Latest Notes

The Model Millionaire – চারণকবি কবিতা MCQ – ভারভারা রাও – একাদশ শ্রেণী সেমিস্টার ১ বিড়াল (প্রবন্ধ) MCQ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Class 11 Semester 1 সাম্যবাদী নজরুল ইসলাম MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী বাংলা নুন – জয় গোস্বামী একাদশ শ্রেণী লালন শাহ্ ফকিরের গান একাদশ শ্রেণী সেমিস্টার ২ ভাব সম্মিলন – বিদ্যাপতি চারণকবি – ভারভারা রাও বাংলা সমার্থক শব্দের তালিকা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রবন্ধ

Scholarships for Science Students in West Bengal

বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের অর্থানুকূল্যে পশ্চিম্বঙ্গে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষা

  • আবেদন করা যাবে অনলাইন অথবা অফলাইনে।
  • অনলাইনে আবেদন করতে হবে www.jbnsts.ac.in ওয়েবসাইটে।
  • আবেদন করার শেষ তারিখ – ৩১শে জুলাই,২০২২।
  • আবেদন করা যাবে ১ জুন, ২০২২ থেকে।
  • লিখিত পরীক্ষার তারিখ -২১ শে আগস্ট, ২০২২(রবিবার)
  • পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের ৩৪টি কেন্দ্রে।
  • নির্বাচিত সমস্ত ছাত্র-ছাত্রীদের মেধাবৃত্তি ও বই কেনার অনুদান দেওয়া হবে।

কারা কোন বৃত্তির জন্য আবেদন করতে পারবে?

জুনিয়র বৃত্তি পরীক্ষা

2022 সালে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় কমপক্ষে 75 শতাংশ (সামগ্রিকভাবে)/ সমতুল্য CGPA মার্কস পেয়ে উত্তীর্ণ হবার পর পশ্চিমবঙ্গের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য।

জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি

শুধুমাত্র ছাত্রীদের জন্য যারা 2022 সালে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় কমপক্ষে 75 শতাংশ (সামগ্রিকভাবে)/ সমতুল্য CGPA মার্কস পেয়ে উত্তীর্ণ হবার পর পশ্চিমবঙ্গের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য। জুনিয়র বৃত্তি পরীক্ষার মাধ্যমেই এই নির্বাচন করা হবে।

সিনিয়র বৃত্তি পরীক্ষা

যেসমস্ত ছাত্র-ছাত্রীরা 2022 সালের উচ্চমাধ্যমিক অথবা সমতুল পরীক্ষায় বিজ্ঞান শাখায় উর্ত্তীণ/পরীক্ষা দিয়েছে এবং মৌলিক বিজ্ঞান (সাম্মানিক /বি.এস-এম.এস)/কারিগরিবিদ্যা/ চিকিৎসা বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকস্তরে পাঠরত /পড়াশোনা করবে।

বিশেষ আকর্ষণঃ সিনিয়র বৃত্তি পরীক্ষায় প্রথম 10 জন ছাত্র ও 10 জন ছাত্রীকে মেধা বৃদ্ধির পাশাপাশি ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে।

সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি

শুধুমাত্র ছাত্রীদের জন্য, যারা 2022 সালের উচ্চমাধ্যমিক অথবা সমতুল পরীক্ষায় বিজ্ঞান শাখায় উর্ত্তীণ/পরীক্ষা দিয়েছে এবং মৌলিক বিজ্ঞান (সাম্মানিক /বি.এস-এম.এস)/কারিগরিবিদ্যা/ চিকিৎসা বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকস্তরে পাঠরত /পড়াশোনা করবে। সিনিয়র বৃত্তি পরীক্ষার মাধ্যমেই এই নির্বাচন করা হবে।

Spread the love

You cannot copy content of this page