন 

(খ) অরন্ধন চলাকালীন 

(গ) অরন্ধন  শুরুর দিন 

(ঘ) অরন্ধনের অন্তিম দিন 

উত্তরঃ (ক) অরন্ধনের পূর্বদিন   

39. ‘কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কী অভিমুখে চলিল – কে খিড়কী অভিমুখে চলিল?

(ক) পুঁটি

(খ) ক্ষেন্তি

(গ) রাধী

(ঘ) কেউ চলল না।

উত্তরঃ (গ) রাধী

40. ‘কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপিচুপিই পুঁইশাকের তরকারী রাঁধিলেন। – কে চুপিচুপি রাঁধল?

(ক) ক্ষেন্তি

(খ) অন্নপূর্ণা

(গ) সহায়হরি

(ঘ) ক্ষেন্তি ও সহায়হরি।

উত্তরঃ (খ) অন্নপূর্ণা

41. যে ডাঁটা গুলো কুড়ানো যায় না সেগুলি অন্নপূর্ণা কোথায় ফেলে দিয়েছিল ?

(ক) পুকুরের ধারে 

(খ) ডোবার ধারে 

(গ) ডোবার ধারে ছাই গাদায় 

(ঘ) পুকুরের পাশের জমিতে

উত্তরঃ (গ) ডোবার ধারে ছাই গাদায়   

42. দুপুর বেলা পাতে কী দেখে ক্ষেন্তির? 

(ক) নটেশাকের চচ্চড়ি 

(খ) পুঁইশাকের চচ্চড়ি 

(গ) কলমি শাকের চচ্চড়ি 

(ঘ) লাউশাকের চচ্চড়ি 

উত্তরঃ (খ) পুঁইশাকের চচ্চড়ি   

43. দুপুর বেলা পাতে দেখে ক্ষেন্তি কেমন ভাবে মায়ের দিকে চেয়েছিল ? 

(ক) ছলছল চোখে

(খ) ক্রুদ্ধ চোখে

(গ) ডাগর চোখে

(ঘ) জলভরা চোখে

উত্তরঃ (গ) ডাগর চোখে

44. ‘ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থণ করিলো’ আনন্দজনক প্রস্তাবটি ছিল-

(ক) আরেকটু পুঁই শাকের চচ্চড়ি দেওয়ার প্রস্তাব

(খ) ক্ষেন্তির বিয়ের প্রস্তাব

(গ) ক্ষেন্তির আশীর্বাদের প্রস্তাব

(ঘ) আর কয়েকটা পিঠে দেওয়ার প্রস্তাব।

উত্তরঃ (ক) আরেকটু পুঁই শাকের চচ্চড়ি দেওয়ার প্রস্তাব

45. অন্নপূর্ণা দুপুর বেলা চালের বাতায় গোঁজা ডালা থেকে কী পাড়ছিল ? 

(ক) তেজপাতা 

(খ) কাঁচা লঙ্কা 

(গ) রসুন ও আদা

(ঘ) শুকনো লঙ্কা 

উত্তরঃ (ঘ) শুকনো লঙ্কা   

46. সহায় হরির বড়ো মেয়ের কোন গ্রামে বিয়ে ঠিক হয়েছিল ? 

(ক) মনিপুরে 

(খ) মনিগাঁয়ে 

(গ) কুসুমপুরে 

(ঘ) পাড়াগাঁয়ে 

উত্তরঃ  (খ) মনিগাঁয়ে   

47. মজুমদার মহাশয়ের পুত্রর সাথে কার বিবাহ ঠিক হয়েছিল ? 

(ক) পুঁটি 

(খ) রাধি 

(গ) ক্ষেন্তির 

(ঘ) অন্নপূর্ণার

উত্তরঃ (গ) ক্ষেন্তির   

48. শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ভেঙে দেয়-

(ক) হরিচাঁদ ঠাকুর

(গ) ক্ষেন্তি

(খ) সহায়হরি

(ঘ) অন্নপূর্ণা।

উত্তরঃ (খ) সহায়হরি

49. ‘তেরোয় আর ষোলোয় তফাৎটা কীসের?- বক্তা হলেন

(ক) সহায়হরি

(খ) অন্নপূর্ণা

(গ) কালীময় ঠাকুর

(ঘ) চৌধুরীমশাই।

উত্তরঃ (গ) কালীময় ঠাকুর

50.  ক্ষেন্তির বিবাহের জন্য কে পাত্র ঠিক করেছিল ?

