What is Alphabet? (বর্ণমালা কি?)
ইংরেজি ভাষার সমস্ত বর্ণগুলিকে(letters) একত্রে Alphabet ( বর্ণমালা) বলে।
Letter(বর্ণ) কি?
ভাষা লেখার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয়, তাকেই বর্ণ (Letter) বা অক্ষর বলে।
ইংরেজিতে A থেকে Z পর্যন্ত মোট ২৬ টি letter(বর্ণ) বা অক্ষর আছে।
প্রতিটি অক্ষরের দুটি করে রুপ আছে- Capital বা বড় হাতের অক্ষর এবং Small বা ছোটো হাতের অক্ষর।
Capital letter এবং Small letter
Capital Letters | Small Letters |
A | a |
B | b |
C | c |
D | d |
E | e |
F | f |
G | g |
H | h |
I | i |
J | j |
K | k |
L | l |
M | m |
N | n |
O | o |
P | p |
Q | q |
R | r |
S | s |
T | t |
U | u |
V | v |
W | w |
X | x |
Y | y |
Z | z |
Capital letter কে অনেক সময় Big letter/upper case letter /capital বলা হয়।
Alphabet বা সমস্ত বর্ণগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে।
Vowels | A, E, I, O, U |
Consonants | B,C,D,F,G,H,K,L,M,N,P,Q,R,S,T,V,W,X,Y,Z |
Semi- Vowels:
W ও Y বর্ণদুটি Vowel ও Consonant উভয় হিসাবেই কাজ করে। এদের Semi-Vowels বলে।
উদাহরণঃ many, dowry শব্দে y ও w vowel হিসাবে কাজ করেছে।