Latest Notes

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | বাংলা ব্যাকরণ The Model Millionaire mcq and Answers The Model Millionaire – চারণকবি কবিতা MCQ – ভারভারা রাও – একাদশ শ্রেণী সেমিস্টার ১ বিড়াল (প্রবন্ধ) MCQ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Class 11 Semester 1 সাম্যবাদী নজরুল ইসলাম MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী বাংলা নুন – জয় গোস্বামী একাদশ শ্রেণী লালন শাহ্ ফকিরের গান একাদশ শ্রেণী সেমিস্টার ২ ভাব সম্মিলন – বিদ্যাপতি চারণকবি – ভারভারা রাও

1. সাম্যবাদী’ কবিতাটি লিখেছেন-

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) সুকুমার রায় 

(গ) মোহিতলাল মজুমদার

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ (ক) কাজী নজরুল ইসলাম

2. ‘ সাম্যবাদী ‘ কবিতাটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

(ক) মহিলা

(খ) লাঙল

(গ) বিজলী

(ঘ) কল্লোল

উত্তরঃ (খ) লাঙল পত্রিকা

3. “যেখানে আসিয়া এক হয়ে গেছে সব – – – ।’ – শূন্যস্থানে কী বসবে ?

(ক) জাতিধর্ম 

(খ) হিংসা-বিদ্বেষ 

(গ) বাধা-ব্যবধান

(ঘ) রাজা প্রজা

উত্তরঃ (গ) বাধা-ব্যবধান

4. কনফুসিয়াস ছিলেন—

(ক) চৈনিক দার্শনিক

(খ) মিশরীয় দার্শনিক

(গ) মিশরীয় নাট্যকার

(ঘ) ভারতীয় সন্ন্যাসী

উত্তরঃ (ক) চৈনিক দার্শনিক

5. জরথুস্ট্রপন্থী যে জাতির কথা ‘সাম্যবাদী’ কবিতায় আমরা পাই-

(ক) ইহুদি

(খ) পার্সি

(গ) জৈন্য

(ঘ) বৌদ্ধ।

উত্তরঃ (খ) পার্সি

6. জরথুস্ট্র প্রণীত পারসিকদের ধর্মগ্রন্থ হল-

(ক) ত্রিপিটক

(খ) জেন্দাবেস্তা

(গ) গ্রন্থসাহেব

(ঘ) বেদ

উত্তরঃ (খ) জেন্দাবেস্তাআ

7. “সকল কেতাব সকল কালের জ্ঞান” – কবিতায় কোথায় থাকার কথা বলা হয়েছে ?

(ক) ধর্মগ্রন্থে

(খ) মন্দিরে

(গ) মসজিদে

(ঘ) নিজের প্রাণে।

উত্তরঃ (ঘ) নিজের প্রাণে

8. ‘ত্রিপিটক’ যাদের ধর্মগ্রন্থ —

(ক) জরথুস্ট্র ধর্মালম্বীদের

(খ) জৈন ধর্মালম্বীদের

(গ) বৌদ্ধ ধর্মালম্বীদের

(ঘ) পারসিক ধর্মালম্বীদের

উত্তর: (গ) বৌদ্ধ ধর্মালম্বীদের

9. ‘জেন্দাবেস্তা’ কাদের ধর্মগ্রন্থ—

(ক) হিন্দু

(খ) বৌদ্ধ 

(গ) পারসিক

(ঘ) জৈন

উত্তরঃ (গ) পারসিক

10. চিনের যে ধর্মগুরুর কথা আমরা ‘সাম্যবাদী’ কবিতায় পাই-

(ক) জরথুস্ট্র

(খ) গৌতম বুদ্ধ

(গ) মহাবীর

(ঘ) কনফুসিয়াস্।

উত্তরঃ (ঘ) কনফুসিয়াস্

11. ‘গ্রন্থসাহেব’ যাদের ধর্মগ্রন্থ—

(ক) শিখদের

(খ) পারসিকদের

(গ) জৈনদের

(ঘ) সনাতন ধর্মাবলম্বীদের।

উত্তরঃ(ক) শিখদের

12. “কিন্তু কেন এ পণ্ডশ্রম… ?” – কবি যাকে ‘পণ্ডশ্রম’ বলেছেন? 

