কোনো শব্দের যতটুকু অংশ একটানে উচ্চারিত হয় তাকে syllable(অক্ষর বা শব্দাংশ) বলে।
Syllable হল ভাষার সবচেয়ে ছোটো একক।
প্রতিটি syllable এর মধ্যে একটি Vowel sound থাকে।
beau-ti-ful
In-te-li-gent
যে শব্দে একটি syllable থাকে তাকে monosyllabic word বলে।
book, hen, man
যে শব্দে দু’টি syllable থাকে, তাকে disyllabic word বলে।
man-sion, long-er, pho-to,Win-dow
যে শব্দে তিনটি syllable থাকে, তাকে trisyllsbic word বলে।
beau-ti-ful, te-le-phone
যে শব্দে চারটি syllable থাকে, তাকে tetra-syllabic word বলে।
e-du-ca-tion, me-lo-dra-ma
যে শব্দে চারটির বেশি syllable থাকে, তাকে polysyllabic word বলে।
Cla- ri- fi- ca- tion