(ক) সোনাময় 

(খ) কালিময় 

(গ) জ্যোতির্ময় 

(ঘ) গোপাল কাকা

উত্তরঃ (খ) কালিময়   

51. শ্রীমন্ত মজুমদারের ছেলে জমিতে কী চাষ করেছিল?

(ক) বোরো ধান

(খ) আমন ধান

(গ) সর্ষে

(ঘ) পুঁই শাক।

উত্তরঃ (খ) আমন ধান

52. শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল-

(ক) তার বন্ধুরা

(খ) কুম্ভকার বধূর আত্মীয়রা

(গ) সহায়হরি

(ঘ) সহায়হরির প্রতিবেশীরা।

উত্তরঃ (খ) কুম্ভকার বধূর আত্মীয়রা

53. কেন কালিময় সহায় হরির মেয়ের সাথে মজুমদার মহাশয়ের ছেলের বিবাহ ঠিক করেছিল ? 

(ক) অনেক টাকা পাবেন বলে মজুমদার মহাশয়ের কাছে থেকে 

(খ) অনেক টাকা দেনা ছিল মজুমদার মহাশয়ের কাছে 

(গ) আত্মীয় ছিল বলে 

(ঘ) নিজের স্বার্থে 

উত্তরঃ (ক) অনেক টাকা দেনা ছিল মজুমদার মহাশয়ের কাছে   

54. ক্ষেন্তিদের উঠোনে কোন লেবুর গাছ ছিল ? 

(ক) বাতাবি লেবু 

(খ) পাতিলেবু 

(গ) কমলালেবু 

(ঘ) গন্ধরাজ লেবু 

উত্তরঃ (ক) বাতাবি লেবু   

55.  রোদের আতপে বসে সহায়হরি কী খাচ্ছিল ? 

(ক) পান

(খ) বিড়ি 

(গ) গাজা

(ঘ) তামাক 

উত্তরঃ (ঘ) তামাক   

 56.‘অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ করিলেন – অন্নপূর্ণা লক্ষ্য করল?

(ক) ক্ষেন্তির স্বাস্থ্যোন্নতি হয়েছে

(খ) বরোজপোতার বনে খুপ খুপ করে আওয়াজ

(গ) সহায়হরির সংসারে মন নেই

(ঘ) পাটিসাপটায় ধরা ধরা গন্ধ।

উত্তরঃ (খ) বরোজপোতার বনে খুপ খুপ করে আওয়াজ

57. তামাক খেতে খেতে সহায়হরি ক্ষেন্তিকে কী নিয়ে আসতে বলে ? 

(ক) কুঠার 

(খ) সাবল 

(গ) কাটারী 

(ঘ) কোদাল 

উত্তরঃ (খ) সাবল   

58  মুখুর্য্যে বাড়ির ছোটো মেয়ের নাম কী ? 

(ক) মিনু 

(খ) অপু 

(গ) দুর্গা 

(ঘ) লক্ষ্মী 

উত্তরঃ (গ) দুর্গা   

59. সহায়হরি কত ওজনের মেটে আলু নিয়ে আসে?

(ক) দশ-বারো সের

(খ) চোদ্দো-পনেরো সের

(গ) তেরো-চোদ্দো সের

(ঘ) পনেরো-ষোলো সের।

উত্তরঃ (ঘ) পনেরো-ষোলো সের।

60. অন্নপূর্ণার কথা অনুসারে পুঁই ডাঁটার চারা পুঁততে হয়

(ক) বর্ষাকালে

(খ) গ্রীষ্মকালে

(গ) শীতকালে

(ঘ) হেমন্তকালে।

উত্তরঃ (ক) বর্ষাকালে

61. ক্ষেন্তি পুঁই গাছের চারা লাগিয়েছিল-

(ক) বর্ষাকালে

(খ) গ্রীষ্মকালে

(গ) শরৎকালে

(ঘ) শীতকালে।

উত্তরঃ (ঘ) শীতকালে।

62. সহায়হরি কোথা থেকে ক্ষেন্তির জন্য শীতের জামা এনেছিল?