(ক) ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান

(খ) হিমালয়ে সম্পদের আহরণ 

(গ) দেশের জন্য আত্মত্যাগ 

(ঘ) মানবসেবায় নিজেকে নিবেদন

উত্তরঃ (ক) ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান

13. মানুষ দেবতা-ঠাকুরকে যেখানে খোঁজে বলে ‘সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন –

(ক) সমুদ্রে 

(খ) মৃত-পুথি-কঙ্কালে

(গ) পাহাড়ে

(ঘ) বনজঙ্গলে

উত্তরঃ (খ) মৃত-পুথি-কঙ্কালে

14. “দোকানে কেন এ দর-কষাকষি ?”—কবি এখানে বলতে চেয়েছেন —

(ক) ধর্মে ধর্মে বিভেদের কথা

(খ) দোকানে লাভ ক্ষতির হিসাবের কথা

(গ) নিজের স্বার্থ রক্ষার কথা

(ঘ) উপরের সবকটিই

উত্তরঃ (ক) ধর্মে ধর্মে বিভেদের কথা

15. বিভিন্ন যুগে যে মহাপুরুষ অবতীর্ণ হন তাকে বলা হয়-

(ক) শ্রীকৃষ্ণ 

(খ) দেবাদিদেব

(গ) যুগাবতার

(ঘ) শক্তি

উত্তরঃ (গ) যুগাবতার

16. ‘সাম্যবাদী কবিতায় উল্লিখিত যে তীর্থক্ষেত্রটি হিন্দুদের তীর্থক্ষেত্র নয় –

(ক) মথুরা

(গ) বৃন্দাবন

(খ) নীলাচল

(ঘ) জেরুজালেম

উত্তরঃ  (ঘ) জেরুজালেম

17. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে-

(ক) ঈসা মুসা

(খ) ইহুদিরা

(গ) হিন্দু ধর্মাবলম্বীরা

(ঘ) গৌতম বুদ্ধ।

উত্তরঃ (ক) ঈসা মুসা

18. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে মহা-গীতা গাইছেন-

(ক) ঋষি অরবিন্দ

(খ) চার্বাক মুনি

(গ) বাঁশির কিশোর

(ঘ) যীশুখ্রীষ্ট

উত্তরঃ (গ) বাঁশির কিশোর

19. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে বাঁশির কিশোর মহা-গীতা গাইছেন কোথায় বসে?

(ক) রণভূমিতে

(খ) নদীর ধারে

(গ) পাহাড়ের পাদদেশে

(ঘ) মসজিদে।

উত্তরঃ (ক) রণভূমিতে

20.  নিজের প্রাণের মধ্যেই যা খুঁজে পাওয়া যাবে তা হল —

(ক) বিশ্বভুবন

(খ) সকল শাস্ত্র

(গ) বিশ্ব দেউল

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ(খ) সকল শাস্ত্র

21. ‘দেউল’ শব্দটির উৎস-

(ক) উদারতা

(খ) দোল

(গ) দেবকুল

(ঘ) দেয়াল

উত্তরঃ (গ) দেবকুল

22. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে যে মুনি রাজ্য ত্যাগ করলেন —

(ক) শাক্যমুনি

(গ) বিশ্বামিত্র মুনি

(খ) ভরদ্বাজমুনি

(ঘ) কাশ্যপ মুনি

উত্তরঃ (ক) শাক্যমুনি

23. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে কোরানের সাম গান কে গেয়েছেন ?

(ক) জরথুস্ট্র

(খ) আরব দুলাল

(গ) শাক্যমুনি

(ঘ) রাখাল বালক

উত্তরঃ (খ) আরব দুলাল

24. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে সবচেয়ে বড়ো মন্দির-কাবা হল –

(ক) ধর্মগ্রন্থ

(খ) কাশী

(গ) আরব

(ঘ) পুঁথি

উত্তরঃ (গ) হৃদয়

25. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে কী শুনে শাক্যমুনি রাজ্য ত্যাগ করেছিলেন ?

(ক) বিদ্রোহের ডাক শুনে

(খ) সন্তানের ডাক শুনে

(গ) সমুদ্রের ডাক শুনে

(ঘ) মানবের বেদনার ডাক শুনে

উত্তরঃ (ঘ) মানবের বেদনার ডাক শুনে

26. ‘সাম্যবাদী’ কবিতাটি যে ছন্দে রচিত –

(ক) স্বরবৃত্ত ছন্দ

(খ) পয়ার ছন্দ

(গ) গদ্যছন্দ

(ঘ) মাত্রাবৃত্ত ছন্দ

উত্তরঃ (ঘ) মাত্রাবৃত্ত ছন্দ

২৭. ‘সাম্যবাদী’ কবিতায় মোট পক্তির সংখ্যা —

(ক) ছত্রিশ

(খ) বত্রিশ

(গ) পনের

(ঘ) তেইশ

উত্তরঃ (খ) বত্রিশ

Spread the love

You cannot copy content of this page