Latest Notes

Higher Secondary 2025 Education  Question Paper Higher Secondary 2025 Computer application  Question Paper Higher Secondary 2025 Chemistry  Question Paper Higher Secondary 2025 physics   Question Paper Higher Secondary 2025 Mathematics Question Paper Higher Secondary 2025 Biological Sciences Question Paper Higher Secondary 2025 Political Science Question Paper Higher Secondary 2025 Geography Question Paper Higher Secondary 2025 Philosophy Question Paper Higher Secondary 2025 History Question Paper

সমাস কাকে বলে?

পরস্পর অর্থসঙ্গতি ও সম্বন্ধ বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে।

যেমন- ভালো ও মন্দ = ভালোমন্দ।

সমাস শব্দটির অর্থ কি?

সমাস একটি সংস্কৃত শব্দ। সমাস শব্দটির সাধারণ অর্থ হল- সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদী করণ।

সমাসের কাজ কি?

• ভাষাকে সংক্ষিপ্ত করে।
• নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে।

সমস্যমান পদ কাকে বলে?

যে সব পদের দ্বারা সমাস গঠিত হয়, তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে।

যে কোন সমাসে দুটি সমস্যমান পদ থাকে।

যেমন – জন্ম ও মৃত্যু = জন্মমৃত্যু, এখানে ‘জন্ম’ ও ‘মৃত্যু’ হল সমস্যমান পদ।

পূর্বপদ কাকে বলে?

 সমস্যমান পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ। যেমনঃ জন্ম ও মৃত্যু = জন্মমৃত্যু, এখানে ‘জন্ম’ হল পূর্বপদ।

উত্তরপদ বা পরপদ কাকে বলে?

সমস্যমান পদের পরবর্তী অংশকে বলা হয় পরপদ। যেমনঃ জন্ম ও মৃত্যু = জন্মমৃত্যু, এখানে ‘মৃত্যু’ হল উত্তরপদ বা পরপদ।

সমস্তপদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে?

সমস্যমানপদ বা পূর্বপদ ও পরপদের মিলনে যে নতুন পদ গঠিত হয়, তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। যেমনঃ জন্ম ও মৃত্যু = জন্মমৃত্যু, এখানে ‘জন্মমৃত্যু’ হল সমস্তপদ বা সমাসবদ্ধ পদ।

ব্যাসবাক্য, বিগ্রহবাক্য বা সমাস বাক্য কাকে বলে?

সমস্তপদ বা সমাসবদ্ধ পদকে ভেঙে  যে বাক্যাংশ করা হয়, তাকে বাসবাক্য বা বিগ্রহবাক্য বা সমাসবাক্য বলে। যেমনঃ জন্মমৃত্যু= জন্ম ও মৃত্যু, এখানে ‘জন্ম ও মৃত্যু’ হল ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বা সমাস বাক্য।

সমাস কত প্রকার ও কি কি?

সমাস প্রধানত ৯ প্রকার । যথাঃ

১। দ্বন্দ্ব সমাস
২। কর্মধারয় সমাস
৩। তৎপুরুষ সমাস
৪। বহুব্রীহি সমাস
৫। অব্যয়ীভাব সমাস
৬। দ্বিগু সমাস
৭। নিত্য সমাস
৮। বাক্যাশ্রয়ী সমাস
৯। অলোপ সমাস

Spread the love

You cannot copy content of this page