Latest Notes

বাংলা সমার্থক শব্দের তালিকা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রবন্ধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি সেমিস্টার ১ বিশাল ডানাওয়ালা থুরথুরে এক বুড়ো – গাবিরিয়েল গার্সিয়া মার্কেজ সাম্যবাদী (কবিতা) – কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (কবিতা)- মাইকেল মধুসূদন দত্ত তেলেনাপোতা আবিষ্কার(গল্প) – প্রেমেন্দ্র মিত্র ছুটি (Chhuti) – রবীন্দ্রনাথ ঠাকুর বিড়াল – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পুঁই মাচা MCQ একাদশ শ্রেণী | 1st Semester

বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। 

করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে, 

দীন যে, দীনের বন্ধু !– উজ্জ্বল জগতে 

হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে। 

কিন্তু ভাগ্য-বলে পেয়ে সে মহা পর্বতে, 

যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, 

সেই জানে কত গুণ ধরে কত মতে 

গিরীশ। কি সেবা তার সে সুখ সদনে ! 

দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী। 

যোগায় অমৃত ফল পরম আদরে 

দীর্ঘ-শিরঃ তরু-দল, দাসরূপ ধরি। 

পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে, 

দিবসে শীতল শ্বাসী ছায়া, বনেশ্বরী, 

নিশায় সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে।

Spread the love

You cannot copy content of this page