(ক) পৌষ সংক্রান্তির মেলা থেকে

(খ) নিশ্চিন্দিপুরের মেলা থেকে

(গ) হরিপুরের রাসের মেলা থেকে

(ঘ) হরিপুরের হাট থেকে।

উত্তরঃ (গ) হরিপুরের রাসের মেলা থেকে

63. ক্ষেন্তির শীতের জামা সহায়হরি কত টাকা দিয়ে কিনেছিল?

(ক) দু-টাকা

(খ) তিন টাকা

(গ) সাড়ে তিন টাকা

(ঘ) আড়াই টাকা

উত্তরঃ (ঘ) আড়াই টাকা

64. ক্ষেন্তির শীতের জামা থাকত?

(ক) ভাঙা টিনের তোরঙ্গে

(খ) মায়ের কাছেচ

(খ) আলমারিতে

(ঘ) বোনেদের কাছে।

উত্তরঃ (ক) ভাঙা টিনের তোরঙ্গে

65. মুখুয্যে বাড়ি যাবার পথে বাঁ ধারে এক জায়গায় গাছের ঘন বন ছিল –

(ক) শ্যাওড়া , বনভাঁট , রাংচিতা, বনচালতা 

(খ)  অশ্বত্ব , বট, আম , জাম, 

(গ) মেহগিনি , পাইন, জামরুল , নারকেল 

(ঘ) বাঁশ, কাঁঠাল, লিচু, নিম 

উত্তরঃ (ক) শ্যাওড়া , বনভাঁট , রাংচিতা, বনচালতা   

66. মুখুয্যে বাড়ি যাবার পথে বন থেকে কীসের গন্ধ আসছিল ? 

(ক) বনচালতার ঘন গন্ধ

(খ) ফুলের ঘন গন্ধ 

(গ) লতা – পাতার ঘন গন্ধ

(ঘ) রজনীগন্ধার ফুলের ঘন গন্ধ 

উত্তরঃ (গ) লতা – পাতার ঘন গন্ধ  

67. লেজ ঝোলা হলদে পাখিটা কোন গাছের ডালে ছিল ? 

(ক) আম গাছের

(খ) জাম গাছের

(গ) লিচু গাছের 

(ঘ) আমড়া গাছের 

উত্তরঃ (ঘ) আমড়া গাছের   

68. ‘আপদ ঘাটে গিয়েছে- এখানে আপদ কে?

(ক) ক্ষেন্তি

(খ) সহায়হরি

(গ) অন্নপূর্ণা

(ঘ) ক্ষেন্তির শাশুড়ি।

উত্তরঃ (গ) অন্নপূর্ণা

69. তোমার তো ইইকালও নেই পরকালও নেই? – অন্নপূর্ণা এ কথা বলেছে-

(ক) সহায়হরিকে

(খ) চৌধুরীমশাইকে

(গ) ক্ষেন্তির বরকে

(ঘ) কোনোটিই নয়।

উত্তরঃ (ক) সহায়হরিকে

70. এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি – বক্তা কে?

(ক) ময়শা চৌকিদার

(খ) সহায়হরি

(গ) ক্ষেন্তির শ্বশুরমশাই

(ঘ) মজুমদারমশাই।

উত্তরঃ (ক) ময়শা চৌকিদার


Keywords:

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প পুঁইমাচা
পুঁইমাচা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় pdf
পুঁইমাচা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় mcq
পুঁইমাচা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
পুঁইমাচা গল্প
পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর
পুঁইমাচা গল্পের প্রশ্ন
পুঁইমাচা গল্পের mcq
পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
পুঁইমাচা গল্পের ছোট প্রশ্ন উত্তর
পুঁইমাচা গল্প pdf download
পুঁইমাচা গল্পের mcq pdf download
পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় pdf download
পুঁইমাচা গল্পের mcq প্রশ্ন উত্তর
পুঁইমাচা গল্প mcq questions
পুঁইমাচা গল্পের mcq pdf
পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর mcq

Spread the love

You cannot copy content of this page